ETV Bharat / bharat

জমির অনুমোদনের বিনিময়ে 'ঘুষ', সরকারি আধিকারিকের বাড়িতে মিলল 100 কোটির সম্পত্তি

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2024, 11:31 AM IST

Anti-Corruption Bureau Raid: 100 কোটি টাকার সম্পদ-সহ তেলেঙ্গানায় দুর্নীতি দমন ব্যুরোর হাতে গ্রেফতার সরকারি আধিকারিক ৷ জমির অনুমতি দেওয়ার বিষয়ে অনিয়মের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । অভিযুক্ত আধিকারিক আগে হায়দরাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির প্ল্যানিং ডিপার্টমেন্টের ডিরেক্টর ছিলেন ।

Anti Corruption Bureau raid
দুর্নীতি দমন ব্যুরো

হায়দরাবাদ, 25 জানুয়ারি: অভিযান চালিয়ে তেলেঙ্গানা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির সচিব এস বালাকৃষ্ণকে বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করল দুর্নীতি দমন ব্যুরো ৷ পাশাপাশি তাঁর 100 কোটি টাকার বেশি আয়বহির্ভূত সম্পত্তিও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা ৷ জানা গিয়েছে, বালাকৃষ্ণ আগে হায়দরাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির প্ল্যানিং ডিপার্টমেন্টের অধিকর্তা ছিলেন। পাশাপাশি পৌর প্রশাসন ও নগর উন্নয়ন বিভাগের অধিকর্তা পদেও কাজ করেছেন। রাঙ্গারেড্ডি, মেদচাল, মেদক, ভুবনগিরি, সাঙ্গারেড্ডি প্রভৃতি সাতটি জেলায় জমির অনুমতি দেওয়ার বিষয়ে অনিয়মের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ।

বুধবার দুর্নীতি দমন ব্যুরোর আধিকারিকরা বালাকৃষ্ণের বাড়ি, অফিস ও তাঁর আত্মীয়দের বাড়ি এবং অন্যা জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালান ৷ সেখান থেকে 100 কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় । দুর্নীতি দমন ব্যুরোর 14টি দল দিনভর এই তল্লাশি অভিযান চালিয়েছে । বৃহস্পতিবার আবারও তল্লাশির অভিযান হওয়ার সম্ভাবনা রয়েছে । এ দিন পর্যন্ত প্রায় 40 লক্ষ নগদ টাকা, 2 কেজি সোনা, স্থাবর-অস্থাবর সম্পত্তির নথি, 60টি দামি হাতের ঘড়ি, 14টি মোবাইল ফোন এবং 10টি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে ।

বালাকৃষ্ণের ব্যাঙ্ক লকার এখনও খোলা হয়নি ৷ মনে করা হচ্ছে সেখান হানা দিলে আরও সম্পত্তির খোঁজ পাওয়া যাবে ৷ দুর্নীতি দমন ব্যুরো জানতে পেরেছে তাঁর চারটি ব্যাঙ্কে লকার রয়েছে ৷ তদন্তকারী আধিকারিকরা বালাকৃষ্ণের বাড়িতে টাকা গোনার মেশিন পর্যন্ত খুঁজে পেয়েছেন বলে জানা গিয়েছে ৷ এইচএমডিএতে চাকরি করার পর থেকেই তিনি এত সম্পত্তি করেছেন বলে অভিযোগ ।

আরও পড়ুন:

  1. অরণ্য ভবনে জ্যোতিপ্রিয়র চেম্বার থেকে উদ্ধার অতিরিক্ত 10 কোটি টাকার সম্পত্তির নথি
  2. পাঁচদিন পর সুরা কোম্পানির কালো টাকার গণনা শেষ, ওড়িশায় আয়কর অভিযান অব্যাহত
  3. বিছানার নীচে টাকার গদি! বেঙ্গালুরুতে আয়কর হানায় উদ্ধার 42 কোটি

হায়দরাবাদ, 25 জানুয়ারি: অভিযান চালিয়ে তেলেঙ্গানা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির সচিব এস বালাকৃষ্ণকে বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করল দুর্নীতি দমন ব্যুরো ৷ পাশাপাশি তাঁর 100 কোটি টাকার বেশি আয়বহির্ভূত সম্পত্তিও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা ৷ জানা গিয়েছে, বালাকৃষ্ণ আগে হায়দরাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির প্ল্যানিং ডিপার্টমেন্টের অধিকর্তা ছিলেন। পাশাপাশি পৌর প্রশাসন ও নগর উন্নয়ন বিভাগের অধিকর্তা পদেও কাজ করেছেন। রাঙ্গারেড্ডি, মেদচাল, মেদক, ভুবনগিরি, সাঙ্গারেড্ডি প্রভৃতি সাতটি জেলায় জমির অনুমতি দেওয়ার বিষয়ে অনিয়মের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ।

বুধবার দুর্নীতি দমন ব্যুরোর আধিকারিকরা বালাকৃষ্ণের বাড়ি, অফিস ও তাঁর আত্মীয়দের বাড়ি এবং অন্যা জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালান ৷ সেখান থেকে 100 কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় । দুর্নীতি দমন ব্যুরোর 14টি দল দিনভর এই তল্লাশি অভিযান চালিয়েছে । বৃহস্পতিবার আবারও তল্লাশির অভিযান হওয়ার সম্ভাবনা রয়েছে । এ দিন পর্যন্ত প্রায় 40 লক্ষ নগদ টাকা, 2 কেজি সোনা, স্থাবর-অস্থাবর সম্পত্তির নথি, 60টি দামি হাতের ঘড়ি, 14টি মোবাইল ফোন এবং 10টি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে ।

বালাকৃষ্ণের ব্যাঙ্ক লকার এখনও খোলা হয়নি ৷ মনে করা হচ্ছে সেখান হানা দিলে আরও সম্পত্তির খোঁজ পাওয়া যাবে ৷ দুর্নীতি দমন ব্যুরো জানতে পেরেছে তাঁর চারটি ব্যাঙ্কে লকার রয়েছে ৷ তদন্তকারী আধিকারিকরা বালাকৃষ্ণের বাড়িতে টাকা গোনার মেশিন পর্যন্ত খুঁজে পেয়েছেন বলে জানা গিয়েছে ৷ এইচএমডিএতে চাকরি করার পর থেকেই তিনি এত সম্পত্তি করেছেন বলে অভিযোগ ।

আরও পড়ুন:

  1. অরণ্য ভবনে জ্যোতিপ্রিয়র চেম্বার থেকে উদ্ধার অতিরিক্ত 10 কোটি টাকার সম্পত্তির নথি
  2. পাঁচদিন পর সুরা কোম্পানির কালো টাকার গণনা শেষ, ওড়িশায় আয়কর অভিযান অব্যাহত
  3. বিছানার নীচে টাকার গদি! বেঙ্গালুরুতে আয়কর হানায় উদ্ধার 42 কোটি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.