ETV Bharat / bharat

ইটিভি ভারতের খবরের জের, আমূল বদলে গেল জাতীয় বক্সারের জীবন

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 10:05 AM IST

Updated : Feb 6, 2024, 12:15 PM IST

ETV Bharat News Impact: জাতীয় বক্সারের আর্থিক দুরবস্থার জীবন বড় করে সম্প্রচার করেছিল ইটিভি ভারত ৷ তারপর থেকেই বিগত 3 বছর ধরে সাহায্য পেয়ে আজ রেলে চাকরি ৷ কেমন ছিল টাইসনের জীবন ?

Etv Bharat
ইটিভি ভারতের খবরের জেরে বদলে গেল জাতীয় বক্সারের জীবন

ইটিভি ভারতের খবরের জেরে বদলে গেল জাতীয় বক্সারের জীবন

পানিপত (হরিয়ানা), 6 ফেব্রুয়ারি: ইটিভি ভারতের খবরের জের হরিয়ানার পানিপতে ৷ বদলে গেল জাতীয় বক্সার মনু ওরফে টাইসনের জীবন ৷ আর্থিক সংকট কাটিয়ে কীভাবে তাঁর জীবনে বদল এল, জানুন ৷

পানিপথের বুয়ানা লাখু গ্রামের বাসিন্দা বক্সার মনু ওরফে টাইসন ৷ সংসারে চরম দারিদ্র্যতা ৷ অলিম্পিক জেতার দৃঢ় সংকল্প নিয়ে খালি পেটেই দিনরাত অনুশীলন করতেন । প্রবল আর্থিক অনটন থাকায় স্থানীয় গ্রামবাসীরা তাঁর খাবারের ব্যবস্থা করতেন । এই খেলোয়াড়ের প্রতিভা ও আবেগ দেখে কোচও মনুকে নিজের পকেট থেকে টাকা দিয়ে সবরকম সাহায্য করতেন । দারিদ্র্যের সঙ্গে লড়াই করা এই খেলোয়াড়ের খবর বড় করে সম্প্রচার করেছিল ইটিভি ভারত ৷ তারপরই সাহায্য পেতে শুরু করেন টাইসন ৷ আর এখন তো তাঁর জীবন সম্পূর্ণরূপে বদলে গিয়েছে ।

পানিপতের এই প্রতিভাবান বক্সার কীভাবে দারিদ্র্যের সঙ্গে লড়াই করছেন তা দেখিয়েছিল ইটিভি ভারত । 2021 সালের সেপ্টেম্বরে, এই খবরটি দেখে হরিয়ানার ফৌজি ভাইচরা (মিলিটারি ব্রাদারহুড) গ্রুপ ৷ এই গ্রুপটি আর্থিক সংকটে পড়া খেলোয়াড় এবং শিক্ষার্থীদের সাহায্য করে । টাইসনকে এরা একটানা 3 বছর সাহায্য করেছে ৷ তাঁর ডায়েট এবং কিটের খরচ বহন করেছিল ৷ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সাহায্য করেছিল এই গ্রুপ ৷ তাদের থেকে এত সাহায্য পেয়ে দারিদ্র্যের মধ্যে থাকা মনু এখন নিজের পায়ে দাঁড়িয়েছে ।

আসলে, টাইসন এখন ভারতীয় রেলে চাকরি পেয়েছেন ৷ এর জন্য মিলিটারি ব্রাদারহুড গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন টাইসন ৷ আবার জাতীয় বক্সারের সুদিন ফেরাতে সাহায্য করায় এই গ্রুপের সদস্য সচিন ইটিভি ভারতকে ধন্যবাদ জানিয়েছেন । তিনি জানান, ইটিভি ভারতের খবর দেখেই তিনি মনুর অবস্থা সম্পর্কে জানতে পেরেছেন ৷ তা না হলে আজ হয়তো তিনি মনুর কাছে পৌঁছতে পারতেন না ৷ এত সাহায্য না পেলে মেধাবী হওয়া সত্ত্বেও মনুকে উন্নত জীবন পেতে দীর্ঘ সময় ধরে সংগ্রাম করতে হত । রেলে চাকরি পাওয়ার পর মনু এখন তাঁকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, অন্যান্যদের মতো তিনিও নিজের বেতনের একটি অংশ ফৌজি ভাইচরা গ্রুপের অ্যাকাউন্টে দেবেন ৷ যাতে তাঁর মতো দারিদ্র্যের সঙ্গে লড়াই করা লোকদের আরও সাহায্য করা যায় ।

মনুর বোনও একজন জাতীয় বক্সার ছিলেন ৷ তিনিও আর্থিক সংকটের কারণে খেলা ছেড়ে বিয়ে করতে বাধ্য হয়েছেন ৷ মনুর বাবা রাস্তাঘাটে পপকর্ন বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন । মা একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন । এমতাবস্থায় ইটিভি ভারতের খবর দেখে সকলে এই জাতীয় বক্সারকে সাহায্য করেছে এবং আজ মনু রেলে চাকরি করছেন ৷

আরও পড়ুন :

  1. ইটিভি ভারতের খবরের জের, বিশেষভাবে সক্ষম উচ্চমাধ্যমিকে কৃতীর পাশে পৌরসভার ভাইস চেয়ারম্যান
  2. ইটিভি ভারতের খবরের জের, সরানো হল বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টরকে
  3. ইটিভি ভারতের খবরের জের, কোপাইয়ে মাটি মাফিয়াদের রুখতে অভিযান প্রশাসনের
Last Updated : Feb 6, 2024, 12:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.