ETV Bharat / bharat

IT Raids in Bengaluru: বিছানার নীচে টাকার গদি! বেঙ্গালুরুতে আয়কর হানায় উদ্ধার 42 কোটি

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 1:52 PM IST

পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন ৷ এর মধ্যে বিভিন্ন রাজ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে আয়কর দফতর থেকে পুলিশ ৷ বেঙ্গালুরুতে পৌরনিগমের এক সদস্যের আত্মীয়ের বাড়ি থেকে মিলল বিপুল পরিমাণ অর্থ ৷ তেলেঙ্গানাতেও কয়েক কোটি টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷

ETV bharat
বেঙ্গালুরুতে আয়কর দফতরের হানায় উদ্ধার 42 কোটি

বেঙ্গালুরু, 13 অক্টোবর: কর্ণাটকের বেঙ্গালুরুতে নগদ কোটি কোটি টাকা উদ্ধার আয়কর হানায় ৷ বৃহস্পতিবার রাতে কন্ট্রাক্টর, গয়নার দোকানের মালিক-সহ বেশ কয়েকজনের বাড়িতে তল্লাশি অভিযান চালায় আয়কর দফতর ৷ আর তাতেই 40 কোটিরও বেশি নগদ টাকা বাজেয়াপ্ত করেছেন আয়কর দফতরের আধিকারিকরা ৷

আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, নগদ 42 কোটি টাকা উদ্ধার হয়েছে বৃহৎ বেঙ্গালুরু পৌরনিগমের সদস্যের আত্মীয়ের বাড়ি থেকে ৷ আরটি নগরে আত্মানন্দ কলোনিতে একটি ফ্ল্যাটে বিছানার নীচে ওই বিপুল পরিমাণ টাকা গচ্ছিত ছিল ৷

এদিকে তেলেঙ্গানায় গয়না ও নগদ মিলিয়ে 37 কোটির বেশি অর্থ উদ্ধার করেছে পুলিশ ৷ সামনেই তেলেঙ্গানা বিধাসভা নির্বাচন ৷ তার আগে এই বিপুল পরিমাণ নগদ বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন পুলিশ ৷ বৃহস্পতিবার নগদ 20 কোটি 43 লক্ষ টাকা, 14.66 কোটি টাকার সোনা ও রূপো, 89 লক্ষ টাকার মাদক, 87 লক্ষ টাকার মদ, 22.51 লক্ষ টাকার জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, এগুলি ভোটের আগে আমজনতার মধ্যে বণ্টনের জন্য রাখা ছিল ৷ কেন্দ্রীয় নির্বাচনী কমিশনের কার্যালয় থেকে একটি বিবৃতি জারি করার পরপর এই বিষয়টি সামনে আসে ৷ 2018 নির্বাচনের সময় নগদ, সোনা এবং মদ-সহ মোট 98 কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল পুলিশ ৷

সূত্রের খবর, সব রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ভোটারদের প্রভাবিত করতে দলগুলি দেদার টাকা খরচ করছে ৷ নির্বাচন কমিশনের রাজ্য আধিকারিককে এই বিষয়টিতে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ঘটনায় জড়িতদের গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়েছে ৷ জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যের সীমানায় অবস্থিত 89টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে ৷ একইসঙ্গে রাজ্যের 169টি এলাকায় এই মুহূর্তে 1 হাজার 476টি তদন্তকারী দল সক্রিয় রয়েছে ৷

আরও পড়ুন: ‘কী অপরাধ করেছি আমি’, সিবিআই তল্লাশি শেষে ক্ষোভে ফেটে পড়লেন ফিরহাদ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.