ETV Bharat / bharat

সংঘাতের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের রাষ্ট্রপ্রধানকে টেলিফোন মোদির, পেলেন আমন্ত্রণ

author img

By ANI

Published : Mar 20, 2024, 11:01 PM IST

Etv Bharat
Etv Bharat

PM Modi Calls Vladimir Putin and Volodymyr Zelenskyy: বুধবার টেলিফোনিক বার্তায় রুশ প্রেসিডেন্ট পুতিনকে পঞ্চমবার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার জন্য যেমন অভিনন্দন জানান ৷ তেমনই জেলেনস্কিকে অভয় দান করে মোদি জানান, চলতি সংঘাতে ভারত সবসময় ইউক্রেনের সমর্থনেই রয়েছে ৷

নয়াদিল্লি, 20 মার্চ: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পর বুধবার ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও টেলিফোনে বার্তালাপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দু'দেশের সংঘাত বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে মোদি ফের একবার জানালেন, রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের ঘটনা সমস্ত কূটনৈতিক সম্পর্কের ঊর্ধ্বে ৷

বুধবার টেলিফোনিক বার্তায় রুশ প্রেসিডেন্ট পুতিনকে পঞ্চমবার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার জন্য যেমন অভিনন্দন জানান ৷ তেমনই জেলেনস্কিকে অভয় দান করে মোদি জানান, চলতি সংঘাতে ভারত সবসময় ইউক্রেনের সমর্থনেই রয়েছে ৷

উভয় দেশের রাষ্ট্রপ্রধানই এদিন প্রধানমন্ত্রীকে আসন্ন লোকসভা নির্বাচনের পরবর্তী সময় তাঁদের দেশে যাওয়ার আমন্ত্রণ জানান ৷ সূত্রের খবর, পুতিন এবং জেলেনস্কি দু'জনেই মোদিকে এদিন 'শান্তির বার্তাবাহক' হিসেবে চিহ্নিত করেছেন ৷ প্রধানমন্ত্রী টুইটারে এদিন লেখেন, "প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা হল, রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচনের জন্য তাঁকে অভিনন্দন জানালাম ৷ আগামিদিনে ভারত এবং রাশিয়ার মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিস্তৃত এবং সুদৃঢ় করতে আমরা একসঙ্গে কাজ করব ৷"

জেলেনস্কির সঙ্গে আলোচনা প্রসঙ্গে মোদি এদিন টুইট করেন, "ভারত-ইউক্রেনের মধ্যে সম্পর্ক জোরদার করতে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও আলোচনা হয়েছে ৷ চলতি সংঘাতে ইতি টানতে এবং শান্তি স্থাপনের প্রচেষ্টায় ভারতের ইউক্রেনের প্রতি সমর্থন জারি থাকবে ৷"

পালটা জেলেনস্কিও টুইট মারফৎ ইউক্রেনের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ভারতের সমর্থনের জন্য মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ৷ অন্যদিকে ক্রেমলিনের তরফেও এক বিবৃতিতে ব্যবসায়িক, অর্থনৈতিক এবং বিনিয়োগের ক্ষেত্রে দু'পক্ষের পারস্পরিক সমঝোতার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. সাহায্যের হাত বাড়াল ভারত, শ্রীলঙ্কায় বন্দর সংস্কারে 61.5 মিলিয়ন মার্কিন ডলারের অনুদান
  2. ফের রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দেশবাসীকে ধন্যবাদ এই রুশ নেতার
  3. মর্মান্তিক! ইন্দোনেশিয়ায় রোহিঙ্গা মুসলিমদের নিয়ে ডুবল নৌকা; শুরু উদ্ধারকার্য
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.