ETV Bharat / state

শহরে বিকট শব্দে ফাটল সিলিন্ডার ! নিমেষে আগুন ছড়াল এলাকায়, ঘটনায় আহত একাধিক

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 3:16 PM IST

Updated : Dec 21, 2023, 3:53 PM IST

Etv Bharat
কেষ্টপুরে খাবারের দোকানে আগুন

Fire Breaks Out in Kestopur: কেষ্টপুরে খাবারের দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ, দমকল, অ্যাম্বুলেন্স ও ইলেকট্রিকের কর্মীরা ।

শহরে বিকট শব্দে ফাটল সিলিন্ডার

কেষ্টপুর, 21 ডিসেম্বর: খাবারের দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বিধাননগরে কেষ্টপুর রবীন্দ্রপল্লী বাজারে । গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই আগুন লাগে বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় আহত হয়েছে একাধিক জন । তার মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ, দমকল, অ্যাম্বুলেন্স ও ইলেকট্রিকের কর্মীরা । আহতদের বেসরকারি হাসপাতাল থেকে আরজিকর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ৷ এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছেন দমকলের কর্মীরা ৷

স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার দুপুর প্রায় সাড়ে বারোটা নাগাদ রবীন্দ্রপল্লী বাজারে একটি বন্ধ দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় ৷ সেই ধোঁয়া নেভাতে গেলে সেই সময় আচমকা বিস্ফোরণ হয় । দোকানের সাটার ভেঙে রাস্তায় চলে আসে । আগুনের ঝলকানিতে বেশ কয়েকজন আহত হয় । এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । দোকানের আগুন থেকে ইলেকট্রিক তারেও আগুন লেগে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ, অ্যাম্বুলেন্স ও দমকলের দুটি ইঞ্জিন । তড়িঘড়ি আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । দু'জনের অবস্থা আশঙ্কাজনক । তবে কী থেকে আগুন লাগল সেটা এখনও পরিষ্কার নয় । খতিয়ে দেখা হচ্ছে ।

এই ঘটনায় বিধাননগর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মণীশ মুখোপাধ্যায় জানান, বেআইনিভাবে এই ফাস্টফুডের দোকান তৈরি হয়েছে এখানে ৷ কেষ্টপুর এলাকায় এমন দোকানে ভর্তি আছে যেগুলির কোনও ট্রেড লাইসেন্স নেই ৷

যদিও স্থানীয়রা জানিয়েছেন, 50 থেকে 60 বছর পুরনো বাড়ির মধ্যে কীভাবে একাধিক দোকান তৈরি হয় ? একটি ফাস্টফুডের দোকান তৈরি করতে গিয়ে ট্রেড লাইসেন্স বা গ্যাস সিলিন্ডারের অনুমতি নিতে হয় ৷ কিন্তু ট্রেড লাইসেন্স ছাড়া দোকানপত্র তৈরি হয় এবং ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার নিয়ে তারা এখানে ফাস্টফুড রান্না করে ৷ বিধাননগর পৌরসভা এবং মেয়রকে জানানোর পরও কোনওভাবে আইনি পদক্ষেপ নেওয়া হয়নি ৷

আরও পড়ুন :

1 ডুমুরজলায় বস্তিতে আগুন! পুড়ে ছাই একাধিক বাড়ি, প্রায় দেড় ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের 10টি ইঞ্জিন

2 ব্যস্ত সময়ে অফিস বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলের 15টি ইঞ্জিন

3 আদালতের নির্দেশে দখলদার মুক্ত অভিযান! দ্বারভাঙায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা

Last Updated :Dec 21, 2023, 3:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.