ETV Bharat / bharat

মোদিরাজ্যে পাকিস্তান থেকে আসা 18 হিন্দু শরণার্থীকে নাগরকিত্ব দেওয়া হল

author img

By PTI

Published : Mar 17, 2024, 10:28 AM IST

Updated : Mar 17, 2024, 11:04 AM IST

ETV Bharat
হিন্দু শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব প্রদান

Hindu refugees from Pakistan granted Indian citizenship: দেশজুড়ে সিএএ কার্যকর হয়েছে 11 মার্চ ৷ এবার এই আইন অনুযায়ী পাকিস্তান থেকে ভারতে আসা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের খবর সামনে এল ৷ ঘটনাটি ঘটেছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে ৷

আহমেদাবাদ, 17 মার্চ: সিএএ আইন লাগু হওয়ার পর হিন্দু শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দিল ভারত সরকার ৷ 18 জন হিন্দু শরণার্থী পাকিস্তান থেকে ভারতে এসে গুজরাতের আমেদাবাদে বাস করছিল ৷ শনিবার ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসের তরফে ভারতীয় নাগরিকত্ব প্রদানের জন্য একটি ক্যাম্পের আয়োজন করা হয় ৷

সেই ক্যাম্পে গুজরাতের মন্ত্রী হর্ষ সাংঘভি ওই 18জন পাকিস্তান থেকে আসা হিন্দুকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করেন ৷ তাঁদের নতুন ভারত গড়ার কাজে একসঙ্গে কাজ করার আর্জি জানান সাংঘভি ৷ তিনি বলেন, "এটা আশা করা যায়, আপনারা সবাই নিশ্চয়ই দেশের উন্নয়নে সামিল হবেন ৷"

গত 11 মার্চ দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর হয়েছে ৷ এই আইন অনুযায়ী ভারত সরকারই একমাত্র নাগরিকত্ব প্রদান করতে পারে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সম্প্রতি জানিয়েছেন, নাগরকিত্ব প্রদানের বিষয়টি একেবারেই কেন্দ্রীয় সরকারের, রাজ্যের নয় ৷

এদিকে 2016 এবং 2018 সালে জারি করা গেজেট নোটিফিকেশন অনুযায়ী, গুজরাতের আমেদাবাদ, গান্ধিনগর এবং কুচে ডিস্ট্রিক্ট কালেক্টরদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করতে পারেন ৷ পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘু সম্প্রদায়কে তাঁরা নাগরিকত্ব দিতে পারেন ৷ এখনও পর্যন্ত পাকিস্তান থেকে গুজরাতের আমেদাবাদে বসবাসকারী 1 হাজার 167 জন হিন্দু শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হল বলে জানা গিয়েছে ৷

সিএএ-তে কী বলা হয়েছে ? তিনটি প্রতিবেশী রাষ্ট্র- পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে সময়ে সময়ে বহু অ-মুসলিম শরণার্থী হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টানরা ভারতে এসেছে ৷ 2014 সালের 31 ডিসেম্বর তারিখের আগে যাঁরা এই তিন প্রতিবেশী দেশ থেকে ভারতে এসেছেন, তাঁদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করাই 2019 সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের উদ্দেশ্য, জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

লোকসভা ভোটের মুখে এই আইন কার্যকর করার পর দেশজুড়ে বিতর্ক তৈরি হয় ৷ কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বারবার আশ্বস্ত করেন, ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আশ্রয় নেওয়া সব শরণার্থীই নাগরিকত্ব পাবেন ৷ কারও নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার কোনও ব্যাপার নেই ৷

আরও পড়ুন:

  1. 'সংবিধানে রয়েছে, নাগরিকত্ব আইন কেন্দ্রের বিষয়, রাজ্যের নয়', সাফ বার্তা শাহের
  2. সিএএ কার্যকরে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুসলিম লিগ, শুনানি মঙ্গলে
  3. সিএএ মুসলিম বিরোধী নয়, ব্যাখ্যা দিল অমিত শাহের মন্ত্রক
Last Updated :Mar 17, 2024, 11:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.