ETV Bharat / state

Bengal Safari Park: ইটিভি ভারতের খবরের জের, সরানো হল বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টরকে

author img

By

Published : Dec 9, 2022, 8:58 PM IST

Updated : Dec 10, 2022, 1:18 PM IST

ETV Bharat
impact of ETV Bharat NEWS

ক্যাঙারু মৃত্যু থেকে একাধিক হরিণের মৃত্যু ৷ সঙ্গে বেঙ্গল সাফারি পার্ক (Bengal Safari Park) কর্তৃপক্ষের একাধিক গাফিলতি ও অবহেলার খবর প্রকাশিত হয় ইটিভি ভারতে ৷ এরপরেই সরানো হল এখানকার ডিরেক্টর ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ৷

শিলিগুড়ি, ৯ ডিসেম্বর: ইটিভি ভারতের খবরের জের (ETV Bharat NEWS impact)। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে পরপর হরিণ মৃত্যুর ঘটনায় দায়িত্ব থেকে সরানো হল পার্কের ডিরেক্টরকে (Director of Bengal Safari Park transferred) ৷ বদলি হয়েছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও ।

নির্দেশিকা অনুয়ায়ী, বেঙ্গল সাফারি পার্কের (Bengal Safari Park) ডিরেক্টর দাওয়া সাংগমু শেরপাকে সরিয়ে তাঁর জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে রায়গঞ্জের ডিভিশনাল ফরেস্ট অফিসার কমল সরকারকে । আর রায়গঞ্জের ডিভিশনাল ফরেস্ট অফিসার হিসেবে বদলি করা হয়েছে দাওয়া শেরপাকে । পাশাপাশি, পার্কের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অনুরাধা রাইকে বদলি করা হয়েছে দার্জিলিংয়ের প্ল্যানিং অ্যান্ড ওয়ার্কিং বিভাগের রেকর্ড শাখায় ।

এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "ইতিমধ্যেই পার্কের ডিরেক্টরকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে । নির্দেশিকা জারিও করা হয়েছে ।" যদিও এই বদলিকে রুটিং বদলি হিসেবে জানান হয়েছে বন দফতরের তরফে । প্রসঙ্গত, সম্প্রতি বেঙ্গল সাফারি পার্কে পাচারের আগে উদ্ধার হওয়া দুটি ক্যাঙ্গারুর মধ্যে একটি ক্যাঙ্গারুর মৃত্যু হয় । ইটিভি ভারতে সেই খবর সবার আগে প্রকাশিত হয় । পাশাপাশি ওই ঘটনার পর সাফারি পার্কের একাধিক গাফিলতির খবর তুলে ধরে ইটিভি ভারত । যার মধ্যে পরিকাঠামোগত গাফিলতির ফলে পার্কের প্রাণিদের বাইরে বেরিয়ে যাওয়া ও একের পর এক প্রাণির মৃত্যুর খবর ছিল । গত 2 মাসে প্রায় 27টিরও বেশি হরিণের মৃত্যু হয়েছে এখানে (deer deaths in Bengal Safari Park) ৷

আরও পড়ুন: বেঙ্গল সাফারিতে চরম গাফিলতির জের ! 2 মাসে মৃত 27 হরিণ, পদক্ষেপের আশ্বাস বনমন্ত্রীর

এই খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসে বন দফতর । এরপর শুক্রবার রাতেই বেঙ্গল সাফারির পার্কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সাফারি পার্কের ডিরেক্টর দাওয়া শেরপাকে । যদিও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অনুরাধা রাইয়ের বদলির নির্দেশিকা আগেই জারি করা হয়েছিল । বেশ কয়েকমাস ধরেই বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক গাফিলতি ও অবহেলার অভিযোগ উঠে আসছিল ৷ এই পার্ক পরিচালনায় গাফিলতির পাশাপাশি কর্মী নিয়োগেও একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল । পার্কেরই এক উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে তাঁর দিদির মেয়েকে লোয়ার ডিভিশন ক্লার্কে, বাড়ির কাজের মেয়েকে গার্ডেন অ্যাটেন্ডেন্ট, গাড়ির চালককে অ্যানিমেল অ্যাটেন্ডেন্ট ও একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কোনওরকম সরকারি প্রক্রিয়া ছাড়াই নিজের ক্ষমতার অপব্যবহার করে নিয়োগের অভিযোগ উঠেছিল । এসবের পরই এই সিদ্ধান্ত নিল রাজ্য জু অথরিটি ও বন দফতর ।

Last Updated :Dec 10, 2022, 1:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.