ETV Bharat / bharat

ইন্দোরে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, আরও এক আসনে বিনা ‘যুদ্ধে’ বিজেপির জয়ের সম্ভাবনা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: মধ্যপ্রদেশের ইন্দোর লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী করেছিল অক্ষয় বামকে ৷ তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন ৷ এর পর তিনি বিজেপিতে যোগদান করতে পারেন বলে খবর ৷ এই পরিস্থিতিতে বিজেপি ইন্দোরে জিততে পারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৷

Congress
Congress
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 12:37 PM IST

Updated : Apr 29, 2024, 1:20 PM IST

ইন্দোর, 29 এপ্রিল: সুরাতের পর কি এবার ইন্দোর ! ভোটের ফল প্রকাশের আগেই কি আরও একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৷ ইন্দোরের কংগ্রেস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ঘটনায় সেই পরিস্থিতিই তৈরি হয়েছে ৷

ওই প্রার্থীর নাম অক্ষয় বাম ৷ তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া পর ইন্দোরে কংগ্রেসের কোনও প্রার্থী রইল না ৷ সুরাতের পর এটি দ্বিতীয় ঘটনা, যেখানে কংগ্রেসের কোনও প্রার্থীই থাকছে না ৷ তবে সুরাতে কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছিল ৷ আর ইন্দোরের অক্ষয় বাম নিজেই সরে দাঁড়ালেন ৷

শুধু নির্বাচনী ময়দান থেকে সরে যাওয়াই নয়, তিনি বিজেপিতেও যোগ দিতে পারেন বলে খবর ৷ মনোনয়নপত্র প্রত্যাহার করার সময় তিনি মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক রমেশ মেন্ডোলার সঙ্গে এসেছিলেন ৷ সেই থেকেই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা তৈরি হয় ৷ আর সেই জল্পনা সত্যি হল, তা লোকসভা নির্বাচনের মধ্যে কংগ্রেসের জন্য বড় ধাক্কা হবে বলে মত রাজনৈতিক মহলের ৷

সোমবার সকালে ইন্দোরে জেলা নির্বাচন অফিসে যান অক্ষয় বাম ৷ সেখানে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন ৷ তাঁর এই সিদ্ধান্তের জেরে রাজনৈতিক সংকটে পড়েছে কংগ্রেস ৷ কারণ, ওই আসনে মনোনয়নপত্র পেশ করার সময় পেরিয়ে গিয়েছে ৷ আজই ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ৷ শেষ মুহূর্তে অক্ষয় বাম সরে দাঁড়ানোয় আর প্রার্থী দেওয়ার সুযোগ নেই কংগ্রেসের কাছে ৷

ইন্দোর আসনটি 1989 সাল থেকে বিজেপির দখলে রয়েছে ৷ 1989 সাল থেকে 2014 সাল পর্যন্ত সেখানে জিতেছেন সুমিত্রা মহাজন ৷ তিনি 2014-2019 সাল পর্যন্ত লোকসভার অধ্যক্ষের দায়িত্ব সামলেছেন ৷ 2019 সালে ওই আসন থেকে জয়ী হন শংকর লালওয়ানি ৷ তিনি এবারও প্রার্থী ৷ তাঁর বিরুদ্ধে একাধিক নির্দল ও বিএসপি-সহ বেশ কয়েক ছোট দল প্রতিপক্ষ হিসেবে থাকলেও মূল লড়াই ছিল কংগ্রেসের বিরুদ্ধে ৷ কংগ্রেস প্রার্থীই ময়দান থেকে সরে যাওয়ায় তাঁর জয়ের পথ সুগম হল ৷

এদিকে অক্ষয় বাম মনোনয়ন পেশের পর থেকেই শিরোনামে ছিলেন ৷ মনোনয়ন পেশের সময় তাঁর সঙ্গে কংগ্রেসের নেতারা উপস্থিত ছিলেন ৷ মনোনয়ন পেশের পর তিনি বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷ তাঁর মনোনয়নপত্র বাতিল করার চক্রান্ত বিজেপি করছে বলে অভিযোগ উঠেছিল ৷ তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয় ৷ সেই অভিযোগের বিরুদ্ধে অক্ষয় আদালতেরও দ্বারস্থ হয়েছিলেন ৷

এই পরিস্থিতিতে তিনি যদি বিজেপিতে যোগ দেন, তাহলে রাজনীতিতে তাঁর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবেই ৷

আরও পড়ুন:

