ETV Bharat / business

ভারতে যৌথ ব্যবসা ওয়াল্ট ডিজনি-রিলায়েন্সের, বিনিয়োগ 70 হাজার কোটি

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 9:03 PM IST

Etv Bharat
Etv Bharat

Reliance Industries: মিডিয়া জগতে নয়া চমক ৷ জোট বাঁধল ওয়াল্ট ডিজনি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৷ 11,500 কোটি টাকা বিনিয়োগ করল রিলায়েন্স । নতুন সংস্থার প্রধান হলেন নীতা অম্বানি ৷ সংস্থার ভাইস চেয়ারম্যান উদয় শঙ্কর ৷

মুম্বই, 28 ফেব্রুয়ারি: গাটছড়া বাঁধল ওয়াল্ট ডিজনি ও রিলায়েন্স ইন্ড্রাস্টিজ ৷ বুধবার 70 হাজার (70,000) কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে দু'পক্ষের মধ্যে ৷ ওটিটি ক্ষেত্রে ব্যবসার সম্প্রসার ঘটাতেই এই বিনিয়োগ রিলায়েন্সের ৷ এই চুক্তি পত্রে 63.16 শতাংশ শেয়ার আছে রিলায়েন্স ইন্ড্রাস্টিজের ৷ 36.84 শতাংশ শেয়ার আছে ডিজনির ৷ যৌথ এই ভেঞ্চারে মাথায় থাকবেন নীতা অম্বানি ৷ সংস্থার ভাইস চেয়ারম্যান উদয় শঙ্কর ৷

ইতিমধ্যেই দুই সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে ৷ সেখানেই উল্লেখ করা হয়েছে, ভায়াকম 18 এবং স্টার ইন্ডিয়া যৌথভাবে সব কাজ করবে ৷ এই দুই সংস্থায় 11হাজার 500 কোটি টাকা বিনিয়োগ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৷ ওই বিবৃতিতেই উল্লেখ করা হয়েছে, ভায়াকমের 46.28 শতাংশ এবং 36.84 শতাংশ মালিকানা ডিজনির থাকবে ৷ পাশাপাশি বিনোদন, খেলার জগতে অন্যতম প্ল্যাটফর্ম জেভি ৷ এই ডিজিটাল প্ল্যাটফর্ম জেভি-কে কনটেন্ট দিয়ে সহযোগিতা করতে পারবে ডিজনি ৷ ইতিমধ্যেই জেভি-র 750 মিনিয়ন দর্শক আছে ৷

এই জেভি সম্পর্কে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানি বলেছেন, "এই চুক্তির ফলে ভারতীয় বিনোদন শিল্পে একটি নতুন যুগের সূচনা হবে ৷ আমরা সর্বদা ডিজনিকে বিশ্বব্যাপী সেরা মিডিয়া গ্রুপ হিসাবে সম্মান করেছি ৷ ডাজনির সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে পেরে উচ্ছ্বসিত ৷ এবার দেশজুড়ে দর্শকদের কাছে সাশ্রয়ী মূল্যে পৌঁছে যাবে বিনোদনের বিষয়বস্তু । রিলায়েন্স গ্রুপের মূল অংশীদার হিসাবে ডিজনিকে স্বাগত জানাই ।"

দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির সিইও বব ইগার বলেন, "ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল বাজার ৷ রিলায়েন্সের সঙ্গে ব্যবসায়িক গাঁটছড়া বাঁধতে পেরে আমরা আপ্লুত ৷ ভারতীয় বাজার এবং ভোক্তা, এবং দেশের শীর্ষস্থানীয় মিডিয়া কোম্পানিগুলি আমাদের ডিজিটাল পরিষেবা, বিনোদন এবং ক্রীড়ার পরিষেবা দেওয়ার অনুমতি দেবে।"

উদয় শঙ্কর, বোধি ট্রি সিস্টেমের সহ-প্রতিষ্ঠাতা, বলেছেন "আমরা রিলায়েন্সের সঙ্গে ব্যবসা বৃদ্ধির সুযোগ পেয়ে আনন্দিত ৷ এখন মিডিয়া ও বিনোদনের বিশ্বে শীর্ষস্থানীয় ডিজনিকেও অন্তর্ভুক্ত করতে পেরেছি। আমরা সবাই আমাদের দর্শকদের কাছে ব্যতিক্রমী মূল্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.