ETV Bharat / bharat

বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা, নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়ায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 10:45 PM IST

Updated : Feb 15, 2024, 10:56 PM IST

Etv Bharat
Etv Bharat

WB post poll violence: 2021 সালের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটে। সেই ঘটনায় নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

নয়াদিল্লি, 15 ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। নির্বাচনের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সন্ত্রাসের অভিযোগ ওঠে। এই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বলা হয়, খুন থেকে শুরু করে ধর্ষণের মতো অভিযোগের তদন্ত করবে সিবিআই। পরে মামলাটি সুপ্রিম কোর্টে যায়। তেমনই কয়েকটি মামলায় বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে নিম্ন আদালতে। কিন্তু এই মামলার শুনানি রাজ্যের বাইরে অন্য কোথাও করতে চায় সিবিআই। সেই মর্মে দেশের শীর্ষ আদালতে আবেদনও করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাদের আবেদনে সাড়া দিয়েই নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারুল এই নির্দেশ দেন। এর ফলে নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা নিয়ে এখন পশ্চিমবঙ্গের কোনও আদালতে বিচারপ্রক্রিয়া চালানো সম্ভব হবে না। কেন্দ্রীয় সরকারের তরফে এই মামলায় সহকারি সলিসিটর জেনারেল এসভি রাজু দাবি করেন, পশ্চিমবঙ্গে এই মামলার সুষ্ঠু বিচারের পরিবেশ নেই। মামলার সাক্ষীদের ক্রমাগত ভয় দেখানো হচ্ছে। শুধু তাই নয়, আদালতে আরও দাবি এই ধরনের ঘটনা রুখতে একাধিকবার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তদন্তকারী সংস্থার তরফে। তাতেও কোনও কাজের কাজ হয়নি।

এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার ক্ষেত্রে শুরু থেকেই জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট গুরুত্ব পায়। এখনকার শুনানিতেও সেই প্রসঙ্গটি ওঠে। ওই রিপোর্টে দাবি করা হয়েছিল বেশিরভাগ হামলার ঘটনার নেপথ্যেই শাসকদলের নেতাদের সরাসরি মদত ছিল। এই মামলার শুনানিতেও সেই বিষয়টিই তুলে ধরা হয়।

আরও পড়ুন:

  1. 'গণতন্ত্রের হত্যা', চণ্ডীগড়ের মেয়র নির্বাচন নিয়ে আতঙ্কিত সুপ্রিম কোর্ট
  2. হেমন্ত সোরেনের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন গ্রহণই করল না সুপ্রিম কোর্ট
  3. মামলায় উল্লেখ করা যাবে না আবেদনকারীর জাতি-ধর্ম, কড়া নির্দেশিকা সুপ্রিম কোর্টের
Last Updated :Feb 15, 2024, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.