ETV Bharat / bharat

নির্বাচনী বন্ড নিয়ে বিচার ব্যবস্থাকে চাপ দিচ্ছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার - Priyanka Gandhi

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 8:11 PM IST

Priyanka Gandhi Vadra: প্রিয়াঙ্কা গান্ধির দাবি বিজেপি বিচার ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করছে ৷ এমনই দাবি করে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন রাজীব-তনয়া ৷

Priyanka Gandhi Vadra
Priyanka Gandhi Vadra

নয়াদিল্লি, 30 মার্চ: নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর শাসক-বিরোধী তরজা তুঙ্গে ৷ এরই মধ্যে শনিবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিচার ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করার অভিযোগ তুললেন প্রিয়াঙ্কা গান্ধি ভাদরা ৷ পাশাপাশি কংগ্রেস নেত্রীর অভিযোগ, নরেন্দ্র মোদির সরকার চায় না বিচার ব্যবস্থা স্বাধীন ও শক্তিশালী হোক।

নির্দিষ্ট স্বার্থবাদী গোষ্ঠী বিচার বিভাগের উপর চাপ সৃষ্টি এবং মানহানির চেষ্টা করছে ৷ এমনই অভিযোগ করে 600 জনেরও বেশি আইনজীবী কয়েকদিন আগে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিয়েছিলেন ৷ এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দু'দিন আগে কংগ্রেসর তুলোধনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "অন্যদের মারধর করা এবং তাণ্ডব করা কংগ্রেসের পুরনো স্বভাব ।" মোদির এই মন্তব্যের পরই এদিন বিজেপিকে পালটা তোপ দাগলেন প্রিয়াঙ্কা ৷

তিনি এ দিন হিন্দিতে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ তাতে লেখেন, "নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে দুর্নীতিগুলি ধীরে ধীরে সামনে আসছে ৷ এরপর আইনজীবীদের চিঠি বিচার ব্যবস্থার উপর চাপ সৃষ্টির বিষয়টি প্রকাশ্যে এনেছে ৷ তারপর প্রধানমন্ত্রী নিজে মাঠে নেমে বিচার বিভাগ নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন ৷ এর থেকে স্পষ্ট যে কিছু সন্দেহজনক ব্যাপার রয়েছে । এমন কিছু আছে যা সম্পর্কে তাঁর ভয়ের কারণ ৷"

প্রিয়াঙ্কা গান্ধির কথায়, "রাজনৈতিক হস্তক্ষেপে সমস্যায় পড়ে সুপ্রিম কোর্টের বিচারপতিরা সাংবাদিক বৈঠক করছেন ৷ এদিকে বিজেপি একজন বিচারপতিকে রাজ্যসভায় পাঠাচ্ছে ৷ একজন (প্রাক্তন) বিচারপতিকে নির্বাচনে প্রার্থী হিসাবে ভোটের ময়দানে নামাচ্ছে। বিচারপতিদের নিয়োগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তাঁদের বিরুদ্ধে রায় দেওয়ায় বিচার ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী মন্তব্য করছেন । মোদিজির সরকার কি স্বাধীন ও শক্তিশালী বিচার ব্যবস্থাকে মেনে নিতে পারে না? ।

সিনিয়র অ্যাডভোকেট হরিশ সালভে এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন মনন কুমার মিশ্র-সহ 600 জনেরও বেশি আইনজীবী দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখেছেন ৷ তাঁরা অভিযোগ করেছেন, একটি নির্দিষ্ট স্বার্থবাদী গোষ্ঠী বিচার বিভাগের উপর চাপ সৃষ্টি এবং আদালতের মানহানি করার চেষ্টা করছে। বিশেষ করে রাজনৈতিক নেতাদের সঙ্গে জড়িত দুর্নীতির মামলার ক্ষেত্রে । এই কৌশলগুলি আদালতের জন্য ক্ষতিকারক। শুধু তাই নয়, গণতান্ত্রিক কাঠামোকে অস্তিত্বের সংকটে ফেলেছে ৷ এবার এ নিয়েই সরব হলেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুন:

  1. ভোটের মুখে নির্বাচনী বন্ড বিতর্কে ঘি প্রভাকরের, রইল নানা মুনির মতামত
  2. 21 মার্চের মধ্যে এসবিআইকে নির্বাচনী বন্ডের যাবতীয় তথ্য দিতে 'সুপ্রিম' নির্দেশ
  3. নির্বাচনী বন্ড: বিজেপি পেয়েছে প্রায় 7 হাজার কোটি, দলগুলির দেওয়া খামবন্দি তথ্যও প্রকাশ কমিশনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.