  1. কংগ্রেস ক্ষমতায় এলে জনগণের সম্পদ লুঠ করবে, অভিযোগ মোদির
  2. ভোটের আগে ধাক্কা! দিল্লি কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন লাভলি
  3. মোদিরাজ্যে বিনা 'যুদ্ধে' জয়ী বিজেপি প্রার্থী, ক্রোনোলজি বুঝতে বলল কংগ্রেস

ইন্দোর, 29 এপ্রিল: সুরাতের পর কি এবার ইন্দোর ! ভোটের ফল প্রকাশের আগেই কি আরও একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৷ ইন্দোরের কংগ্রেস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ঘটনায় সেই পরিস্থিতিই তৈরি হয়েছে ৷

ওই প্রার্থীর নাম অক্ষয় বাম ৷ তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া পর ইন্দোরে কংগ্রেসের কোনও প্রার্থী রইল না ৷ সুরাতের পর এটি দ্বিতীয় ঘটনা, যেখানে কংগ্রেসের কোনও প্রার্থীই থাকছে না ৷ তবে সুরাতে কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছিল ৷ আর ইন্দোরের অক্ষয় বাম নিজেই সরে দাঁড়ালেন ৷

শুধু নির্বাচনী ময়দান থেকে সরে যাওয়াই নয়, তিনি বিজেপিতেও যোগ দিতে পারেন বলে খবর ৷ মনোনয়নপত্র প্রত্যাহার করার সময় তিনি মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক রমেশ মেন্ডোলার সঙ্গে এসেছিলেন ৷ সেই থেকেই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা তৈরি হয় ৷ আর সেই জল্পনা সত্যি হল, তা লোকসভা নির্বাচনের মধ্যে কংগ্রেসের জন্য বড় ধাক্কা হবে বলে মত রাজনৈতিক মহলের ৷

সোমবার সকালে ইন্দোরে জেলা নির্বাচন অফিসে যান অক্ষয় বাম ৷ সেখানে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন ৷ তাঁর এই সিদ্ধান্তের জেরে রাজনৈতিক সংকটে পড়েছে কংগ্রেস ৷ কারণ, ওই আসনে মনোনয়নপত্র পেশ করার সময় পেরিয়ে গিয়েছে ৷ আজই ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ৷ শেষ মুহূর্তে অক্ষয় বাম সরে দাঁড়ানোয় আর প্রার্থী দেওয়ার সুযোগ নেই কংগ্রেসের কাছে ৷

ইন্দোর আসনটি 1989 সাল থেকে বিজেপির দখলে রয়েছে ৷ 1989 সাল থেকে 2014 সাল পর্যন্ত সেখানে জিতেছেন সুমিত্রা মহাজন ৷ তিনি 2014-2019 সাল পর্যন্ত লোকসভার অধ্যক্ষের দায়িত্ব সামলেছেন ৷ 2019 সালে ওই আসন থেকে জয়ী হন শংকর লালওয়ানি ৷ তিনি এবারও প্রার্থী ৷ তাঁর বিরুদ্ধে একাধিক নির্দল ও বিএসপি-সহ বেশ কয়েক ছোট দল প্রতিপক্ষ হিসেবে থাকলেও মূল লড়াই ছিল কংগ্রেসের বিরুদ্ধে ৷ কংগ্রেস প্রার্থীই ময়দান থেকে সরে যাওয়ায় তাঁর জয়ের পথ সুগম হল ৷

এদিকে অক্ষয় বাম মনোনয়ন পেশের পর থেকেই শিরোনামে ছিলেন ৷ মনোনয়ন পেশের সময় তাঁর সঙ্গে কংগ্রেসের নেতারা উপস্থিত ছিলেন ৷ মনোনয়ন পেশের পর তিনি বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷ তাঁর মনোনয়নপত্র বাতিল করার চক্রান্ত বিজেপি করছে বলে অভিযোগ উঠেছিল ৷ তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয় ৷ সেই অভিযোগের বিরুদ্ধে অক্ষয় আদালতেরও দ্বারস্থ হয়েছিলেন ৷

এই পরিস্থিতিতে তিনি যদি বিজেপিতে যোগ দেন, তাহলে রাজনীতিতে তাঁর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবেই ৷

আরও পড়ুন:

  1. কংগ্রেস ক্ষমতায় এলে জনগণের সম্পদ লুঠ করবে, অভিযোগ মোদির
  2. ভোটের আগে ধাক্কা! দিল্লি কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন লাভলি
  3. মোদিরাজ্যে বিনা 'যুদ্ধে' জয়ী বিজেপি প্রার্থী, ক্রোনোলজি বুঝতে বলল কংগ্রেস
Last Updated : Apr 29, 2024, 1:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.