ETV Bharat / business

পেটিএম ও পেটিএম পেমেন্ট ব্যাংক এক নয়, স্পষ্ট করল কর্তৃপক্ষ

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 1:55 PM IST

Paytm
পেটিএম

Paytm: পেটিএম ও পেটিএম পেমেন্ট ব্যাংক এক নয় ৷ এটি কেবল পেটিএমের অংশীদার ব্য়াংক ৷ এর সঙ্গে অন্যান্য ব্যাংকও পেটিএমের অংশীদার ৷ স্পষ্ট করে জানালেন পেটিএমের প্রেসিডেন্ট এবং গ্রুপ সিএফও মধুর দেওরা ৷

নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: পেটিএম পেমেন্টস ব্যাংকে গ্রাহকদের লেনেদেনে নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ৷ চলতি বছরের 29 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই নির্দেশিকা ৷ আর এই নির্দেশিকার পরেই মাথায় হাত পড়েছে পেটিএম ব্যবহারকারী গ্রাহকদের ৷ তবে তাদের চিন্তার কারণ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ কারণ পেটিএম ও পেটিএম পেমেন্টস ব্যাংক নয় ৷ পেটিএমের অংশীদার কোম্পানি পেটিএম পেমেন্টস ব্যাংক ৷ তবে এটি একমাত্র অংশীদার নয় ৷ পেটিএমের সঙ্গে বিভিন্ন ব্যাংকের অংশীদারিত্ব রয়েছে ৷

পেটিএমের প্রেসিডেন্ট এবং গ্রুপ সিএফও মধুর দেওরা বলেছেন, "অনেকের এই ধারণা থাকতে পারে যে পেটিএম এবং পেটিএম পেমেন্টস ব্যাংক এক, কিন্তু নকশা এবং কাঠামোর দিক থেকে এটি এক নয় এবং এক হতে পারে না । প্রথমত এটি একটি অংশীদার কোম্পানি এবং দ্বিতীয়টি এটি একমাত্র পেটিএমের অংশীদার কোম্পানি নয় ৷ পেটিএমের টাকা অন্য ব্যাংকে যায় ৷ একটি ব্যাংকের জন্য সর্বপ্রথম এবং সবথেকে জরুরি বিষয় হল, এটিকে ব্যাংকের নিয়মকানুন মেনে চললে হবে ৷ যার অর্থ হল, তার স্বতন্ত্র ব্যবস্থাপনা দল থাকতে হবে, যা বোর্ডকে রিপোর্ট করে এবং যে বিষয়গুলো বোর্ডের কমিটিতে যাবে সেখানে শুধুমাত্র স্বাধীন পরিচালকরাই থাকতে পারবেন ৷"

পেটিএমের প্রেসিডেন্টন্ট জানিয়েছেন, একটি ব্যাংকেও স্বাধীন এবং ঝুঁকি নেওার মতো দল থাকতে হবে । তাঁর কথায়, পেটিএম একটি পেমেন্ট কোম্পানি হিসাবে বিভিন্ন ব্যাংকের সঙ্গে বিভিন্ন পণ্যের বিষয়ে কাজ করে (শুধু অংশীদারের সঙ্গে নয়) । কোম্পানিটি গত দু'বছর ধরে অন্যান্য ব্যাংকের সঙ্গে কাজ করছে ৷ এখন পরিকল্পনাগুলিকে কার্যকর করবে এবং সম্পূর্ণরূপে অন্যান্য অংশীদারদের কাছে চলে যাবে ৷ কোম্পানির পথ চলার পরবর্তী পর্যায় হল শুধুমাত্র অন্যান্য ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে অর্থপ্রদান এবং আর্থিক পরিষেবার ব্যবসা সম্প্রসারিত করা ।

এই ফিনটেক কোম্পানি একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে আরও বলেছে, এটির শেয়ারহোল্ডার চুক্তির অংশ হিসাবে এটির অংশীদার বোর্ডে দু'টি বোর্ডের আসন থাকার অনুমতি রয়েছে এবং এটি ব্যাংকের ক্রিয়াকলাপকে প্রভাবিত করে না । কোম্পানি জানিয়েছে, "আমরা এই সুযোগ ব্যবহার করে স্পষ্ট করতে চাই যে ব্যাঙ্কিং প্রবিধান অনুসারে, পেটিএম পেমেন্টস ব্যাংক লিমিটেড স্বাধীনভাবে পরিচালিত হয় ৷ তার জন্য আলাদা বোর্ড রয়েছে । যদিও ওসিএল-কে পেটিএম পেমেন্টস ব্যাংক লিমিটেডের বোর্ডে দুটি বোর্ডের আসন রাখার অনুমতি দেওয়া হয়েছে ৷ এর একটি অংশ হিসাবে শেয়ারহোল্ডার চুক্তি, ওসিএল সংখ্যালঘু বোর্ডের সদস্য এবং সংখ্যালঘু শেয়ারহোল্ডার ব্যতীত পেটিএম পেমেন্টস ব্যাংক লিমিটেডের ক্রিয়াকলাপের উপর কোনও প্রভাব ফেলে না ৷"

(সংবাদ সংস্থা-আইএএনএস)

আরও পড়ুন:

  1. '29 ফেব্রুয়ারির পরেও যথারীতি কাজ করবে পেটিএম', সাফ জানালেন প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা
  2. পেটিএম পেমেন্টস ব্যাংক লেনেদেনে নিষেধাজ্ঞার জেরে প্রায় 500 কোটি টাকার ক্ষতি
  3. 'ইউপিআই এটিএম' থেকে 'সময়সীমা', অনলাইন পেমেন্টে যে পরিবর্তনগুলি আজ থেকে কার্যকর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.