ETV Bharat / bharat

ভোটে বেহিসেবি অর্থের সন্ধান! 'নিশ্চয়ই ভালো কোনও পদ্ধতি পাওয়া যাবে', মন্তব্য রাজীব কুমারের

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 17, 2024, 1:31 PM IST

Lok Sabha Elections 2024: নির্বাচনে রাজনৈতিক দলগুলি কত টাকা খরচ করছে ? সেই টাকার উৎস কী ? এই স্বচ্ছতা নিয়ে বারবার প্রশ্ন উঠছে ৷ বিশেষত ভোটে যে টাকার কোনও হিসেব নেই, তা কোথা থেকে পাচ্ছে রাজনৈতিক দলগুলি ? সে হিসেবের খোঁজ পাবে নির্বাচন কমিশন ?

ETV Bharat
লোকসভা নির্বাচন 2024

নয়াদিল্লি, 17 মার্চ: লোকসভা ভোটের আগে সম্প্রতি বাতিল হয়েছে ইলেকটোরাল বন্ড ৷ সুপ্রিম কোর্ট এই বন্ডকে 'অসাংবিধানিক' বলেছে ৷ এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলিকে দেওয়া অনুদান, বিশেষত বিজেপির পাওয়া অনুদানের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি ৷ শনিবার নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পরে এই প্রশ্নের মুখোমুখি হলেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার ৷

রাজনৈতিক দলগুলি নির্বাচনে কত টাকা অনুদান পাচ্ছে, কত টাকা খরচ করছে ? এই সব হিসেবনিকেশ নির্বাচন কমিশনকে দেওয়া বাধ্যতামূলক, জানালেন রাজীব ৷ ভোটে খরচের সব হিসেবই কি পায় কমিশন ৷ অনেক টাকাই তো হিসেবের বাইরে থাকে ৷ কখনও তা নগদ অনুদান হিসেবেও পায় দলগুলি ৷ সেই হিসেব জানতে কমিশন কী করতে পারে ?

রাজীব কুমার বলেন, "গণতন্ত্রে কোনও কিছু লুকিয়ে রাখার কোনও জায়গা নেই ৷ সব তথ্য প্রকাশ্যে আনা উচিত ৷ পদ্ধতি স্বচ্ছ থাকা উচিত ৷ আমরা তা করেছি ৷ এটাই গণতান্ত্রিক নির্বাচনের প্রথম ধাপ ৷" অন্যদিকে ইলেকটোরাল বন্ডে অনুদানকারীর নাম-পরিচয় গোপন রাখা হয়েছিল ৷ যা নাগরিকের তথ্য জানার অধিকারের পরিপন্থী বলে উল্লেখ করে শীর্ষ আদালত ৷

এদিকে হিসেবে না-থাকা অর্থ নিয়ে নির্বাচন কমিশন কী পদক্ষেপ করছে ? এই প্রসঙ্গে মুখ্য নির্বাচনী কমিশনার বলেন, "ভোটে এমন টাকাও খরচ হচ্ছে, যার কোনও হিসেবনিকেশ নেই ৷ নির্বাচন চলাকালীন আমরা তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব ৷ কিন্তু রাজনৈতিক দলগুলি হিসেবের বাইরে যে অনুদান পাচ্ছে, তা নিয়ন্ত্রণ করব কী করে ? এর জন্য সারা দেশকে একসঙ্গে কাজ করতে হবে ৷ যিনি অনুদান দিচ্ছেন, তাঁর গোপনীয়তা বজায় রাখা ৷ যাতে তাঁকে কোনও ভাবে হেনস্থা না হতে হয় ৷ এই বিষয়টিকে কীভাবে আরও বেশি স্বচ্ছ করে তোলা যায় ৷ ডিজিটাল যুগে এগুলি লুকিয়ে রাখার জায়গা নেই ৷ রাজনৈতিক অনুদান যতটা সম্ভব কমানো যায় ৷ এই সবকিছু নিয়ে ভাবতে হবে ৷ আর আমি আশা করি, আরও ভালো কোনও পদ্ধতি পাওয়া যাবে ৷"

রাজীব কুমার আরও বলেন, "যাঁরা রাজনৈতিক দলগুলিকে অনুদান দিচ্ছেন, একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় তাঁদের পরিচয়ের গোপনীয়তার বিষয়টিও খতিয়ে দেখতে হবে ৷ এখন দেশে এই প্রশ্নটাও উঠছে ৷" তবে রাজনৈতিক দলগুলি যে অর্থ পাচ্ছে তা নির্বাচন কমিশনকে জানাতে হবে ৷ কমিশনার বলেন, "রাজনৈতিক দলগুলি যে অনুদান পাচ্ছে, তা আমাদের জানাতে হবে, এটা বাধ্যতামূলক ৷ বছরে তারা কত টাকা পেয়েছে এবং কত টাকা খরচ করেছে ৷ একটি নির্দিষ্ট নির্বাচনের পরে তাদের জানাতে হবে তারা কত টাকা খরচ করেছে ৷ আমরা সেটা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করছি, যাতে সবাই তা জানতে পারে ৷ আর এখন সেটা ডিজিটাল হয়ে গিয়েছে ৷"

আরও পড়ুন:

  1. দেশজুড়ে 7 দফায় লোকসভা নির্বাচন, গণনা 4 জুন; ঘোষণা কমিশনের
  2. আধার কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে, স্পষ্ট করলেন রাজীব কুমার
  3. আপনার লোকসভা কেন্দ্রের প্রার্থী অপরাধের সঙ্গে জড়িত নয়তো ? জানুন এই অ্যাপে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.