ETV Bharat / bharat

আগামী 3 মাস বন্ধ থাকবে মোদির 'মন কি বাত', কেন ?

author img

By PTI

Published : Feb 25, 2024, 12:15 PM IST

Updated : Feb 25, 2024, 12:31 PM IST

Mann ki Baat: আগামী 3 মাস মন কি বাত অনুষ্ঠান বন্ধ থাকবে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কেন এই রেডিয়ো অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ রাখা হচ্ছে, তা জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
ETV BHARAT

নয়াদিল্লি, 25 ফেব্রুয়ারি: আপাতত কিছুদিনের জন্য বন্ধ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত'৷ আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে আগামী তিন মাসের জন্য এই মাসিক রেডিয়ো অনুষ্ঠান সম্প্রচার করা হবে না ৷ আজ এই অনুষ্ঠানের 110তম পর্বে এ কথা ঘোষণা করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

রবিবার 'মন কি বাত' অনুষ্ঠানের 110তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আগামী মাসে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে ৷ তার ফলে গত নির্বাচনের মতোই মার্চ মাসে আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে । সেই কারণেই নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন আগামী তিন মাসের জন্য 'মন কি বাত'-এর সম্প্রচার বন্ধ রাখা থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

মোদির মতে, এটি একটি বড় সাফল্য যে, এই অনুষ্ঠানের 110তম পর্বের সময় একে সরকারের ছায়া থেকে দূরে রাখা হয়েছে ৷ তিনি বলেন যে, এই সম্প্রচার দেশের সম্মিলিত শক্তি এবং প্রাপ্তিকে উত্সর্গ করা হয়েছে ।

প্রধানমন্ত্রী আরও বলেন, এটি জনগণের অনুষ্ঠান, জনগণের জন্য অনুষ্ঠান এবং জনগণের একটি কর্মসূচি । রবিবার 'মন কি বাত'-এ প্রধানমন্ত্রী বলেছেন, "যখন আমরা পরেরবার দেখা করব, সেটি হবে মন কি বাতের 111তম পর্ব ৷" মোদির কথায়, এই সংখ্যাটি শুভ । এর চেয়ে ভালো আর কী বা হতে পারে, মত তাঁর ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মপ্রত্যয়ের সঙ্গে বারবার নির্বাচনে ক্ষমতা ধরে রাখার বিষয়ে আস্থা প্রকাশ করেছেন । (সংবাদসংসংথা)

আরও পড়ুন:

  1. 'সংবিধান রামরাজ্য থেকে অনুপ্রাণিত', মন কি বাতে দাবি মোদির
  2. মোদির অনুরোধে মন কি বাতে 'ফিট ইন্ডিয়া' মন্ত্র হরমনপ্রীত-বিশ্বনাথনদের
  3. বিদেশে 'ডেস্টিনেশন ওয়েডিং' নিয়ে আপত্তি, দেশেই বিয়ে করার অনুরোধ প্রধানমন্ত্রীর
Last Updated : Feb 25, 2024, 12:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.