ETV Bharat / bharat

সন্দেশখালি: সিবিআই তদন্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, শুনানি পিছিয়ে জুলাইয়ে - SANDESHKHALI CASE

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 12:00 PM IST

Updated : Apr 29, 2024, 2:03 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Sandeshkhali Case in SC: সন্দেশখালি নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকারের আবেদনের শুনানি তিন মাসের জন্য মুলতুবি করে দিল সুপ্রিম কোর্ট ৷

নয়াদিল্লি, 29 এপ্রিল: সন্দেশখালি নিয়ে রাজ্য সরকারের মামলার শুনানি তিন মাসের জন্য মুলতুবি করে দিল সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালত জানিয়েছে, আপাতত সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তে হস্তক্ষেপ করছে না আদালত ৷ এই নিয়ে পরবর্তী শুনানি হবে আগামী জুলাই মাসে ৷

সন্দেশখালিতে জমি দখল ও মহিলাদের যৌন নিপীড়নের অভিযোগে কলকাতা হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার ৷ সেই আবেদনের শুনানি আগামী জুলাই মাস পর্যন্ত স্থগিত করেছে শীর্ষ আদালত ৷ পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে, আপাতত সিবিআইয়ের তদন্তে হস্তক্ষেপ করা হবে না ৷ তদন্ত যেমন চলছিল তেমনই চলবে বলে জানিয়ে গিয়েছে বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ ৷

সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ পুড়ল বলে দাবি করেছেন বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্য ৷ তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "সন্দেশখালি: আদালতের নজরদারিতে সিবিআইয়ের তদন্তে কোনও কার্যক্রম স্থগিত করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট । আদালত বলেছে যে, পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে বিষয়টি থাকার কারণে কোনও সুবিধা নিতে পারবে না । এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ পুড়ল । তদন্ত চালিয়ে যাবে সিবিআই...৷"

উল্লেখ্য, সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে জমি দখল এবং নারী নির্যাতনের বহু অভিযোগ জমা পড়ে পুলিশের কাছে ৷ গ্রেফতারও করা হয় তাকে ৷ এরপর প্রথমে সিবিআই এবং পরে ইডি হেফাজতে পাঠানো হয় তাকে ৷ আপাতত সে জেলে রয়েছে ৷ এই বিষয়ে একাধিক মামলা চলছে হাইকোর্টে ৷ সম্প্রতি সন্দেশখালির জমি দখল ও নারী নির্যাতনের অভিযোগের তদন্তে সিবিআই-কে সিট গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, এই সিটে রয়েছেন একজন ডিআইজি, একজন এসপি পদমর্যাদার আধিকারিক ও দু'জন ডিএসপি । এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সব রকম সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে । আদালতের নির্দেশের পর ইমেল আইডি তৈরি করে সিবিআই । এই মেল আইডিতে সন্দেশখালির মানুষ তাঁদের অভিযোগ সরাসরি সিবিআইকে জানাতে পারবেন । এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দেয় আদালত ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালি কাণ্ডে এই প্রথম নারী নি‌র্যাতনের অভিযোগ দায়ের সিবিআইয়ের
  2. শাহজাহান গড়ে বিস্ফোরক-আগ্নেয়াস্ত্র উদ্ধার, নেপথ্যে এনএসজি’র অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সারমেয়
  3. মধ্য কলকাতার দোকান থেকে কেনা হয়েছে কার্তুজ! সন্দেশখালি কাণ্ডে দাবি সিবিআইয়ের
Last Updated :Apr 29, 2024, 2:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.