ETV Bharat / bharat

তিন দশক পর জেএনইউ সভাপতি পদে দলিত ছাত্রনেতা, জেনে নিন পরিচয় - jnu student Poll

author img

By PTI

Published : Mar 25, 2024, 10:54 PM IST

JNUSU Vote: লালে লাল জেএনইউ ৷ দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে লালদুর্গ রইল অটুট ৷ 30 বছর পর জেএনইউ ছাত্র সংসদের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন কোনও দলিত ছাত্রনেতা। নাম ধনঞ্জয় ৷ জেনে নিন সেই বাম ছাত্রনেতার পরিচয় ৷

JNUSU Vote
JNUSU Vote

নয়াদিল্লি, 25 মার্চ: ছাত্র সংসদ ভোটে এবিভিপিকে 4-0 ব্যবধানে দুরমুশ করে ফের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ দখল বামেদের ৷ ছাত্র সংসদ ভোটে সভাপতি (প্রেসিডেন্ট) পদে জয়ী হয়েছেন দলিত নেতা ধনঞ্জয়। 1996 সালের পর থেকে এই প্রথম কোনও দলিত নেতাকে বসানো হল ওই পদে ৷ সহসভাপতি (ভাইস প্রেসিডেন্ট) পদে জয়ী হয়েছেন অভিজিৎ ঘোষ ৷ সাধারণ সম্পাদক (জেনারেল সেক্রেটারি) পদে জয়ী হয়েছেন প্রিয়ংশী আর্য ও যুগ্ম সম্পাদক (জয়েন্ট সেক্রেটারি) হয়েছেন মহম্মদ সাজিদ ৷

30 বছর পর জেএনইউ ছাত্র সংসদের প্রেসিডেন্ট পদে নির্বাচিত দলিত সম্প্রদায়ের প্রতিনিধি ধনঞ্জয় ৷ কী তাঁর পরিচয়?

  • ধনঞ্জয় বিহারের গয়ার বাসিন্দা।
  • তিনি জেএনইউ-এর স্কুল অফ আর্টস অ্য়ান্ড অ্যাসথেটিক্স বিষয়ের পিএইচডি পড়ুয়া।
  • 1996-97 সালে এই পদে বসেছিলেন বাত্তি লাল বারিওয়া। তিনিও ছিল বাম ছাত্র নেতা। এরপর এতদিন পদে আবার কোনও দলিত ছাত্র নেতা বসলেন ওই পদে।
  • গয়ার বাসিন্দা ধনঞ্জয় পেয়েছেন 2598 ভোট ৷ প্রতিদ্বন্দ্বী এবিভিপির প্রার্থী উমেশ সি আজমিরা পেয়েছেন 1676 ভোট।
  • এবারের প্রচারে তিনি বিশ্ববিদ্যালয়ের নানা বিষয় সামনে এনেছিলেন। বিশ্ববিদ্যালয়ের তরফে উচ্চশিক্ষায় ফান্ডিং, এজেন্সি লোন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ক্যাম্পাসে জল, স্বাস্থ্য ও পরিকাঠামো সংক্রান্ত নানা সুবিধাকে আরও বৃদ্ধি করার দাবি তিনি তোলেন।

গতকাল জয়ী হওয়ার পর সংবাদসংস্থা পিটিআই'কে দেওয়া এক সাক্ষাৎকারে ধনঞ্জয় বলেন, "এই জয় জেএনইউ-এর ছাত্রদের গণভোট ৷ যে তাঁরা ঘৃণা ও সহিংসতার রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। ছাত্ররা আবারও আমাদের উপর তাদের আস্থা দেখিয়েছে। আমরা তাঁদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব। ছাত্রদের যে যে বিষয়ে সমস্যা রয়েছে তা নিয়ে কাজ করব ৷"

1969 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বামদুর্গ হিসেবেই পরিচিত দিল্লির ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়। জেএনইউ-তে SFI অর্থাৎ CPI (M)-এর ছাত্র সংগঠনের প্রভাব বরাবরই বেশি। 22 বার প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেম এসএফআই প্রার্থীরা। পাশাপাশি 11 বার প্রেসিডেন্ট হয়েছেন AISA প্রার্থীরা।

আরও পড়ুন:

  1. জেএনইউতে ফের বাম রাজত্ব, ছাত্র সংসদে সহসভাপতি বাংলার অভিজিৎ
  2. জেঠু গণি খানকে আঁকড়েই প্রচার শুরু ইশার, ভাবছেন না বাম জোট নিয়ে
  3. সেলিব্রিটি নয়, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিদেরই জয় হবে: বাম প্রার্থী জাহানারা খান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.