ETV Bharat / bharat

জম্মু-কাশ্মীরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, মোদির সফরের আগে তথ্য প্রকাশ অমিত শাহের মন্ত্রকের

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 6:03 PM IST

ETV Bharat
ETV Bharat

MHA on J-K Law and Order: আগামী 7 মার্চ শ্রীনগরের বকসি স্টেডিয়ামে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার আগে ওই কেন্দ্রশাসিত অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পরিসংখ্যান প্রকাশ করল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ সেখানে একাধিক পরিস্থিতির উন্নতি হওয়ার কথা লেখা হয়েছে ৷

শ্রীনগর, 4 মার্চ: সোমবার স্বরাষ্ট্রমন্ত্রক ঘোষণা করেছে যে গত দশ বছরে জম্মু ও কাশ্মীরে জঙ্গি-সম্পর্কিত ঘটনা উল্লেখযোগ্য ভাবে কমেছে ৷ শতকরা হিসেবে এর হার 69 শতাংশ । কেন্দ্রশাসিত অঞ্চলে জম্মু ও কাশ্মীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর রয়েছে কয়েকদিন পরই ৷ তার ঠিক কয়েকদিন আগেই এই তথ্য প্রকাশিত করা হল স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ।

অমিত শাহের মন্ত্রকের তরফে দেওয়া ওই তথ্য অনুযায়ী, কাশ্মীর উপত্যকায় পাথর ছোড়ার ঘটনায় একশো শতাংশ সাফল্য এসেছে ৷ 2023 সালের পর এই ধরনের ঘটনা আর হয়নি ৷ এছাড়া অসামরিক মৃত্যু বা সাধারণ নাগরিকের মৃত্যুর হার 81 শতাংশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্য়দের হতাহতের হার 47 শতাংশ কমেছে ।

স্বরাষ্ট্রমন্ত্রকের আরও দাবি, জম্মু ও কাশ্মীরের জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর ৷ সেই সরকারের ইতিবাচক পদক্ষেপের ফলে এই সাফল্য এসেছে ৷ এছাড়া সংবিধানের ধারা 370 বাতিল, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির উপর জোর দেওয়ার ফল এই পরিসংখ্যান ।

স্বরাষ্ট্রমন্ত্রকের ওই রিপোর্টে বলা হয়েছে, "জম্মু ও কাশ্মীরের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার । 370 ধারা বাতিল এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে অবদান রেখেছে ৷"

উল্লেখ্য, 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সংবিধানের 370 ধারা ও 35এ ধারা বাতিল করে দেয় মোদি সরকার ৷ এর ফলে জম্মু ও কাশ্মীর যে বিশেষ মর্যাদা পেত তা চলে যায় ৷ সেই সময় জম্মু ও কাশ্মীর রাজ্যকে দু’টি ভাগে ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় ৷ একটি হয় জম্মু ও কাশ্মীর৷ আর দ্বিতীয়টি হয় লাদাখ ৷

এর পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কখনও জম্মু ও কাশ্মীরে আসেননি ৷ লোকসভা ভোটের ঠিক আগে আগামী 7 মার্চ তিনি শ্রীনগরের বক্সি স্টেডিয়ামে জনসভা করবেন ৷ সেখানে লাখখানেক লোকের ভিড় করানোর পরিকল্পনা করেছে বিজেপি ৷ ফলে তাঁর সেই সফরের প্রাক্কালে এই পরিসংখ্যান প্রকাশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷

আরও পড়ুন:

  1. 370 প্রসঙ্গে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, জম্মু-কাশ্মীর নিয়ে কলম ধরলেন প্রধানমন্ত্রী
  2. জম্মু-কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে কমিশন তৈরির সুপারিশ সুপ্রিম কোর্টের
  3. সেনা নামিয়ে জম্মু-কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব নয়, রাহুলকে বললেন সত্যপাল মালিক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.