ETV Bharat / bharat

চার বছর পর চলতি মাসেই জেএনইউ'য়ে ছাত্র সংসদ নির্বাচন

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 11:04 AM IST

Updated : Mar 11, 2024, 11:23 AM IST

Etv Bharat
Etv Bharat

JNU Elections 2024: জেএনইউতে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 15 মার্চ থেকে মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে। 22 মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং 24 মার্চ ফল ঘোষণা করা হবে।

নয়াদিল্লি, 11 মার্চ: চার বছর পর ছাত্র সংসদ নির্বাচন হতে চলেছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ৷ সেই মর্মে নির্বাচনের দিন ঘোষণা করা হল ৷ রবিবার গভীর রাতে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিটি। নির্বাচন কমিটির চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার নির্বাচন কমিটির 40 সদস্যের সঙ্গে আলোচনার পর লিখিত আকারে ছাত্র সংসদের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করেন। আগামী 22 মার্চ অর্থাৎ, চার বছরেরও বেশি সময় পর নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে জেএনইউ'য়ে ৷

জানা গিয়েছে, সোমবার নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর মঙ্গলবার সকাল ন'টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তালিকায় নাম সংক্রান্ত কোনও আপত্তি, নাম সংযোজন কিংবা বাতিলের কাজ চলবে। জানানো হয়েছে, আগামী 15 মার্চ থেকে মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে এবং 22 মার্চ ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে ৷ আগামী 24শে মার্চ নির্বাচনের ফল ঘোষণা হবে ৷ ফেব্রুয়ারি মাসে জেএনইউ'য়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছিল। এরপর নির্বাচনী কমিটি গঠনের জন্য জিবিএম পরিচালনার প্রক্রিয়াও শুরু হয়। সম্প্রতি, 4 মার্চ সমস্ত জিবিএম প্রক্রিয়া শেষ হওয়ার পরে, 6 মার্চ অধ্যাপক মনুরাধা চৌধুরী নির্বাচন কমিটির অনুমোদন করেন ৷ এরপর থেকে নির্বাচনী কমিটি কাজ শুরু করে ৷

উল্লেখ্য, লিংডো কমিটির সুপারিশ অনুসারে, সেমস্টার শুরু হওয়ার আগে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে জেএনইউ-তে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই শর্ত অনুযায়ী, জেএনইউ-এর ছাত্র ইউনিয়ন নির্বাচন যে কোনও পরিস্থিতিতে 29 মার্চের মধ্যেই করতে হত। সে কথা মাথায় রেখেই নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে বলে জানা গিয়েছে।

জেএনইউ ছাত্র ইউনিয়ন নির্বাচন কমিটির তরফে জানানো হয়েছে, 11 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৷ 15 মার্চ সকাল সাড়ে ন'টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়ন প্রত্যাহারের তারিখ 16 মার্চ সকাল 10টা থেকে দুপুর একটা পর্যন্ত ৷ 16 মার্চ বিকেলে প্রার্থী ঘোষণা ৷ 22 মার্চ সকাল ন'টা থেকে দুপুর একটা এবং দুপুর আড়াইটে থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। ওইদিনই রাত ন'টা থেকে ভোট গণনা শুরু হবে। 24 মার্চ নির্বাচনের ফলাফল ঘোষণা ৷

আরও পড়ুন:

  1. পশ্চিমবঙ্গের সব আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল, ইন্ডিয়া জোটকে কটাক্ষ বিজেপি'র
  2. উন্নয়ন দেখে স্বজনপোষণের রাজনীতি দুর্বল হয়ে পড়ছে, যোগীরাজ্যে বার্তা মোদির
Last Updated :Mar 11, 2024, 11:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.