ETV Bharat / bharat

মাঝ আকাশে অসুস্থ যাত্রী, পথ পরিবর্তন করে জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের - IndiGo flight Emergency land

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 4:06 PM IST

Updated : Mar 29, 2024, 5:16 PM IST

IndiGo Flight: আচমকাই এক যাত্রীর অসুস্থতার কারণে পথ পরিবর্তন করে দ্রুত জরুরি ভিত্তিতে অবতরণ ইন্ডিগো ফ্লাইটের ৷

Etv Bharat
জরুরী অবতরণ ইন্ডিগোর

ইন্দোর, 29 মার্চ: মেডিক্যাল এমারজেন্সির কারণে জরুরি ভিত্তিতে ইন্দোরে অবতরণ করল ইন্ডিগোর 6ই-178 ফ্লাইট ৷ জানা গিয়েছে, পাটনা থেকে আমেদাবাদের উদ্দেশ্য রওনা দিয়েছিল বিমানটি ৷ আচমকাই বিমানের ভিতরে এক যাত্রী অসুস্থবোধ করেন ৷ সঙ্গে সঙ্গে বিমান সেবিকারা যাত্রীর স্বাস্থ্যের দিকে নজর দেন ৷

এরপরেই বিমানের ক্যাপ্টেন ফ্লাইট রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেন ৷ তড়িঘড়ি ইন্দোর বিমান বন্দরে অবতরণ করে বিমানটি ৷ সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ইন্ডিগোর তরফে বিষয়টি জানানো হয়েছে ৷ অসুস্থ ব্যক্তিকে যুদ্ধকালীন তৎপরতায় হাসপাতালে ভরতি করানো হয়েছে বলে জানা গিয়েছে ৷

এই ঘটনা সামনে আসতেই ক্যাপ্টেনের সিদ্ধান্তের প্রশংসা করেছেন নেটিজেনরা ৷ সকলেই জানিয়েছেন এটা সঠিক সিদ্ধান্ত৷ আবার এক সোশাল মিডিয়ায় ব্যবহারকারী লিখেছেন, "চটজলদি চিন্তাভাবনা ও খুব ভালো কাজ করেছে ইন্ডিগো ফ্লাইটের ক্রিউ মেম্বাররা ৷ অসুস্থ যাত্রীর দ্রুত সুস্থতা কামনা করি ৷" এর আগেও চলতি বছর জানুয়ারি পথ পরিবর্তন করে জরুরি অবতরণ করেছে ইন্ডিগো বিমান ৷ তবে তার কারণ ছিল খারাপ আবহাওয়া ৷ শুধু তাই নয়, সেই সময় অনেক যাত্রীরাই অভিযোগ করেছিলেন ইন্ডিগোর পরিষেবা নিয়ে ৷ তবে এদিন যেভাবে দ্রুত বিমানের পাইলট সিদ্ধান্ত নিয়ে বিমান অবতরণ করিয়েছেন, তার প্রশংসা করেছেন সকলে ৷

আরও পড়ুন

1. বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণ মামলায় সাফল্য এনআইএ'র, গ্রেফতার মূল ষড়যন্ত্রকারী

2. ফের উত্তরাখণ্ডে হিমবাহী হ্রদ থেকে বন্যার ঝুঁকি, পর্যবেক্ষণে বিশেষজ্ঞ টিম

3. নয়া প্রযুক্তিতে নজির গড়ল হ্যাল, প্রথমবার আকাশে উড়ল তেজস এমকে1এ

Last Updated : Mar 29, 2024, 5:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.