ETV Bharat / business

'ইউপিআই এটিএম' থেকে 'সময়সীমা', অনলাইন পেমেন্টে যে পরিবর্তনগুলি আজ থেকে কার্যকর

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 7:55 PM IST

রিজার্ভ ব্যাংক এবং ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ইউপিআই পেমেন্টের সুযোগ বাড়ানোর জন্য 2024 সালের 1 জানুয়ারি থেকে যে পরিবর্তনগুলি প্রযোজ্য হওয়ার কথা বলেছে, সেগুলি দেখে নিন ৷

ETV BHARAT
ETV BHARAT

হায়দরাবাদ, 1 জানুয়ারি: 2024 সালে দেশের দ্রুত বর্ধনশীল পেমেন্ট মোড ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেসে প্রভূত আপডেট এবং পরিবর্তন ৷ দেশে ডিজিটাল লেনদেন চালু হওয়ার পর থেকে দ্রুতগতিতে তা বৃদ্ধি পেয়েছে ৷ ইউপিআই পেমেন্ট আরও বাড়ানোর জন্য রিজার্ভ ব্যাংক কিছু ব্যবস্থা এবং পরিবর্তন ঘোষণা করেছে, যা আজ থেকে প্রযোজ্য হবে । ইউপিআই লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু মূল পরিবর্তন প্রণয়ন করা হয়েছে ।

'সেকেন্ডারি মার্কেটের জন্য ইউপিআই'

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) ক্লিয়ারিং কর্পোরেশন, স্টক এক্সচেঞ্জ, ডিপোজিটরি, স্টক ব্রোকার, ব্যাংক এবং ইউপিআই অ্যাপ প্রদানকারী-সহ মূল স্টেকহোল্ডারদের সহযোগিতামূলক সহায়তায় ইক্যুইটি ক্যাশ সেগমেন্টের জন্য তার বিটা পর্বে 'সেকেন্ডারি মার্কেটের জন্য ইউপিআই' চালু করেছে ।

'নিষ্ক্রিয় ইউপিআই বাতিল করা'

পেটিএম, ফোনপে, গুগল পে এবং ব্যাংকগুলির মতো পেমেন্ট অ্যাপগুলিকে সেই ইউপিআই আইডি এবং নম্বরগুলি নিষ্ক্রিয় করার নির্দেশ দিয়েছে এনপিসিআই, যেগুলি এক বছরেরও বেশি সময় ধরে কাজ করেনি । ইউপিআই আইডি এবং লিংক করা মোবাইলনম্বর, যেগুলি এক বছরের বেশি সময় ধরে লেনদেনের জন্য ব্যবহার করা হয়নি, সেগুলিও নিষ্ক্রিয় করা হবে ৷ কর্পোরেশন একটি বিবৃতিতে বলেছে যে এই পদক্ষেপের লক্ষ্য, সুপ্ত অ্যাকাউন্ট এবং সম্ভাব্য অপব্যবহার রোধ করা ।

'ইউপিআই এটিএম'

আরবিআই সারা দেশে ইউপিআই এটিএম উন্মোচন করতে প্রস্তুত । ইউপিআই এটিএম ব্যবহারকারীকে তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি নগদ তোলার জন্য একটি কিউআর কোড স্ক্যান করার অনুমতি দেবে ।

'দৈনিক পেমেন্ট লিমিট'

এনসিপিআই-এর নতুন নিয়ম অনুসারে, ইউপিআই লেনদেনের জন্য দৈনিক পেমেন্টের সীমা এখন সর্বোচ্চ এক লক্ষ টাকা হবে । উল্লেখ্য, ইউপিআই পেমেন্টের ব্যবহার প্রসারিত করতে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে ইউপিআই পেমেন্টের লেনদেনের সীমা 2023-এর আট ডিসেম্বর বাড়িয়ে পাঁচ লক্ষ করেছে আরবিআই ৷

'ইন্টারচেঞ্জ ফি'

2,000 টাকার বেশি এবং প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট (পিপিআই) যেমন অনলাইন ওয়ালেটের মাধ্যমে পরিচালিত মার্চেন্ট ইউপিআই লেনদেনের জন্য 1.1 শতাংশ ইন্টারচেঞ্জ ফি প্রযোজ্য হবে ।

'সময়সীমা'

অনলাইন পেমেন্ট জালিয়াতির ক্রমবর্ধমান ঘটনা কমাতে আগে লেনদেন করেনি এমন ব্যবহারকারীদের মধ্যে 2,000 টাকার বেশি প্রথম পেমেন্টের জন্য চার ঘণ্টা সময়সীমা থাকবে বলে আশা করা হচ্ছে ।

আরও পড়ুন:

6 শতাংশে বৃদ্ধির হার, 2047 সালের মধ্যে ভারত নিম্ন মধ্যম অর্থনীতিতেই থাকবে: রঘুরাম রাজন

2025-এ ভারত 5 ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি হবে, দাবি অমিত শাহের

63 শতাংশ ভারতীয় সংস্থাগুলি বিনিয়োগ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, দাবি রিপোর্টে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.