ETV Bharat / entertainment

ছবির প্রিমিয়ারে যাওয়ার পথে হার্ট অ্যাটাক, প্রয়াত অভিনেতা রুবেল

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 11:07 PM IST

Rubel Ahmed Passes Away: আসন্ন ছবির প্রিমিয়ার শো'তে যাচ্ছিলেন বাংলাদেশী অভিনেতা রুবেল। আচমকাই অসুস্থ হয়ে পার্কিংয়েই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সহঅভিনেতার মৃত্যুতে ভেঙে পড়েছেন জয়া আহসান।

প্রয়াত অভিনেতা রুবেল
Rubel Ahmed Passes Away

কলকাতা, 7 ফেব্রুয়ারি: মাত্র পঞ্চান্ন বছর বয়সে না-ফেরার দেশে অভিনেতা রুবেল। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন 'পেয়ারার সুবাস' ছবির পরিচালক নুরুল আলম আতিক। 9 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে রুবেল অভিনীত বাংলা ছবি 'পেয়ারার সুবাস'। সেই ছবির প্রিমিয়ার শোতেই যাচ্ছিলেন অভিনেতা। অসুস্থ হয়ে পার্কিংয়েই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

এরপর তড়িঘড়ি অভিনেতা রুবেল আহমেদকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে ৷ কিন্তু ততক্ষণে সব শেষ ৷ অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে ম্যাসিভ হার্ট অ্যাটাকের জেরেই মৃত্যু হয় অভিনেতার। রুবেল শুধু ওপার বাংলায় নয়, কাজ করেছেন এপারেও। 2014 সালে এখানকার পরিচালক সঞ্জয় নাগ পরিচালিত 'পারাপার' ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে তাঁর সহঅভিনেত্রী ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। নিয়মিত নাট্যচর্চা করতেন তিনি। নাটকগুলির মধ্যে অন্যতম 'নীল তোয়ালে', 'বিশেষ ঘোষণা', 'প্রতিদান', 'নবাব গুন্ডা', 'অতিথি'।

রুবেলের আসল নাম আহমেদ রাজিব রুবেল ওরফে আহমেদ রুবেল। 1968 সালের 3 মে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্ম তাঁর। শৈশব কেটেছে ঢাকা শহরেই। সেলিম আল দীনের 'ঢাকা থিয়েটার'-এর হাত ধরে আহমেদ রুবেলের অভিনয়ের হাতেখড়ি। এরপরে গিয়াসউদ্দিন সেলিমের 'স্বপ্নযাত্রা' নাটকে সকলের মনে জায়গা করে নেন রুবেল। হুমায়ুন আহমেদের 'পোকা'-তে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান অভিনেতা। তাঁর অভিনীত 'গোরা মজিদ' চরিত্রটি আজও মানুষের কাছে সমান জনপ্রিয়।

1993 সালে 'আখেরী হামলা' সিনেমার হাত ধরে বড়পর্দায় যাত্রা শুরু হয় বাংলাদেশি নাটকের এই জনপ্রিয় অভিনেতার। এরপর একে একে 'চন্দ্রকথা', 'ব্যাচেলর', 'গেরিলা', 'দ্য লাস্ট ঠাকুর'-এর মতো হিট ছবিতে অভিনয় করেছেন রুবেল। 'পেয়ারার সুবাস'-এ রুবেলের সহঅভিনেত্রী জয়া আহসান। সহ-অভিনেতার মৃত্যুতে ভেঙে পড়েছেন জয়া আহসান।

আরও পড়ুন:

  1. নেই একদিন প্রতিদিনের 'মিনু', প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার
  2. সঙ্গীত জগতে নক্ষত্রপতন! প্রয়াত উস্তাদ রশিদ খান
  3. হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কবি মুনাওয়ার রানা, শোকপ্রকাশ অখিলেশের

কলকাতা, 7 ফেব্রুয়ারি: মাত্র পঞ্চান্ন বছর বয়সে না-ফেরার দেশে অভিনেতা রুবেল। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন 'পেয়ারার সুবাস' ছবির পরিচালক নুরুল আলম আতিক। 9 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে রুবেল অভিনীত বাংলা ছবি 'পেয়ারার সুবাস'। সেই ছবির প্রিমিয়ার শোতেই যাচ্ছিলেন অভিনেতা। অসুস্থ হয়ে পার্কিংয়েই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

এরপর তড়িঘড়ি অভিনেতা রুবেল আহমেদকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে ৷ কিন্তু ততক্ষণে সব শেষ ৷ অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে ম্যাসিভ হার্ট অ্যাটাকের জেরেই মৃত্যু হয় অভিনেতার। রুবেল শুধু ওপার বাংলায় নয়, কাজ করেছেন এপারেও। 2014 সালে এখানকার পরিচালক সঞ্জয় নাগ পরিচালিত 'পারাপার' ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে তাঁর সহঅভিনেত্রী ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। নিয়মিত নাট্যচর্চা করতেন তিনি। নাটকগুলির মধ্যে অন্যতম 'নীল তোয়ালে', 'বিশেষ ঘোষণা', 'প্রতিদান', 'নবাব গুন্ডা', 'অতিথি'।

রুবেলের আসল নাম আহমেদ রাজিব রুবেল ওরফে আহমেদ রুবেল। 1968 সালের 3 মে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্ম তাঁর। শৈশব কেটেছে ঢাকা শহরেই। সেলিম আল দীনের 'ঢাকা থিয়েটার'-এর হাত ধরে আহমেদ রুবেলের অভিনয়ের হাতেখড়ি। এরপরে গিয়াসউদ্দিন সেলিমের 'স্বপ্নযাত্রা' নাটকে সকলের মনে জায়গা করে নেন রুবেল। হুমায়ুন আহমেদের 'পোকা'-তে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান অভিনেতা। তাঁর অভিনীত 'গোরা মজিদ' চরিত্রটি আজও মানুষের কাছে সমান জনপ্রিয়।

1993 সালে 'আখেরী হামলা' সিনেমার হাত ধরে বড়পর্দায় যাত্রা শুরু হয় বাংলাদেশি নাটকের এই জনপ্রিয় অভিনেতার। এরপর একে একে 'চন্দ্রকথা', 'ব্যাচেলর', 'গেরিলা', 'দ্য লাস্ট ঠাকুর'-এর মতো হিট ছবিতে অভিনয় করেছেন রুবেল। 'পেয়ারার সুবাস'-এ রুবেলের সহঅভিনেত্রী জয়া আহসান। সহ-অভিনেতার মৃত্যুতে ভেঙে পড়েছেন জয়া আহসান।

আরও পড়ুন:

  1. নেই একদিন প্রতিদিনের 'মিনু', প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার
  2. সঙ্গীত জগতে নক্ষত্রপতন! প্রয়াত উস্তাদ রশিদ খান
  3. হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কবি মুনাওয়ার রানা, শোকপ্রকাশ অখিলেশের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.