নয়াদিল্লি, 10 মার্চ: গভীর বোরওয়েলের মধ্যে পড়ে গেল শিশু ৷ রবিবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির জল বোর্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, উদ্ধারকার্য শুরু হয়েছে ৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ এবং দিল্লি ফায়ার সার্ভিসেস বা ডিএফএস উদ্ধারকার্যে নেমেছে ৷ পরিস্থিতি নিজের চোখে খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন দিল্লির মন্ত্রী অতিশি ৷
ভোররাতে খবর পাওয়া যায়, পশ্চিম দিল্লির কেশোপুর মাণ্ডি এলাকায় বোরওয়েলে একজন ব্যক্তি পড়ে গিয়েছে ৷ ডিএসএফ প্রধান অতুল গর্গ বলেন, "দমকলের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছয় ৷ পরে আমাদের আধিকারিকরা জানান, একটি শিশু 40 ফুট গভীর বোরওয়েলে পড়ে গিয়েছে ৷" প্রধান আরও জানান, এনডিআরএফ ঘটনাস্থলেই রয়েছে ৷ উদ্ধারকার্য চলছে ৷ ওই বোরওয়েলের সমান্তরালে আরও একটি বোরওয়েল খননের কাজ চলছে ৷
পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন, "রাতে বিকাশপুরী থানায় একটি পিসিআর কল আসে ৷ তাতে জানানো হয়, দিল্লির কেশোপুরে জল বোর্ড অফিসের বোরওয়েলে এক ব্যক্তি পড়ে গিয়েছে ৷ স্থানীয় পুলিশ সমেত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে ৷ এনডিআরএফ দলও পৌঁছেছে ৷ বোরওয়েলে পড়ে যাওয়া ব্যক্তিকে নিরাপদে তুলে আনার চেষ্টা হচ্ছে ৷"
এর আগে গত ডিসেম্বরে এমনই একটি ঘটনা ঘটেছিল ভুবনেশ্বরের ওড়িশায় ৷ 20 ফুট গভীর একটি পরিত্যক্ত পাইপের মধ্য়ে পড়ে যায় একটি সদ্যোজাত ৷ রাতে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালিয়ে ওই সদ্যোজাতকে নিরাপদে উদ্ধার করা হয় ৷ তবে সদ্যোজাতের প্রাণ বাঁচিয়েছিল প্লাস্টিকের বোতল আর 100 ওয়াটের আলোর বাল্ব ৷ সদ্যোজাত শিশুটি একটি বোরওয়েলের মধ্যে পড়ে গিয়েছিল ৷ শীতের কনকনে ঠান্ডার রাতে তার বেঁচে থাকা প্রায় অসম্ভব ছিল ৷ কিন্তু কুয়োয় ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলগুলি তাকে ধাক্কা লাগা থেকে বাঁচিয়েছে ৷ আর ওই 100 ওয়াটের আলো কুয়োর দেওয়ালের ঠান্ডা থেকে তাকে রক্ষা করেছে ৷
আরও পড়ুন: