ETV Bharat / bharat

গোপনাঙ্গে কামড় পিটবুলের, আইসিইউতে জওয়ান - Pit Bull Attacks

author img

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 12:31 PM IST

Pit Bull Attacks Jawan: বিশেষভাবে সক্ষম যুবককে বাঁচাতে গিয়ে পিটবুলের আক্রমণে গুরুতর আহত হলেন জওয়ান ৷ গোপনাঙ্গে হিংস্র কুকুরের হামলায় সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন জওয়ান ৷

Jawan severely injured as Pit Bull bites
হিংস্র পিটবুল কুকুরের আক্রমণে আশঙ্কাজনক জওয়ান (ইটিভি ভারত)

বাগপত, 12 মে: ফের হিংস্র কুকুরের আক্রমণ! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপতে ৷ পিটবুলের আক্রমণে গুরুতর আহত হন পিআরডি জওয়ান ৷ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷ হিংস্র কুকুরটি জওয়ানের গোপনাঙ্গে কামড় দেয় বলে জানা গিয়েছে । গুরুতর আহত ওই জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁর অস্ত্রোপচার করেন ৷ এই ঘটনায় পিআরডি জওয়ানের স্ত্রী কুকুরের মালিকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন । 10 মে শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাউত কোতোয়ালি এলাকার মালাকপুর রোডের কাঁশিরাম কলোনিতে ৷

সেদিন রাতে কলোনির দ্বিতীয় গলিতে এক বিশেষভাবে সক্ষম যুবককে প্রথমে আক্রমণ করে ভারতে নিষিদ্ধ এই পিটবুল কুকুর । ওই যুবক নিজের প্রাণ বাঁচাতে চিৎকার করতে থাকেন ৷ তাঁর আর্ত আওয়াজ শুনে আশেপাশে উপস্থিত প্রান্তীয় রক্ষক দল বা পিআরডি জওয়ান বেরিয়ে এসে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন । তখন কুকুরটি বিশেষভাবে সক্ষম ওই যুবককে ছেড়ে পিআরডি জওয়ানকে আক্রমণ করে ।

প্রাণ বাঁচাতে ওই পিআরডি জওয়ান নিজের বাড়িতে ঢুকে পড়েন ৷ কুকুরটি তাঁর পিছু পিছু ছুটে বাড়িতে ঢোকে ৷ সেখানে কুকুরটি জওয়ানের উপর হামলা করতে থাকে ৷ তাঁর গোপনাঙ্গে কামড়ে দেয় পিটবুল ৷ অনেক কষ্টে ওই যুবককে কুকুরের হাত থেকে বাঁচান পরিবারের সদস্যরা । জওয়ানের স্ত্রী পুলিশকে এই ঘটনার কথা জানান । আশঙ্কাজনক অবস্থায় ওই জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয় । সেখান থেকে তাঁকে আরেকটি হাসপাতালে রেফার করা হয় । এরপর আইসিইউতে ভর্তি করে অপারেশন করা হয় । বর্তমানে ওই জওয়ানের অবস্থা সংকটজনক ।

পিআরডি জওয়ানের স্ত্রী থানায় অভিযোগ দায়ের করে জানান যে, কুকুরের মালিক লোয়ান গ্রামের বাসিন্দা । কাঁশিরাম কলোনিতে তাঁর পরিচিত এক যুবকের বাড়িতে কুকুরটিকে বেঁধে রেখেছিলেন তিনি । বারাউত থানার পরিদর্শক সঞ্জয় কুমার জানিয়েছেন, জওয়ানের স্ত্রী কুকুরের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন । এই ঘটনার তদন্ত করে মামলা করা হবে ।

আরও পড়ুন :

  1. এআই কুকুর করবে অপরাধের রহস্যভেদ, সাহায্য নেবে সেনাও
  2. ভারতে পোষ্য হিসাবে ব্যান পিটবুল-শেফার্ড, তালিকায় আরও 21 ধরনের সারমেয়
  3. মর্মান্তিক! জার্মান শেফার্ডের থেকে বাঁচতে দৌড়, ট্রেনে চাপা পড়ে মৃত্যু 2 শিশুর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.