ETV Bharat / bharat

বাজেট পেশের আগেই বড় ধাক্কা, বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 10:58 AM IST

Updated : Feb 1, 2024, 11:34 AM IST

Commercial LPG Cylinder Price Hiked: আর কিছুক্ষণের মধ্যে অন্তর্বর্তী বাজেট পেশ হবে সংসদে ৷ এর আগে বড় ঘোষণা তেল বিপণন সংস্থাগুলির ৷ আজ থেকে বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৷ কোথায় কত দাম জেনে নিন ৷

Commercial LPG Cylinder
বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: আজ অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ তার আগে বড় ধাক্কা হোটেল-রেস্তরাঁর ব্যবসায়ীদের ৷ কারণ বৃহস্পতিবার বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম ৷ প্রত্যেক মাসের প্রথমদিন গ্যাসের দাম নির্ধারণ হয় ৷ সেই অনুযায়ী 1 ফেব্রুয়ারি তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর ঘোষণা করেছে ।

জানা গিয়েছে, এই মাসে 19 কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 14 টাকা বাড়ানো হয়েছে । নতুন দাম কার্যকর হবে আজ থেকেই । বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় বেড়ে হল 1 হাজার 769.50 টাকা ৷ দিল্লিতে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম হল 1 হাজার 769.50 টাকা, মুম্বইতে 1 হাজার 887.00 টাকা ও চেন্নাইতে 1 হাজার 937.00 টাকা ।

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারেরর দাম বাড়লেও কিছুটা স্বস্তি মিলেছে গৃহস্থ্যের ৷ কারণ বাড়ির রান্নার এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে । রাষ্ট্রীয় মালিকানাধীন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড আগের মাসের গড় আন্তর্জাতিক মূল্যের ভিত্তিতে প্রতি মাসের 1 তারিখে এলপিজি এবং এটিএফের দাম সংশোধন করে । এইবার এই ঘোষণা এল অন্তর্বর্তী বাজেটের দিন ৷

লোকসভা নির্বাচনের আগে বিজেপির নেতৃত্বে এনডিএ সরকারের এটাই শেষ অন্তর্বর্তী বাজেট ৷ আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় বাজেট পেশ করবেন ৷ সকাল 11টায় এই বাজেট পেশ করা হবে । অন্তর্বর্তী বাজেট 2024 উপস্থাপনের আগে অর্থমন্ত্রকে পৌঁছেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । অর্থ প্রতিমন্ত্রী ভাগবত কারাদ এবং পঙ্কজ চৌধুরীও তাঁর সঙ্গে রয়েছেন ।

আর পড়ুন:

  1. সরাসরি: নির্বাচনের আগে শেষ অন্তর্বর্তী বাজেট, মন্ত্রকে পৌঁছলেন অর্থমন্ত্রী
  2. উৎসবের আগে ফের বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম, কলকাতায় কত ?
  3. 5 শতাংশ বাড়ল বিমানের জ্বালানির দাম, 209 টাকা বৃদ্ধি বাণিজ্যিক সিলিন্ডারের দামে
Last Updated :Feb 1, 2024, 11:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.