ETV Bharat / business

পেটিএমের পরিবর্তে অন্য পেমেন্ট অ্যাপ বেছে নিন, ব্যবসায়ীদের পরামর্শ সংগঠনের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 1:09 PM IST

Paytm
পেটিএম

Confederation of All India Traders: ব্যবসা-সম্পর্কিত আর্থিক লেনদেনের ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করা হয় পেটিএম ৷ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নিষেধাজ্ঞার পর ব্যবসায়ীদের পেটিএমের পরিবর্তে অন্য পেমেন্ট অ্যাপ বেছে নিতে বলল সংগঠন ৷ প্রয়োজনে পেটিএম পেমেন্টস ব্যাংকের বিরুদ্ধে ইডি তদন্ত করার পরামর্শও দেওয়া হয়েছে ৷

হায়দরাবাদ, 5 ফেব্রুয়ারি: রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্টস ব্যাংকে গ্রাহকদের লেনেদেনে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ এই নির্দেশিকার পরই ব্যবসায়ীদের পেটিএমের পরিবর্তে অন্য পেমেন্ট অ্যাপ বেছে নেওয়ার পরামর্শ দিল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) ৷ সংগঠনের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, "বহু ছোট ব্যবসায়ী, বিক্রেতা, হকার এবং মহিলারা পেটিএমের মাধ্যমে অর্থপ্রদান করছেন ৷ পেটিএমের উপর আরবিআইয়ের নিষেধাজ্ঞা এই সমস্ত মানুষদের আর্থিক লেনদেনে ব্যাঘাত ঘটাতে পারে ।"

সিএআইটি'র ন্যাশনাল প্রেসিডেন্ট বিসি ভরতিয়া এবং সেক্রেটারি জেনারেল প্রবীণ খান্ডেলওয়ালের তরফে বিবৃতিতে বলা হয়েছে, "পেটিএমের উপর আরবিআইয়ের তরফে জারি নিষেধাজ্ঞাগুলি প্ল্যাটফর্ম দ্বারা প্রদত্ত আর্থিক পরিষেবাগুলির নিরাপত্তা এবং ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে ।" তাই ব্যবসায়ীদের ঝুঁকি কমাতে সাহায্য করার জন্য ভরতিয়া এবং খান্ডেলওয়াল তাদের বিকল্প অর্থপ্রদানের পদ্ধতিগুলি বেছে নেওয়ার জন্য অনুরোধ করেছেন, যা নিয়ন্ত্রক নির্দেশিকাগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ । বিবৃতিতে বলা হয়েছে, "কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বিশ্বাস করে যে তহবিলের অনিয়মের কোনও প্রমাণ থাকলে পেটিএম পেমেন্টস ব্যাংকের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্ত করা উচিত ৷"

আধিকারিকরা আরও জানিয়েছেন, পেটিএম পেমেন্টস ব্যাংকের উপর আরবিআইয়ের নিষেধাজ্ঞার প্রধান কারণ হল, সঠিক পরিচয় ছাড়াই লক্ষ লক্ষ অ্যাকাউন্ট তৈরি করা। বিবৃতিতে বলা হয়েছে, "এই অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হয়নি। এটা ছাড়াই লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে অ্যাকাউন্টগুলি থেকে, যা টাকা পাচারের বিষয়ে উদ্বেগ বাড়িয়েছে ৷" রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্টস ব্যাংক লিমিটেডকে 29 ফেব্রুয়ারির পর সম্পূর্ণ লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ৷ যার মধ্যে রয়েছে আমানত, ক্রেডিট লেনদেন, কোনও গ্রাহকের অ্যাকাউন্টে টপ-আপ করা, প্রিপেইড যন্ত্র, ওয়ালেট এবং রাস্তায় টোল দেওয়ার জন্য ব্যবহৃত কার্ডগুলি।

আরও পড়ুন:

  1. পেটিএম ও পেটিএম পেমেন্ট ব্যাংক এক নয়, স্পষ্ট করল কর্তৃপক্ষ
  2. পেটিএম পেমেন্টস ব্যাংক লেনেদেনে নিষেধাজ্ঞার জেরে প্রায় 500 কোটি টাকার ক্ষতি
  3. '29 ফেব্রুয়ারির পরেও যথারীতি কাজ করবে পেটিএম', সাফ জানালেন প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.