ETV Bharat / bharat

স্বামীকে খুনের জন্য চাই ভাড়াটে খুনি, হোয়াটসঅ্য়াপে বিজ্ঞাপন স্ত্রী'য়ের ! - WhatsApp Status to Kill Husband

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 3:48 PM IST

WhatsApp Status to Kill Husband: স্বামীকে খুনের জন্য় হোয়াটসঅ্য়াপ স্ট্যাটাসে এমনই বিজ্ঞাপন দিলেন স্ত্রী ৷ লিখলেন, "যে ব্যক্তি আমার স্বামীকে হত্যা করবে তাকে আমি 50 হাজার টাকা পুরস্কার দেব।" সুপারি স্ট্যাটাস দেখে পুলিশ-প্রশাসনের কাছে নিরাপত্তার আর্জি জানিয়ে থানায় ছুটলেন আতঙ্কিত স্বামী ৷

Agra Crime News
খুনির খোঁজে বিজ্ঞাপন স্ত্রী-র

আগ্রা, 30 মার্চ: খুনি চাই ! স্বামীকে খুনের জন্য় হোয়াটসঅ্য়াপ স্ট্যাটাসে এমনই বিজ্ঞাপন দিলেন স্ত্রী ৷ সেই 'সুপারি' স্ট্যাটাস দেখে পুলিশ-প্রশাসনের কাছে নিরাপত্তার আর্জি জানিয়ে থানায় ছুটলেন আতঙ্কিত স্বামী ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রার বাহ থানা এলাকায় ৷ স্বামী-স্ত্রীর বিবাদের এহেন অদ্ভূত ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

2022 সালের 9 জুলাই মধ্যপ্রদেশের ভিন্ড জেলার একটি গ্রামের মেয়ের সঙ্গে বিয়ে হয় বাহ এলাকার ওই যুবকের ৷ বিয়ের পর থেকে প্রায়শই বাড়িতে ঝগড়া হত স্বামী-স্ত্রী'য়ের ৷ বিয়ের মাসপাঁচেক পর 2022 সালের ডিসেম্বরে বাবা-মায়ের কাছে চলে যান স্ত্রী ৷ এরপর শ্বশুরবাড়িতে আর ফিরে আসেননি তিনি ৷ এরপর 2023 সালের ডিসেম্বরে স্বামীর বিরুদ্ধে ভিন্ড থানায় মামলা দায়ের করেন স্ত্রী ও তাঁর বাড়ির লোকজন ৷ এমনকী আদালতে এলে তাঁকে মেরে ফেলা হবে বলেও অভিযোগ করেন স্বামী ৷

সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই হোয়াটসঅ্যাপে স্বামীকে খুনের সুপারি স্ট্যাটাস দিলেন স্ত্রী ৷ লিখেছেন, "আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হয়েছে। এমতাবস্থায় যে ব্যক্তি আমার স্বামীকে হত্যা করবে তাকে আমি 50 হাজার টাকা পুরস্কার দেব।" স্ট্য়াটাসটি চোখে পড়ার পরই বাহ থানায় অভিযোগ দায়ের করেন স্বামী ৷ যুবকের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাকে হত্য়ার ষড়যন্ত্র করছে স্ত্রী এবং তাঁর বন্ধুরা ৷ যুবকের দাবি, পাশের বাড়ির এক ভাড়াটিয়ার সঙ্গে স্ত্রী'র সম্পর্ক রয়েছে। যার জেরে বিয়ের পর থেকেই বিবাদ । স্ত্রী'র কারণে ওই যুবক মোবাইলে তাকে হত্যার হুমকিও দিয়েছে । ইতিমধ্য়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ বাহ থানার ইনচার্জ শ্যাম সিং জানান, নির্যাতিতের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.