ETV Bharat / bharat

কংগ্রেসকে নয়া আইটি নোটিশ, ট্যাক্সের পরিমাণ বেড়ে 3567 কোটি - Cong gets fresh IT notice

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 5:14 PM IST

Updated : Mar 31, 2024, 5:26 PM IST

Etv Bharat
Etv Bharat

Cong gets fresh IT notice: ভোটের মুখে আরও চাপে পড়ল কংগ্রেস। নতুন করে আয়করের নোটিশ পেলেন সোনিয়া-রাহুলরা। এবার 3567 কোটি টাকা চেয়েছে আয়কর বিভাগ।

নয়াদিল্লি, 31 মার্চ: ভোটের আগে ফের সমস্যায় কংগ্রেস ৷ দলীয় সূত্রে জানানো হয়েছে, ফের আয়কর বিভাগ থেকে নতুন নোটিশ এসেছে ৷ 2014-15 এবং 2016-17 অর্থবর্ষের জন্য 1745 কোটি টাকা কর পরিশোধ করতে বলে আগেই নোটিশ দিয়েছিল আয়কর বিভাগ ৷ আর এই সাম্প্রতিক নোটিশের মাধ্যমে, আয়কর বিভাগ কংগ্রেসের কাছ থেকে মোট 3567 কোটি টাকা দাবি করেছে।

সূত্রের মতে, নতুন নোটিশ অনুযায়ী 2014-15 সালের জন্য চাওয়া হয়েছে 663 কোটি টাকা। 2015-16 অর্থবর্ষ বাবদ 664 কোটি টাকা চেয়েছে আয়কর বিভাগ। তাছাড়া 2016-17 অর্থবর্ষের জন্য প্রায় 417 কোটি টাকা দাবি করা হয়েছে। রাজনৈতিক দলগুলি আগে কর বাবদ ছাড় পেত। সেই ব্যবস্থার অবসান করেছে বিভাগ ৷ এরপরই নোটিশ যায় কংগ্রেসের কাছে।

জানা গিয়েছে, আয়কর বিভাগের অভিযানের সময় তদন্তকারী সংস্থাগুলি কংগ্রেসের কিছু নেতার কাছ থেকে বাজেয়াপ্ত ডায়েরিতে "তৃতীয় পক্ষের এন্ট্রি" গুলির জন্যই এই পরিমাণ কর চেয়েছে ৷ আর এরপরই শুক্রবার দেশের প্রধান বিরোধী দল জানিয়েছে, আইটি বিভাগ থেকে নোটিশ দেওয়া হয়েছে ৷ আয়কর বিভাগ পূর্ববর্তী বছরগুলির কর বাবদ ইতিমধ্যেই দলের অ্যাকাউন্ট থেকে 135 কোটি টাকা তুলে নিয়েছে।

এই পরিমাণ টাকা নেওয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতে আবেদন করেছে কংগ্রেস ৷ সোমবার সুপ্রিম কোর্টে মামলাটি শুনানি হতে পারে। এই বিষয়ে আয়কর আপিল ট্রাইব্যুনালের হাইকোর্ট থেকে অবশ্য কোনও সুরাহা পায়নি কংগ্রেস ৷ এরপরই তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে ৷ দলের নেতাদের দাবি, লোকসভা নির্বাচনের সময় "কর সন্ত্রাস" করছে বিজেপি। প্রধান বিরোধী দলকে আর্থিকভাবে পঙ্গু করা হচ্ছে।

( সংবাদ সূত্র-পিটিআই)

আরও পড়ুন:

  1. নির্লজ্জভাবে কংগ্রেস কাচাথিভু দ্বীপ শ্রীলঙ্কার হাতে তুলে দিয়েছে, বিস্ফোরক প্রধানমন্ত্রী মোদি
  2. কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে রামলীলায় 'গণতন্ত্র বাঁচাও' সমাবেশ, থাকবেন কল্পনা-সুনীতা
Last Updated :Mar 31, 2024, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.