ETV Bharat / bharat

বাংলাদেশের মতোই রক্ষা করা হবে মায়ানমার সীমান্ত, জানালেন অমিত শাহ

author img

By PTI

Published : Jan 20, 2024, 5:53 PM IST

Amit Shah
Amit Shah

Amit Shah: শনিবার অসমে 5টি নবগঠিত পুলিশ কমান্ডো ব্যাটালিয়নের প্রথম ব্যাচের পাসিং আউট কুচকাওয়াজে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ ওই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি জানান, বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভারত যেভাবে রক্ষা করে, সেভাবেই এবার থেকে মায়ানমারের সঙ্গে সীমান্তও রক্ষা করা হবে ৷

গুয়াহাটি, 20 জানুয়ারি: বাংলাদেশের সঙ্গে সীমান্ত যেভাবে রক্ষা করা হয়, সেভাবেই এবার থেকে মায়ানমার সীমান্ত রক্ষা করা হবে বলে শনিবার জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকার মায়ানমার সীমান্তে মানুষের অবাধ চলাচল বন্ধ করবে ৷

অসমে পাঁচটি নবগঠিত পুলিশ কমান্ডো ব্যাটালিয়নের প্রথম ব্যাচের পাসিং আউট কুচকাওয়াজে এ দিন ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেখানে তিনি বলেন, ‘‘কেন্দ্র মায়ানমারের সঙ্গে অবাধ যাতায়াতের সুবিধার বিষয়টি পুনর্বিবেচনা করছে ৷ বাংলাদেশ সীমান্তের মতো ভারত-মায়ানমার সীমান্ত রক্ষা করা হবে ৷ ... ভারত সরকার মায়ানমারের সঙ্গে অবাধ চলাচল বন্ধ করবে ।"

উল্লেখ্য, মণিপুরে হিংসার ঘটনার সময় বারবারই মায়ানমার প্রসঙ্গ উঠে এসেছে ৷ সেখানকার দুষ্কৃতীরা এখানে এসে হিংসায় মদত দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে একাধিকবার ৷ মায়ানমার ও ভারতের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত অবাধ চলাচলের অনুমতি দেওয়া হয় ৷ সেই সুযোগেই দুষ্কৃতীরা এপারে এসে গোলমাল পাকাচ্ছে বলে অভিযোগ উঠছিল ৷ সেই প্রেক্ষিতে এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ ৷

অন্যদিকে এ দিন অমিত শাহ আরও জানান, গত 10 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের আইনশৃঙ্খলার ব্যাপক পরিবর্তন হয়েছে । দুর্নীতি ইস্যিতে কংগ্রেসকে আক্রমণ করেন ৷ তিনি অভিযোগ করেন যে কংগ্রেস জমানায় সরকারি চাকরি পাওয়ার জন্য লোকেদের ঘুষ দিতে হয়েছিল ৷ কিন্তু বিজেপির শাসনে চাকরির জন্য কউকে একটি পয়সাও দিতে হয় না ।

এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণে রামমন্দির প্রসঙ্গও এসেছে ৷ আর দু’দিন পর, আগামী সোমবার অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরে রামলালার অভিষেক হবে ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই নিয়ে এ দিন অমিত শাহ জানান, অসম্মানজনকভাবে সাড়ে 500 বছর অপেক্ষা করার পর ভগবান তাঁর বাড়িতে ফিরছেন ৷ এটা ভারতের জন্য খুব গৌরবের বিষয় ৷ আর এমন একটা মুহূর্তে এই ঘটনা ঘটছে যখন ভারত মহাশক্তিধর হয়ে উঠছে ৷

আরও পড়ুন:

  1. 2025-এ ভারত 5 ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি হবে, দাবি অমিত শাহের
  2. 'এক পতাকা, এক প্রধানমন্ত্রী, এক সংবিধান' কোনও রাজনৈতিক স্লোগান নয়; লোকসভায় সপাট জবাব শাহের
  3. অশান্ত মণিপুর! প্রায় 8 হাজার বাসিন্দার ভিড় মিজোরামে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.