ETV Bharat / bharat

ইয়েদুরাপ্পার বিরুদ্ধে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ, অস্বীকার প্রাক্তন মুখ্যমন্ত্রীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 15, 2024, 9:23 AM IST

Updated : Mar 15, 2024, 11:13 AM IST

FIR filed against former Karnataka CM Yediyurappa: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে ৷ তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷

Etv Bharat
Etv Bharat

বেঙ্গালুরু, 15 মার্চ: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে ৷ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 17 বছরের এক নাবালিকা মেয়েকে যৌন হয়রানির অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পকসো এবং ভারতীয় দণ্ডবিধির 354 (এ) ধারায় মামলাও রুজু করা হয়েছে।

শুক্রবার পুলিশ জানিয়েছে, 17 বছর বয়সি নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে পকসো আইনের ধারায় প্রবীণ বিজেপি নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷ ওই নির্যাতিতার মা অভিযোগ করেছেন, 81 বছর বয়সি ইয়েদুরাপ্পা চলতি বছর 2 ফেব্রুয়ারি বাড়িতে তাঁর মেয়েকে যৌন নির্যাতন করেছিলেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷

পুলিশের দাবি, বিজেপির এই নেতার বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের 8 ধারা এবং ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) 354 (এ) ধারায় মামলা রুজু করা হয়েছে। সদাশিবনগর থানায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অন্যদিকে, তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরপ্পা বলেন, "কয়েকদিন আগে একজন মহিলা আমার বাড়িতে এসেছিলেন। তিনি কাঁদছিলেন এই বলে যে, কিছু সমস্যা তাঁর আছে। আমি তাঁর কাছে পুরো ব্যাপারটা জানতে চেয়েছিলাম ৷ আমি ব্যক্তিগতভাবে পুলিশকে ফোনও করে ছিলাম। বিষয়টি কমিশনারকে জানিয়ে ওই মহিলাকে সাহায্য করতেও বলেছি। পরে ওই মহিলা আমার বিরুদ্ধে কথা বলতে শুরু করেন। আমি নিজেও বিষয়টি পুলিশ কমিশনারের কাছে জানিয়েছি ৷ গতকাল পুলিশ আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। দেখা যাক এরপর কী হয় ৷ এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য আছে তা এখনই বলা যাবে না।"

অন্যদিকে, এই ঘটনা প্রকাশ্য়ে আসতেই বিজেপিকে আক্রমণ করেছে বিরোধীরা ৷ তৃণমূলের রাজ্যসভার প্রার্থী সাগরিকা ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন, "বিজেপির 'নারী শক্তি' স্লোগান কতটা খাঁটি তা আবারও প্রকাশ পেয়েছে। বিজেপির অন্যতম শীর্ষ নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পসকো বা শিশু যৌন নির্যাতন আইনের অধীনে মামলা করা হয়েছে।"

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নাবালিকাকে যৌন নিপীড়নের অভিযোগ প্রসঙ্গে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা বলেন, "গতকাল (বৃহস্পতিবার) রাত 10 টা নাগাদ একজন মহিলা বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ মামলাটি নথিভুক্ত করেছে। যতক্ষণ না আমরা সত্য ঘটনা জানতে পারছি, আমরা কিছু বলতে পারছি না। এটি একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় ৷ কারণ এর সঙ্গে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম জড়িত। আমি মনে করি না, এর কোনও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে। যদি নির্যাতিতা ওই মহিলার সুরক্ষার প্রয়োজন হয় তবে তা দেওয়া হবে।"

আরও পড়ুন

পিছন থেকে মুখ্যমন্ত্রীকে ধাক্কা মারল কে? তদন্তে সিট গঠন লালবাজারের

শ্রমিকদের ছদ্মবেশে লুকিয়ে থাকা 6 মাওবাদী গ্রেফতার, উদ্ধার একে 47-তাজা কার্তুজও

Last Updated : Mar 15, 2024, 11:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.