ETV Bharat / bharat

স্কুলবাস উলটে মৃত 7 শিশু, আহত কমপক্ষে 20 - Haryana School Bus Accident

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 12:03 PM IST

Updated : Apr 11, 2024, 12:35 PM IST

Haryana School Bus Accident
Haryana School Bus Accident

Haryana Road Accident: হরিয়ানার মহেন্দ্রগড়ে পথ দুর্ঘটনায় 7 পড়ুয়ার মৃত্যু। জিএলপিএস কানিনা স্কুলের বাস উলটে এই দুর্ঘটনা । গুরুতর আহত হয়েছে কয়েকজন শিশু । স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে ৷

মহেন্দ্রগড় (হরিয়ানা), 11 এপ্রিল: খুশির ঈদের দিন সাতসকালে হরিয়ানায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল 7 স্কুল ছাত্রের ৷ স্কুলবাসটি উলটে যাওয়ায় দুর্ঘটনা ঘটে ৷ আহত হয়েছে অনেক স্কুল পড়ুয়াও। ঘটনাটি ঘটেছে হরিয়ানার মহেন্দ্রগড় জেলায় কানিনা মহকুমার উনহানি গ্রামের কাছে একটি মোড়ে ৷ জিএলপিএস কানিনা স্কুলের বাসটি উলটে গিয়েছে ৷ তবে ঈদে সরকারি ছুটির দিনে স্কুল খোলা থাকার বিষয়ে প্রশ্ন উঠছে ৷

অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হরিয়ানার শিক্ষা প্রতিমন্ত্রী সীমা ত্রিখা ৷ মহেন্দ্রগড় বাস দুর্ঘটনার বিষয়ে তিনি বলেছেন, "অপরাধীদের রেহাই দেওয়া হবে না । সাতটি ঘরের বাতি নিভে গিয়েছে । এটা খুবই দুঃখজনক ঘটনা । দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে । আমি আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছতে বলেছি। আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি । সরকারি ছুটির দিনে স্কুল খুলে আইনের লঙ্ঘন করা হয়েছে । স্কুল প্রশাসন থেকে বাস কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে । কাউকে রেয়াত করা হবে না ।"

সূত্রের খবর, বেসরকারি জিএল পাবলিক স্কুলের বাসে প্রায় 35 থেকে 40 জন শিশু ছিল। আজ সরকারি ছুটির দিনেও স্কুল খোলা ছিল । দুর্ঘটনার জায়গায় তীব্র বাঁক থাকায় চালক বাসটিকে নিয়ন্ত্রণ করতে পারেননি ৷ এর ফলে বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উলটে যায় । দুর্ঘটনার যে ভিডিয়ো সামনে এসেছে, যা বেদনাদায়ক ।

তবে দুর্ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে ঈদের কারণে সরকারি ছুটি থাকা সত্ত্বেও আজ স্কুল খোলা ছিল কী করে । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের দল । আহত পড়ুয়াদের হাসপাতালে পাঠানো হয়েছে । একইসঙ্গে ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন । তবে এই দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসচালক মদ্যপ অবস্থায় ছিলেন ৷ তাই এই দুর্ঘটনা ঘটেছে ৷ চালকের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে । রিপোর্ট আসার পরই জানা যাবে আদতে তিনি মদ্যপান করে ছিলেন কি না। মহেন্দ্রগড়ে স্কুলবাস দুর্ঘটনায় পড়ুয়াদের মৃত্যুতে পরিবারগুলিতে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন:

  1. মাদুরাইয়ের পথ দুর্ঘটনা, মৃত্যু একই পরিবারের 5 জনের
  2. নৈনিতালে 200 ফুট গভীর খাদে পড়ল গাড়ি, 8 শ্রমিকের মৃত্যু
  3. রেলগেট ভেঙে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা চারচাকার, ঘটনাস্থলে মৃত চালক
Last Updated :Apr 11, 2024, 12:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.