ETV Bharat / bharat

মধ্যপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 9, আহত দুই শতাধিক

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 1:23 PM IST

Updated : Feb 6, 2024, 7:54 PM IST

Blast in Fire Cracker Factory: বিকট শব্দে বিস্ফোরণ ৷ অবৈধ বাজি কারখানার আগুনে পুড়ে গেল আশেপাশের বাড়ি ৷ আছড়ে পড়ল পথচলতি লোকজন ৷

ETV Bharat
মধ্যপ্রদেশে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ
মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ

হরদা (মধ্যপ্রদেশ), 6 ফেব্রুয়ারি: বেআইনি বাজি কারখানায় হঠাৎ বিস্ফোরণ ৷ তার জেরে পুড়ে গেল আশেপাশে থাকা প্রায় 50টি বাড়ি ৷ মঙ্গলবার সকালে এমনই দুর্ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের হরদা এলাকায় ৷ দুর্ঘটনায় এখনও পর্যন্ত সরকারি তরফে মৃতের সংখ্যা 7 জানানো হলেও বিভিন্ন সূত্রের দাবি সংখ্যাটা 9 ৷ আহত 200 জনেরও বেশি ৷ এই দুর্ঘটনায় অনেকে গুরুতর দগ্ধ হয়েছেন । অনেককে তাৎক্ষণিকভাবে ভোপাল ও ইন্দোরের বড় হাসপাতালে নিয়ে আসা হচ্ছে । দুটি শহরেই বার্ন ইউনিট তৈরি করা হয়েছে যেখানে গুরুতর আহতদের ভর্তি করা হবে ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এটি শহরের মগর্ধা রোডের বৈরাগড় গ্রামে অবস্থিত একটি অবৈধ বাজি তৈরির কারখানা । সেখানেই আতশবাজি তৈরির জন্য প্রচুর পরিমাণে গান পাউডার মজুত ছিল ৷ তা থেকেই কোনওভাবে বিস্ফোরণ ঘটে ৷ কিন্তু বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে সেই মুহূর্তে ওই কারখানা সংলগ্ন রাস্তা দিয়ে যাতায়াতকারী লোকজনও আছড়ে পড়ে যায় ৷ আগুন লেগে যায় কারখানার আশেপাশের 50টিরও বেশি বাড়িতে ৷ আগুন এতটাই বিশাল আকার ধারণ করে যে কয়েক কিলোমিটার দূর থেকেও এর ধোঁয়া দেখা গিয়েছে । কারখানা থেকে বিকট বিস্ফোরণ ও আগুনের লেলিহান শিখায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায় । আগুন লাগার কারণ আপাতত জানা যায়নি । বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনীর একাধিক গাড়ি । 7টি জেলা থেকে প্রায় 40টি ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছয় ৷

আহত সবাইকে জেলার সবচেয়ে বড় হাসপাতালে ভর্তি করা হয়েছে । আশেপাশের লোকজনকে তাদের বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে । উদ্ধার কাজ চলছে ৷ ভয়ঙ্কর এই দুর্ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় দেখা যাচ্ছে ৷ সেখানে দেখা গিয়েছে বিস্ফোরণের মধ্যেও মানুষ একে অপরের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে । আরেকটি ভিডিয়োতে দেখা যায়, আহতদের ক্রমাগত হাসপাতালে আনা হচ্ছে । তবে দুর্ঘটনার জেরে বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ সরকারিভাবে নিশ্চিত হওয়ার পরই জানা যাবে ।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর ভোপাল প্রশাসন ও সরকার তৎপর হয়েছে । মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘটনার বিবরণ সম্পর্কে কর্মকর্তাদের কাছে তথ্য চেয়েছেন । তিনি ভোপালে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন এবং ঘটনার ওপর নজর রাখছেন । সরকারের মন্ত্রী প্রদ্যুমন সিং এবং উদয় প্রতাপ সিং-সহ অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন :

