ETV Bharat / state

নেই একদিন প্রতিদিনের 'মিনু', প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 7:21 PM IST

Updated : Jan 27, 2024, 9:54 PM IST

Actress Sreela Majumdar Demise: প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার ৷ দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করার পর অবশেষে শনিবার হার মানলেন অভিনেত্রী ৷

ETV Bharat
শ্রীলা মজুমদার
অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেত্রী ঋতুপর্ণ সেনগুপ্ত

কলকাতা, 27 জানুয়ারি: টানা এক মাস অসুস্থ থাকার পর শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার ৷ গত তিন বছর ধরে মারণ রোগ ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রী ৷ তাঁর প্রয়াণের খবরটি নিশ্চিত করেছেন তাঁর স্বামী সাংবাদিক এসএনএম আব্দি ৷ বাংলার অন্যতম সেরা অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যুর খবরে গভীর শোকাহত ৷ তিনি একজন দক্ষ, শক্তিশালী অভিনেত্রী ছিলেন ৷ ভারতের বেশকিছু উল্লেখযোগ্য সিনেমায় তিনি দুর্দান্ত সব চরিত্রে অভিনয় করেছেন ৷ এটা বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বড় ক্ষতি ৷"

  • Saddened by the news of the demise of film actress Sreela Majumdar today afternoon. Sreela was a noted and powerful actress who played outstanding roles in several significant Indian films.

    It is a big loss for Bengal film industry and we shall miss her stellar presence. My…

    — Mamata Banerjee (@MamataOfficial) January 27, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিক শোকপ্রকাশ করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও ৷ তিনি বলেন, "আমার দিদি চলে গেলেন ৷ তবে এটা কখনও বলতে পারব না ৷ এই দিদি আমায় সবসময় বলেছেন, ঋতু তুমি কখনও থামবে না, কখনও ভাঙবে না, যতই সমস্যা আসুক ৷"

'পরশুরাম', 'একদিন প্রতিদিন', 'খারিজ' থেকে শুরু করে, 'প্রতিবাদ', 'আসল নকল', 'মহীনের ঘোড়াগুলি’, 'শঙ্কর মুদি', 'পার্সেল'- একের পর এক বাংলা সিনেমাতে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন শ্রীলা মজুমদার ৷ 'চোখের বালি' ধারাবাহিকে ঐশ্বর্য রাইয়ের লিপে বাংলা সংলাপে রয়েছে তাঁরই কণ্ঠ ৷ শ্রীলা মজুমদারকে 'ইচ্ছেনদী' এবং 'নকশিকাঁথা' ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে। শুধু বাংলা নয়, হিন্দি সিনেমাতেও কাজ করেছেন তিনি ৷ বলিউডে শাবানা আজমি, স্মিতা পাটিল, নাসিরুদ্দিন শাহেএর সঙ্গে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন শ্রীলা ৷ তাঁর প্রয়াণে সিনে দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া ৷

1979 সালে 'পরশুরাম' ছবির মাধ্যমে টলিউডে যাত্রা শুরু অভিনেত্রীর ৷ মাত্র 16 বছর বয়সে তাঁর অভিনীত নাটকের সম্প্রচার হয় রেডিয়োয় ৷ সেই নাটক শুনে তাঁকে পরশুরাম সিনেমায় অভিনয়ের জন্য বাছাই করেন প্রয়াত পরিচালক মৃণাল সেন ৷ একবার সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "গীতাদির (মৃণাল সেনের স্ত্রী গীতা সেন) কাছে ঋণী ৷ তিনি রেডিয়োতে আমার নাটক শুনে আমায় পছন্দ করেছিলেন ৷"

সেই শুরু ৷ এরপর আশির ও নব্বইয়ের দশকে একের পর এক ব্যতিক্রমী চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্রীলা মজুমদার ৷ মৃণাল সেন ছাড়াও উৎপলেন্দু চক্রবর্তী, শ্যাম বেনেগালের মতো পরিচালকদের সঙ্গে হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি ৷

মৃণাল সেন, শ্যাম বেনেগালের মতো পরিচালকদের পাশাপাশি বাণিজ্যিক ঘরানার বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন পরশুরামের 'আহ্লাদি' ৷ রেশমী মিত্রের 'শ্লীলতাহানির পরে' ছবিতেও রয়েছেন তিনি ৷ সম্প্রতি কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'পালান' সিনেমায় অভিনয় করেন শ্রীলা মজুমদার ৷ সম্প্রতি 'দত্তা' ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও এসেছিলেন অসুস্থ অভিনেত্রী ৷

আরও পড়ুন:

  1. পদ্ম পুরস্কারে সম্মানিত বৈজন্তীমালা-ঊষা, আবেগতাড়িত হেমা মালিনী
  2. দেশের শাস্ত্রীয় সঙ্গীতে ফের নক্ষত্রপতন, চলে গেলেন 'পদ্মবিভূষণ' প্রভা আত্রে
  3. কিংবদন্তি হয়েও আম আদমি উস্তাদজি, চোখের জলে বিদায় শিল্পীকে

অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেত্রী ঋতুপর্ণ সেনগুপ্ত

কলকাতা, 27 জানুয়ারি: টানা এক মাস অসুস্থ থাকার পর শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার ৷ গত তিন বছর ধরে মারণ রোগ ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রী ৷ তাঁর প্রয়াণের খবরটি নিশ্চিত করেছেন তাঁর স্বামী সাংবাদিক এসএনএম আব্দি ৷ বাংলার অন্যতম সেরা অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যুর খবরে গভীর শোকাহত ৷ তিনি একজন দক্ষ, শক্তিশালী অভিনেত্রী ছিলেন ৷ ভারতের বেশকিছু উল্লেখযোগ্য সিনেমায় তিনি দুর্দান্ত সব চরিত্রে অভিনয় করেছেন ৷ এটা বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বড় ক্ষতি ৷"

  • Saddened by the news of the demise of film actress Sreela Majumdar today afternoon. Sreela was a noted and powerful actress who played outstanding roles in several significant Indian films.

    It is a big loss for Bengal film industry and we shall miss her stellar presence. My…

    — Mamata Banerjee (@MamataOfficial) January 27, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিক শোকপ্রকাশ করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও ৷ তিনি বলেন, "আমার দিদি চলে গেলেন ৷ তবে এটা কখনও বলতে পারব না ৷ এই দিদি আমায় সবসময় বলেছেন, ঋতু তুমি কখনও থামবে না, কখনও ভাঙবে না, যতই সমস্যা আসুক ৷"

'পরশুরাম', 'একদিন প্রতিদিন', 'খারিজ' থেকে শুরু করে, 'প্রতিবাদ', 'আসল নকল', 'মহীনের ঘোড়াগুলি’, 'শঙ্কর মুদি', 'পার্সেল'- একের পর এক বাংলা সিনেমাতে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন শ্রীলা মজুমদার ৷ 'চোখের বালি' ধারাবাহিকে ঐশ্বর্য রাইয়ের লিপে বাংলা সংলাপে রয়েছে তাঁরই কণ্ঠ ৷ শ্রীলা মজুমদারকে 'ইচ্ছেনদী' এবং 'নকশিকাঁথা' ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে। শুধু বাংলা নয়, হিন্দি সিনেমাতেও কাজ করেছেন তিনি ৷ বলিউডে শাবানা আজমি, স্মিতা পাটিল, নাসিরুদ্দিন শাহেএর সঙ্গে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন শ্রীলা ৷ তাঁর প্রয়াণে সিনে দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া ৷

1979 সালে 'পরশুরাম' ছবির মাধ্যমে টলিউডে যাত্রা শুরু অভিনেত্রীর ৷ মাত্র 16 বছর বয়সে তাঁর অভিনীত নাটকের সম্প্রচার হয় রেডিয়োয় ৷ সেই নাটক শুনে তাঁকে পরশুরাম সিনেমায় অভিনয়ের জন্য বাছাই করেন প্রয়াত পরিচালক মৃণাল সেন ৷ একবার সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "গীতাদির (মৃণাল সেনের স্ত্রী গীতা সেন) কাছে ঋণী ৷ তিনি রেডিয়োতে আমার নাটক শুনে আমায় পছন্দ করেছিলেন ৷"

সেই শুরু ৷ এরপর আশির ও নব্বইয়ের দশকে একের পর এক ব্যতিক্রমী চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্রীলা মজুমদার ৷ মৃণাল সেন ছাড়াও উৎপলেন্দু চক্রবর্তী, শ্যাম বেনেগালের মতো পরিচালকদের সঙ্গে হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি ৷

মৃণাল সেন, শ্যাম বেনেগালের মতো পরিচালকদের পাশাপাশি বাণিজ্যিক ঘরানার বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন পরশুরামের 'আহ্লাদি' ৷ রেশমী মিত্রের 'শ্লীলতাহানির পরে' ছবিতেও রয়েছেন তিনি ৷ সম্প্রতি কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'পালান' সিনেমায় অভিনয় করেন শ্রীলা মজুমদার ৷ সম্প্রতি 'দত্তা' ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও এসেছিলেন অসুস্থ অভিনেত্রী ৷

আরও পড়ুন:

  1. পদ্ম পুরস্কারে সম্মানিত বৈজন্তীমালা-ঊষা, আবেগতাড়িত হেমা মালিনী
  2. দেশের শাস্ত্রীয় সঙ্গীতে ফের নক্ষত্রপতন, চলে গেলেন 'পদ্মবিভূষণ' প্রভা আত্রে
  3. কিংবদন্তি হয়েও আম আদমি উস্তাদজি, চোখের জলে বিদায় শিল্পীকে
Last Updated : Jan 27, 2024, 9:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.