ETV Bharat / bharat

বিশ্বের সর্ববৃহৎ নির্বাচনের প্রথম দফায় ভোট পড়ল 60 শতাংশের বেশি - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 11:10 PM IST

Lok Sabha Election 2024
বিশ্বের সর্ববৃহৎ নির্বাচনের প্রথম দফায় ৬০ শতাংশের বেশি ভোট

Lok Sabha Election 2024: নির্বাচন কমিশন জানিয়েছে, সাত দফা নির্বাচনের প্রথম ও বৃহত্তম ধাপের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ।

নয়াদিল্লি, 19 এপ্রিল: শেষ হল লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ ৷ প্রথম পর্বে 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে 102টি আসনে ভোটগ্রহণ চলেছে ৷ 7 দফা নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়েছে 60 শতাংশের বেশি । কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা এবং ছত্তিশগড়ে গ্রেনেড লঞ্চার শেল দুর্ঘটনাবশত বিস্ফোরণের ফলে এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু ব্যাতীত মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে । নির্বাচন কমিশন জানিয়েছে, সাত দফা নির্বাচনের প্রথম ও বৃহত্তম ধাপের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ।

তৃতীয়বার দেশের মসনদে ফিরতে মরিয়া জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) ৷ বিভিন্ন সমীক্ষা বলছে, টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরার দৌড়ে এগিয়ে রয়েছে বিজেপিও ৷ অন্যদিকে, ইন্ডিয়া জোটের অংশীদাররা 2014 ও 2019 সালের নির্বাচনে পরাস্ত হওয়ার পর ঘুরে দাঁড়াতে মরিয়া । ত্রিপুরায় সর্বাধিক ভোট পড়েছে 79.90 শতাংশ ৷ তারপরে পশ্চিমবঙ্গে 77.57, পুদুচেরি 73.25 শতাংশ, অসম 71.38 এবং মেঘালয়ে 70.26 শতাংশ । পূর্ব নাগাল্যান্ডের ছ’টি জেলার ভোটাররা পৃথক রাজ্যের দাবিতে ভোট বয়কট করেছিল।

তামিলনাড়ুর সমস্ত আসনে ভোটগ্রহণ হয়েছে । অরুণাচল প্রদেশ ও সিকিমে আজ একই সঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । তামিলনাড়ু, অরুণাচল প্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং অসমের কিছু বুথে বিক্ষিপ্ত ইভিএম ত্রুটির খবর পাওয়া গেলেও মোটের উপর শান্তিপূর্ণ।

পশ্চিমবঙ্গে প্রথম দফায় তিন কেন্দ্রের নির্বাচনে বিভিন্ন জায়গা থেকে 556টি অভিযোগ জমা পড়েছে ৷ তারমধ্যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে ৷ তিন জেলাতেই শান্তিপূর্ণভাবে হয়েছে ভোটগ্রহণ, জানাল নির্বাচন কমিশন ৷ সংঘর্ষ-বিধ্বস্ত মণিপুরে বিকেল 5টা পর্যন্ত প্রায় 68.62 শতাংশ ভোট রেকর্ড করা হয়েছে। ছত্তিশগড়ে, নকশাল-আক্রান্ত বস্তার লোকসভা কেন্দ্রে 63.41 শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছেন ৷

লোকসভা নির্বাচনে প্রথমবারের মতো, বস্তারের 56টি গ্রামের ভোটাররা তাদের নিজের গ্রামে স্থাপিত একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন । তামিলনাড়ুর 39টি আসনে 62.19-এর বেশি ভোটিং শতাংশ রেকর্ড করা হয়েছে ৷ অরুণাচল প্রদেশে 65.46 শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ৷ যদিও প্রতিকূল আবহাওয়ার কারণে সকালের সময় ভোটার উপস্থিতি মাঝারি ছিল, তবে আবহাওয়ার অবস্থার উন্নতির পরেই ক্রমশ বেড়েছে ভোটের লাইন ৷

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 56.87 শতাংশ ভোট পড়েছে ৷ কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথমবারের মতো, শোম্পেন উপজাতির সাতজন সদস্য, গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের একটি বিশেষ উপজাতি গোষ্ঠী একমাত্র লোকসভা আসনের জন্য ভোট দিয়েছেন । অবিরাম বৃষ্টির মধ্যেও 65.08 শতাংশ ভোটার জম্মু ও কাশ্মীরের উধমপুর সংসদীয় কেন্দ্রে ভোটদান করেছেন ৷ রাজস্থানে ভোট পড়েছে 50.95 শতাংশ ৷ উত্তরাখণ্ডে 53.64 শতাংশ ভোটদান হয়েছে । মহারাষ্ট্রে 55.29 শতাংশ ভোটার তাদের মতদান করেছেন ৷ মধ্যপ্রদেশের ছ’টি লোকসভা আসনে 63.33 শতাংশ ভোট রেকর্ড করা হয়েছে।উত্তরপ্রদেশে 57.61 শতাংশ, মিজোরামে 54.18, নাগাল্যান্ডে 56.77 এবং সিকিমে 68.08 শতাংশ ভোট পড়েছে ।

আরও পড়ুন:

  1. তিন কেন্দ্রে মিটল ভোট, কড়া নিরাপত্তায় স্ট্রংরুমে ফিরল ইভিএম
  2. তিন জেলায় বিক্ষিপ্ত অশান্তি, ধারা বজায় রেখেই শান্তিপূর্ণ ভোট উত্তরবঙ্গে
  3. রামনবমীতে 'সাম্প্রদায়িক হিংসা', শক্তিপুর ও বেলডাঙার ওসিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.