  1. থাইল্যান্ডে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে 15
  2. স্কুটি করে বোমা নিয়ে যাওয়ার পথে বিস্ফোরণ, নলহাটিতে জখম 2 দুষ্কৃতী
  3. শহরে বিকট শব্দে ফাটল সিলিন্ডার ! নিমেষে আগুন ছড়াল এলাকায়, ঘটনায় আহত একাধিক

মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ

হরদা (মধ্যপ্রদেশ), 6 ফেব্রুয়ারি: বেআইনি বাজি কারখানায় হঠাৎ বিস্ফোরণ ৷ তার জেরে পুড়ে গেল আশেপাশে থাকা প্রায় 50টি বাড়ি ৷ মঙ্গলবার সকালে এমনই দুর্ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের হরদা এলাকায় ৷ দুর্ঘটনায় এখনও পর্যন্ত সরকারি তরফে মৃতের সংখ্যা 7 জানানো হলেও বিভিন্ন সূত্রের দাবি সংখ্যাটা 9 ৷ আহত 200 জনেরও বেশি ৷ এই দুর্ঘটনায় অনেকে গুরুতর দগ্ধ হয়েছেন । অনেককে তাৎক্ষণিকভাবে ভোপাল ও ইন্দোরের বড় হাসপাতালে নিয়ে আসা হচ্ছে । দুটি শহরেই বার্ন ইউনিট তৈরি করা হয়েছে যেখানে গুরুতর আহতদের ভর্তি করা হবে ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এটি শহরের মগর্ধা রোডের বৈরাগড় গ্রামে অবস্থিত একটি অবৈধ বাজি তৈরির কারখানা । সেখানেই আতশবাজি তৈরির জন্য প্রচুর পরিমাণে গান পাউডার মজুত ছিল ৷ তা থেকেই কোনওভাবে বিস্ফোরণ ঘটে ৷ কিন্তু বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে সেই মুহূর্তে ওই কারখানা সংলগ্ন রাস্তা দিয়ে যাতায়াতকারী লোকজনও আছড়ে পড়ে যায় ৷ আগুন লেগে যায় কারখানার আশেপাশের 50টিরও বেশি বাড়িতে ৷ আগুন এতটাই বিশাল আকার ধারণ করে যে কয়েক কিলোমিটার দূর থেকেও এর ধোঁয়া দেখা গিয়েছে । কারখানা থেকে বিকট বিস্ফোরণ ও আগুনের লেলিহান শিখায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায় । আগুন লাগার কারণ আপাতত জানা যায়নি । বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনীর একাধিক গাড়ি । 7টি জেলা থেকে প্রায় 40টি ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছয় ৷

আহত সবাইকে জেলার সবচেয়ে বড় হাসপাতালে ভর্তি করা হয়েছে । আশেপাশের লোকজনকে তাদের বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে । উদ্ধার কাজ চলছে ৷ ভয়ঙ্কর এই দুর্ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় দেখা যাচ্ছে ৷ সেখানে দেখা গিয়েছে বিস্ফোরণের মধ্যেও মানুষ একে অপরের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে । আরেকটি ভিডিয়োতে দেখা যায়, আহতদের ক্রমাগত হাসপাতালে আনা হচ্ছে । তবে দুর্ঘটনার জেরে বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ সরকারিভাবে নিশ্চিত হওয়ার পরই জানা যাবে ।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর ভোপাল প্রশাসন ও সরকার তৎপর হয়েছে । মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘটনার বিবরণ সম্পর্কে কর্মকর্তাদের কাছে তথ্য চেয়েছেন । তিনি ভোপালে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন এবং ঘটনার ওপর নজর রাখছেন । সরকারের মন্ত্রী প্রদ্যুমন সিং এবং উদয় প্রতাপ সিং-সহ অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন :

  1. থাইল্যান্ডে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে 15
  2. স্কুটি করে বোমা নিয়ে যাওয়ার পথে বিস্ফোরণ, নলহাটিতে জখম 2 দুষ্কৃতী
  3. শহরে বিকট শব্দে ফাটল সিলিন্ডার ! নিমেষে আগুন ছড়াল এলাকায়, ঘটনায় আহত একাধিক
Last Updated : Feb 6, 2024, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.