ETV Bharat / bharat

এসএএফ জওয়ানদের বাস ও গাড়ির সংঘর্ষ, মৃত অন্তত 3 - Road Accident

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 2:24 PM IST

Updated : Apr 6, 2024, 2:43 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Madhya Pradesh Road Accident: শুক্রবার মধ্যরাতে এসএএফ জওয়ানদের নিয়ে যাওয়া বাস ও গাড়ির সংঘর্ষ ৷ মধ্যপ্রদেশের সেওনি জেলার ঘটনায় গাড়িতে সওয়ার সকলের মৃত্যু হয়েছে ৷

সেওনি (মধ্যপ্রদেশ), 6 এপ্রিল: স্পেশাল আর্মড ফোর্সের জওয়ানদের বাস ও একটি গাড়ির সংঘর্ষের জেরে ভয়াবহ দুর্ঘটনা মধ্যপ্রদেশের সেওনি জেলায় ৷ শুক্রবার রাত একটা নাগাদ ঘটনাটি ঘটে ৷ যার জেরে গাড়ির চালক-সহ সওয়ার তিন জনের মৃত্যু হয়েছে ৷ এই দুর্ঘটনায় এসএএফ জওয়ানদের বাসটি উলটে যায় ৷ ফলে 26 জন জওয়ান এবং গাড়িতে সওয়ার 2 জন আহত হয়েছেন ৷ একজন জওয়ান গুরুতরভাবে জখম হয়েছেন ৷ তাঁকে নাগপুরে স্থানান্তরিত করা হয়েছে ৷

সংবাদসংস্থা পিটিআইকে পুলিশ জানিয়েছে, জেলা হেডকোয়ার্টার থেকে 50 কিলোমিটার দূরে ধানগাধা গ্রামের কাছে সেওনি-মন্ডলা রাজ্য সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ মধ্যপ্রদেশ পুলিশের স্পেশাল আর্মড ফোর্সের 35 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের মন্ডলা থেকে ছিন্দওয়াড়া জেলার পানধুরায় নিয়ে যাচ্ছিল বাসটি ৷ সেই সময় একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় এসএএফ জওয়ানদের বাসটি ৷ দুর্ঘটনার সময় গাড়িটিতে চালক-সহ 5 জন সওয়ার ছিলেন ৷

গাড়িতে সওয়ার পাঁচ জনের মধ্যে 3 জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে ৷ মৃতেরা হলেন, কানাইয়া জসওয়ানি (75), নিখিলেশ জসওয়ানি এবং গাড়ির চালক পুরুষত্তম মাহোবিয়া (37) ৷ তাঁরা সকলেই মন্ডলার বাসিন্দা ছিলেন ৷ গাড়িতে সওয়ার বাকি 2 জন আহত অবস্থায় কেওলারি সরকারি হাসপাতালে ভরতি রয়েছেন ৷ তাঁরা সকলে নাগপুর থেকে একটি হাসপাতাল থেকে ফিরছিলেন শুক্রবার রাতে ৷ সেই সময় এসএএফ জওয়ানদের বাসের সঙ্গে সংঘর্ষ হয় তাঁদের গাড়ির ৷

এই ঘটনায় জওয়ানদের বাসটি উলটে যায় ৷ ফলে 26 জন জওয়ান আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশের তরফে জানান হয়েছে ৷ তাঁকে পাশের মহারাষ্ট্রের নাগপুরে স্থানান্তর করা হয়েছে ৷ বাকিরা কেওলারি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ তবে, কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল ? তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ প্রয়োজনে এসএএফ জওয়ানদের নিয়ে যাওয়া বাসের চালককে জিজ্ঞাসাবাদ করা হবে ৷

আরও পড়ুন:

  1. স্কুল বাস উলটে প্রাণ গেল 6 পড়ুয়ার, আহত কমপক্ষে 25
  2. জম্মু-শ্রীনগর হাইওয়েতে গাড়ি খাদে পড়ে 10 জনের মৃত্যু, চলছে উদ্ধারকাজ
  3. বিয়ে বাড়ি ফেরত বাস ও লরির সংঘর্ষে ঝাড়খণ্ডে মৃত 3 শিশু, আহত 25
Last Updated :Apr 6, 2024, 2:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.