ETV Bharat / bharat

'নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হলে অনুপ্রাণিত হই', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে গেটস

author img

By ANI

Published : Mar 1, 2024, 2:23 PM IST

PM Modi meets Bill Gates: মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এখন ভারতে ৷ গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন ৷ তাঁদের মধ্য়ে এআই-সহ বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে ৷

ETV Bharat
প্রধানমন্ত্রীর সঙ্গে বিল গেটস

নয়াদিল্লি, 1 মার্চ: কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁদের এই সাক্ষাৎ নিয়ে সোশাল মিডিয়ায় জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "সত্যিই একটা দারুণ সাক্ষাৎকার ! আমাদের এই পৃথিবীকে আরও ভালো করে গড়ে তোলার জন্য এবং সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে ক্ষমতাশালী করে তুলতে যে সেক্টরগুলি গুরুত্বপূর্ণ, তা নিয়ে আলোচনা করতে পেরে আমি আনন্দিত ৷"

বিল গেটসও তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হওয়াটা সবসময়ই অনুপ্রাণিত করে ৷ আর অনেক কিছু নিয়েই আলোচনা হয় ৷ আমরা জনসাধারণের জীবনে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব, মহিলাদের নেতৃত্বে উন্নয়ন, কৃষিক্ষেত্রে উদ্ভাবন, স্বাস্থ্য এবং জলবায়ু সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি ৷ আর ভারত থেকে আমরা কী শিক্ষা বিশ্বে ছড়িয়ে দিতে পারি, সেই নিয়েও কথা হয়েছে ৷"

মঙ্গলবার রাতে বিল গেটস ওড়িশায় আসেন ৷ বুধবার তিনি মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের সঙ্গে দেখা করেন ৷ তিনি ভুবনেশ্বরে একটি বস্তি এলাকা ঘুরে দেখেন ৷ গুজরাতের জামনগরে শিল্পপতি মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানির প্রি-ওয়েডিং অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত অতিথি ৷ তাই সেখানেও যাওয়ার কথা রয়েছে ৷

বিল গেটস বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও দেখা করেছেন ৷ বৃহস্পতিবার দু'জনের সাক্ষাৎপর্বে দু'জনেই দু'জনকে নিজের নিজের লেখা বই উপহার দেন ৷ এস জয়শঙ্কর একটি পোস্টে লেখেন, "বিল গেটসের সঙ্গে বই বদল খুব ভালো লাগল ৷ আর একটা দুর্দান্ত কথোপকথন ৷" বিল গেটসও সোশাল মিডিয়ায় লেখেন, "ভারত কীভাবে বিশ্বের ভালোর জন্য কাজ করছে, তা আপনি আপনার বইয়ে জানিয়েছেন ৷ এই বইয়ের জন্য আপনাকে ধন্যবাদ ৷ আমি জি-20 সভাপিতত্ব, ডিপিআই, স্বাস্থ্য, পড়াশোনা এবং মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে আলোচনা করে আনন্দ পেয়েছি ৷"

আরও পড়ুন:

  1. 'ভারতের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত আশাবাদী', বললেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস
  2. ওড়িশা সফরে বিল গেটস, যোগ দেবেন বেশ কয়েকটি অনুষ্ঠানে
  3. অম্বানি-পুত্রের প্রাক-বিবাহ অনুষ্ঠানে জামনগরে চাঁদের হাট, উপস্থিত রিহানা থেকে সলমন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.