ETV Bharat / bharat

কলকাতাগামী বাস দুর্ঘটনায় ওড়িশায় মৃত কমপক্ষে 5, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর - Jajpur Bus Accident

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 11:13 PM IST

Updated : Apr 16, 2024, 8:19 AM IST

Etv Bharat
Etv Bharat

Odisha Bus Accident: রাতের অন্ধকারে উড়ালপুল থেকে নীচে পড়ল বাস ৷ দুর্ঘটনায় ওড়িশার জাজপুরে মৃ্ত্যু হল অন্তত 5 জনের ৷ আহত কমবেশি 50 জন যাত্রী ৷

ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত 5 জনের, আহত 50

জাজপুর, 15 এপ্রিল: দুর্ঘটনার কবলে পুরী থেকে কলকাতাগামী বাস ৷ তাতে প্রাণ হারালেন অন্ততপক্ষে 5 জন ৷ পাশাপাশি আহত হয়েছেন কমবেশি 30 জন যাত্রী ৷ পুলিশ সূত্রে খবর, বারাবতী উড়ালপুল থেকে নীচে পড়ে যাওয়াতেই এই দুর্ঘটনা ৷ পথ দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুরের কাছে বারাবতী এলাকার 16 নম্বর জাতীয় সড়কের উপরে ৷ 13 জন মহিলা এবং দুই শিশু-সহ বাসটিতে 40 জন যাত্রী সওয়ার ছিলেন বলে খবর ৷ এর মধ্যে 13 জন পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷

পুলিশের প্রাথমিক অনুমান, বাসচালক নিয়ন্ত্রণ হারানোর জেরেই দুর্ঘটনাটি ঘটেছে ৷ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার আধিকারিকরা ৷ দুর্ঘটনাস্থলে এসে পোঁছয় দমকলও ৷ শুরু হয় উদ্ধারকাজ ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ কয়েকজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক ৷ তাঁদের স্থানীয় এসসিবি মেডিক্যাল কলেজে ভরতি করা হয়েছে ৷ গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন ৷ এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারের কাজ শেষ হয়নি ৷ তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন ৷

সূত্রের খবর, প্রশাসনের আধিকারিকদের অনুমান বেশ কিছু যাত্রী এখনও দুর্ঘটনাগ্রস্ত বাসের নীচে চাপা পড়ে রয়েছেন ৷ ফলে বাসটিকে যতক্ষণ না-পর্যন্ত সম্পূর্ণ উদ্ধার করা যাচ্ছে ততক্ষণ মৃতের সংখ্যা সম্পর্কে কোনওভাবেই নিশ্চিত হওয়া যাবে না ৷ অন্যদিকে, এই দুর্ঘটনার জেরে যানজটের সমস্যা দেখা গিয়েছে ৷ জাতীয় সড়কে যানবাহনের লম্বা লাইন চোখে পড়ে ৷

জাজপুরের পুলিশ সুপার জানান, পুরী থেকে পশ্চিমবঙ্গের দিকে যাওয়া একটি বাসের সঙ্গে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে ৷ বাসটিতে 42-43 জন যাত্রী সওয়ার ছিলেন ৷ অন্যদিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কথায়, দুর্ঘটনায় জখম হয়েছেন 38 জন ৷ তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু 3 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷

আরও পড়ুন:

  1. ট্রাকের সঙ্গে সংঘর্ষে, দাউ দাউ করে জ্বলল গাড়ি; ঝলসে মৃত 7
  2. পৃথক দুর্ঘটনায় বিষাদের ঈদ ! মাসির বাড়ি যাওয়ার পথে মৃত 2 পড়ুয়া, বাইকের ধাক্কা মৃত্যু মহিলার
  3. হুগলিতে দেওয়াল ধসে মৃত 2, নবদ্বীপে ইটভাটার গার্ডওয়াল ভেঙে মৃত্যু এক
Last Updated :Apr 16, 2024, 8:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.