ETV Bharat / business

পেটিএম পেমেন্টস ব্যাংক লেনেদেনে নিষেধাজ্ঞার জেরে প্রায় 500 কোটি টাকার ক্ষতি

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 1:12 PM IST

Updated : Feb 3, 2024, 12:08 PM IST

Etv Bharat
Etv Bharat

Paytm Payments Bank: বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন পেটিএম পেমেন্টস ব্যাংক ৷ আয় কমতে পারে 300-500 কোটি টাকা ৷ শীর্ষ ব্যাংকের নিষেধাজ্ঞার জেরে PPBL অ্যাকাউন্টগুলি টপ আপ করতে পারবে না গ্রাহকরা ৷

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: পেটিএম পেমেন্টস ব্যাংকে গ্রাহকদের লেনেদেনে নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ৷ চলতি বছরের 29 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই নির্দেশিকা ৷ এই নির্দেশিকার জেরেই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে পেটিএম ৷ প্রভাব পড়তে পারে বার্ষিক আয়ে ৷ প্রায় 300-500 কোটি টাকা কমতে পারে বার্ষিক আয় ৷

সংস্থা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র 2023-এর ডিসেম্বর মাসে পেটিএম পেমেন্টস ব্যাংকে (পিপিবিএল) মাধ্যমে 41 কোটি টাকা ইউপিআই লেনদেন হয়েছে ৷ বুধাবারই দেশের শীর্ষ ব্যাংক পেটিএম পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্ট, প্রিপেড পরিষেবা, ওয়ালেট টপআপ, ফাস্টট্যাগে লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ আরবিআইয়ের লেনদেন সংক্রান্ত নীতি লঙ্ঘন করার কারণেই এই নিষেধাজ্ঞা জারি করেছে দেশের শীর্ষ ব্যাংক ৷

পেটিএমের পক্ষ থেকেই জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞার জেরে সংস্থার সমগ্রিক আয় অনেকটাই কমতে পারে ৷ যা পেটিএমের জন্য আর্থিক দিক থেকে ক্ষতিকারক ৷ মোট আয় কমেতে পারে 300-500 টাকা ৷ যা সংস্থার বার্ষিক আয়-ব্যায়ের রিপোর্টেওর ক্ষেত্রেও প্রভাব ফেলবে ৷ তবে সংস্থাটি তার আয় বৃদ্ধির জন্য সবরকম প্রক্রিয়া চালিয়ে যাবে ৷ পেটিএম প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ওয়ান97 কমিউনিকেশন লিমিটেড (One97 Communications Ltd or OCL) সংস্থাটি পেটিএমের নিজস্ব ব্র্যান্ড ৷ পেটিএম পেমেন্টস ব্যাংকে এই সংস্থার 49 শতাংশ শেয়ার আছে, যা পেটিএমের সঙ্গে সরাসরি যুক্ত ৷ তবে পেটিএম পেমেন্টস ব্যাংক ছাড়াও ওসিএল বিভিন্ন ব্যাংকের সঙ্গে কাজ করে ৷ এবার থেকে ওসিএল পেটিএম পেমেন্টস ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংকের সঙ্গে কাজ করবে ৷

প্রসঙ্গত, রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে পেটিএম পেমেন্টস ব্যাংক-কে নির্দেশ দেওয়া হয়েছে চলতি বছরের 15 মার্চের পর কোনও লেনদেন করতে পারবে না ৷ নোডাল অ্যাকাউন্টে অর্থাৎ 29 ফেব্রুয়ারির আগে যে লেনদেন হয়েছে সেগুলি সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে ৷ এরপর পেমেন্টস ব্যাংক আর কোনও লেনদেন করতে পারবে না ৷

আরও পড়ুন:

  1. পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক বন্ধ করে দিল আরবিআই, পড়ুন বিস্তারিত প্রতিবেদন
  2. বাজেট পেশের আগেই বড় ধাক্কা, বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম
  3. কলকাতাবাসীর জন্য সুখবর ! শহরে কমতে চলেছে বাণিজ্যিক করের হার
Last Updated :Feb 3, 2024, 12:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.