ETV Bharat / bharat

অরক্ষিত ভারত-বাংলাদেশ সীমান্তের গেট খুলে অবাধে অনুপ্রবেশ অসমে !

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 7:18 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Infiltration at India-Bangladesh Border in Assam: অসমের ধুবড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের গেট ৷ সেখানে বিএসএফের কোনও বাহিনী মোতায়েন নেই ৷ বদলে স্থানীয় এক ব্যক্তি চেয়ার নিয়ে আন্তর্জাতিক সীমান্তের গেটে বসে আছেন ৷ সেই ব্যক্তিই অবাধে গেট খুলছেন ৷ আর অবাধে চলছে অনুপ্রবেশ ৷ এমনই ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে (ভিডিয়োর সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি) ৷

ধুবড়িতে ভারত-বাংলাদেশ সীমান্তের সেই ভিডিয়ো

তেজপুর, 20 ফেব্রুয়ারি: ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এক জলন্ত সমস্যা ৷ বিশেষত, পশ্চিমবঙ্গের 2 হাজার 217 কিলোমিটারের দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালানের খবর আকছাড় পাওয়া যায় ৷ কিন্তু, তার থেকেও এক ভয়াবহ ছবি প্রকাশ্যে এসেছে সম্প্রতি ৷ তবে, সেটি অসমের ধুবড়ি জেলায় ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত ৷ যেখানে অরক্ষিত গেট খুলে অবাধে স্থানীয়রা অনুপ্রবেশ করাচ্ছেন ৷ আর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই জাতীয় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে ৷

ভারতীয় আন্তর্জাতিক সীমান্তের একটি বড় অংশের নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স ৷ ভারত ও বাংলাদেশের 4 হাজার 97 কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত ভারতের পাঁচটি রাজ্য জুড়ে রয়েছে ৷ যার সবচেয়ে বড় অংশটি হল পশ্চিমবঙ্গে 2 হাজার 217 কিলোমিটার, অসমে রয়েছে 262 কিলোমিটার, ত্রিপুরায় 856 কিলোমিটার, মিজোরামে 318 কিলোমিটার ও মেঘালয়ে 443 কিলোমিটার ৷ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের সবচেয়ে কম অংশ রয়েছে অসমে ৷

তা সত্ত্বেও জাতীয় নিরাপত্তার বড়সড় ফাঁক ধরা পড়েছে একটি ভিডিয়োতে ৷ যেখানে দেখা গিয়েছে, অসমের ধুবড়ি জেলায় আন্তর্জাতিক সীমান্তের একটি পোস্ট ৷ সেখানকার গেটে কোনও বিএসএফের বাহিনী নেই দূরদুরান্ত পর্যন্ত ৷ দিনের আলোয় একজন ব্যক্তি অবাধে আন্তর্জাতিক সীমান্তের গেট খুলে দিচ্ছেন ৷ আর বাংলাদেশের দিক থেকে একটি ট্রাক্টর বিনা বাধায় ভারতীয় ভূ-খণ্ডে ঢুকে পড়ছে ৷ আবার ওই ব্যক্তি সীমান্তের গেট বন্ধ করে দিচ্ছেন (ভিডিয়োর সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি) ৷

ভিডিয়োটি সত্যি হলে, তা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে খুবই বিপজ্জনক ৷ এই ঘটনা দেশের নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ৷ স্থানীয় সূত্রে দাবি, এই ঘটনা এক বা দু’দিনের নয় ৷ এমনটা দীর্ঘ সময় ধরে চলে আসছে ৷ এখানেও প্রশ্ন, তাহলে কি বিএসএফের নাকের ডগায় জাতীয় সুরক্ষা ব্যবস্থা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে ? তাহলে, আন্তর্জাতিক সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তার যে দাবি কেন্দ্রীয় সরকার করে, তা কি শুধুই মুখে ? কারণ, বাস্তব ছবি যে পুরোপুরি অন্যকথা বলছে ! তবে, এ নিয়ে বিএসএফ কর্তৃপক্ষ আজকের দিন পর্যন্ত কোনও বিবৃতি বা মন্তব্য করেনি ৷

আরও পড়ুন:

  1. অবৈধভাবে ঢুকে অত্যাচার চালাচ্ছেন বাংলাদেশি বৃহন্নলারা ! রাজ্যে অস্তিত্ব সংকটে এই সম্প্রদায়ের মানুষ
  2. বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি চোরাচালানকারীর! মিলল নিষিদ্ধ কাশির সিরাপ
  3. সিএএ লাগু হবেই, কেউ আটকাতে পারবে না: অমিত শাহ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.