ETV Bharat / bharat

ব্লক হবে হাজার হাজার মোবাইল, সাইবার অপরাধ রুখতে আর কী পদক্ষেপ কেন্দ্রের ? - Instructions to Curb Cyber Fraud

author img

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 6:08 PM IST

Instructions to Curb Cyber Fraud: সারা দেশে সাইবার জালিয়াতি বন্ধ করতে নয়া অভিযান শুরু করল কেন্দ্রীয় সরকার । টেলিকম বিভাগ, বিভিন্ন রাজ্যের পুলিশ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যৌথভাবে 28,200টি মোবাইল ফোন ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও 20 লাখেরও বেশি মোবাইল নম্বর পুনরায় যাচাই করা হবে ৷ ইটিভি ভারতের সৌরভ শুক্লার প্রতিবেদন ৷

ETV BHARAT
সাইবার অপরাধ রুখতে পদক্ষেপ কেন্দ্রের (ফাইল চিত্র)

নয়াদিল্লি, 10 মে: সাইবার-অপরাধ এবং আর্থিক জালিয়াতিতে টেলিকম সংস্থাগুলির অপব্যবহার রুখতে একযোগে নয়া অভিযান শুরু করল টেলিকমিউনিকেশন বিভাগ (ডট), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্য পুলিশ ৷ যোগাযোগ মন্ত্রকের জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, ডট 28,200টি মোবাইল হ্যান্ডসেট ব্লক করার জন্য এবং সংশ্লিষ্ট 20 লক্ষ মোবাইল সংযোগ পুনরায় যাচাই করার জন্য নির্দেশ জারি করেছে । কেন্দ্রীয় সরকার আরও বলেছে যে, এই সহযোগিতামূলক প্রচেষ্টার লক্ষ্য হল, প্রতারকদের নেটওয়ার্ক ধ্বংস করা এবং নাগরিকদের ডিজিটাল হুমকি থেকে রক্ষা করা ।

সরকারের মতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজ্য পুলিশ একটি বিশ্লেষণ করে দেখেছে যে, 28,200টি মোবাইল হ্যান্ডসেট বিভিন্ন ধরনের সাইবার অপরাধে অপব্যবহার করা হয়েছে । এই রিপোর্ট পাওয়ার পর ডট আরও বিশ্লেষণ করে দেখেছে যে, এই মোবাইল হ্যান্ডসেটগুলির সঙ্গে 20 লক্ষ নম্বর ব্যবহার করা হয়েছে । পরবর্তীকালে ডট দেশ 28,200 মোবাইল হ্যান্ডসেটকে ব্লক করার জন্য এবং এই মোবাইল হ্যান্ডসেটের সঙ্গে সংযুক্ত 20 লক্ষ মোবাইল সংযোগকে অবিলম্বে পুনরাই যাচাই করার জন্য এবং তাতে ব্যর্থ হলে সেই সংযোগ বিচ্ছিন্ন করার জন্য টেলিকম পরিষেবা প্রদানকারীদের নির্দেশ জারি করেছে ।

কেন্দ্রীয় সরকার 2019 সালে জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল চালু করেছে, যার মাধ্যমে মানুষজন সাইবার জালিয়াতির ঘটনাগুলি সম্পর্কে অভিযোগ দায়ের করতে পারেন ৷

প্রাক্তন আইপিএস এবং সাইবার বিশেষজ্ঞ ত্রিবেণী সিং ইটিভি ভারতকে বলেন যে, সরকারের পদক্ষেপগুলি সাইবার জালিয়াতি করছে এমন চক্রের মনোবল হ্রাস করবে ৷ তিনি আরও উল্লেখ করেছেন যে, সরকার বিভিন্ন প্ল্যাটফর্মে সাইবার জালিয়াতি সম্পর্কিত অভিযোগগুলি জানানো মানুষের জন্য সহজ করেছে, যার ফলে একটি উল্লেখযোগ্য ডেটা ব্যাংক জমা হয়েছে । এই ডেটা ব্যাংক বড় সাইবার অপরাধীদের ধরতে সহায়ক হয়ে উঠছে, যা ভবিষ্যতে সাইবার অপরাধ বন্ধ করতে সাহায্য করবে ।

প্রাক্তন জাতীয় সাইবার নিরাপত্তা সমন্বয়কারী রাজেশ পন্ত একান্ত সাক্ষাৎকারে বলেন, অপরাধীদের দমনের জন্য এটি একটি চমৎকার পদক্ষেপ ৷ সরকারের উদ্যোগের প্রশংসা করেছেন তিনি । তবে তিনি দেশে সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনের প্রয়োজনীয়তার উপর জোর দেন । পন্ত উল্লেখ করেছেন যে বর্তমানে, সাইবার অপরাধীরা প্রায়শই সহজে জামিন পান এবং জেল থেকে মুক্তি পাওয়ার পরে প্রমাণ মুছে ফেলতে পারেন ৷ যা একটা বড় চ্যালেঞ্জ । তিনি আশা প্রকাশ করেন যে, আইন প্রণয়নে কঠোরতা বৃদ্ধি করা হলে এই ধরনের অপরাধ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে ।

আরও পড়ুন:

  1. আসানসোলের সরকারি আইটি পার্কে 'সাইবার প্রতারণা' চক্রের ঘাঁটি, গ্রেফতার 8
  2. ডিজিটাল প্রতারণা থেকে বাঁচার অন্যতম উপায় সতর্কতা অবলম্বন করা
  3. ফেক কল, সাইবার জালিয়াতি রোধে সতর্কতা জারি; কী কী পরামর্শ কেন্দ্রের ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.