ETV Bharat / bharat

বুধে কেরিয়ারে ও কর্মক্ষেত্রে ভাগ্যের চাকা দৌড়বে কাঁদের, জানুন রাশিফলে - ETV Bharat Horoscope in Bangla

Daily Horoscope: আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে রয়েছে বিবাহের যোগ রয়েছে ৷ আর কী কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 6:01 AM IST

Daily Horoscope
রাশিফল

মেষ: অন্য লোকজনের জীবনকে প্রভাবিত করার ক্ষমতা আপনার আছে। আপনি যেহেতু খুবই সহানুভূতিশীল ও যত্নবান, লোকজন আপনাকে সহকর্মী বা ঊর্ধতন হিসাবে শ্রদ্ধা করেন। এই অতিরিক্ত উদ্যমের সদ্ব্যবহার করে স্পর্শকাতর সমস্যার সমধান করুন। বড় কোনও প্রকল্পের কাজ শুরু করার জন্য আজ শুভদিন । আজ হয়ত আপনার কোনও হাসিখুশি মেজাজের মানুষের সঙ্গে আলাপ হবে। আপনি ভালো মেজাজে আছেন ৷ আপনি হয়ত কোনও গোষ্ঠী বা ক্লাবের সঙ্গে সামাজিকতা করতে চাইবেন।

বৃষ: আজ সম্ভবত আপনি কাজ থেকে ছুটি নেবেন ৷ নিজেকে সাংসারিক কাজে ডুবিয়ে রাখবেন । পরিবারের লোকেদের সঙ্গে অনেকটা সময় শান্তিতে কাটবে ৷ আপনার মাথায় বাড়ির অন্দরসজ্জার পরিবর্তমের চিন্তা ঘুরবে । আপনি যদি ধীরস্থির থাকেন ৷ একমাত্র আপনি আপনার কাজগুলি সম্পন্ন করতে পারবেন।

মিথুন: আজ মানসিক ও বস্তুগত নিরাপত্তা আপনার কাছে সমান গুরুত্ব পাবে। পড়াশোনার ক্ষেত্রে আপনি যে সমস্যা নিয়েই ভাববেন তাই সমাধান করতে পারবেন। আপনার প্রিয়তমের সঙ্গে সবসময় যোগাযোগ বজায় রাখাই একমাত্র যাদুমন্ত্র। আজ আপনি আপনার ভবিষ্যতের আর্থিক পরিস্থিতি নিয়ে বেশি চিন্তা করবেন। আর্থিক বিষয়টিকে আপনি গুরুত্ব দিলেও, সেই পরিস্থিতির উন্নতি করার কোনও সঠিক রাস্তা খুঁজে পাবেন না।

কর্কট: আজ আপনি খুব কঠিন চ্যালেঞ্জও সহজেই সামলাবেন। সতর্ক থাকুন, কেননা এতে আপনার আত্মবিশ্বাসে নাড়া পড়তে পারে ও তা কমে যেতে পারে। আপনার দুর্বলতাগুলি ঝেড়ে ফেলার চেষ্টা করুন ৷ দেখবেন আপনি উদ্যম ও ইতিবাচকতা ফিরে পাচ্ছেন। ব্যক্তিগত জীবন নিয়ে হতাশায় ভোগার কোনও কারণ নেই। আপনার প্রিয়তমের থেকে আপনি রাজকীয় সমাদর পাবেন। সম্পর্ককে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আপনার রসবোধের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

সিংহ: আপনাকে কাজের ক্ষেত্রে বেশি মনোযোগী হতে বলা হচ্ছে। যত ভালো কাজ করা সম্ভব তা করার জন্য আপনি সর্বাধিক প্রয়াস করবেন। যদিও ফল হয়ত আশানুরূপ হবে না। আজ আপনাকে অত্যধিক খরচ বা আর্থিক ক্ষতি সম্পর্কে সতর্ক থাকতে হবে। ছোটখাটো বিবাদ মতানৈক্য তৈরি করতে পারে ৷ প্রেম জীবনের সঙ্গতি নষ্ট করতে পারে। ফলে নিজের ও প্রিয়তমের মধ্যে অকারণে দূরত্ব তৈরি না করার চেষ্টা করুন।

কন্যা: আপনি সুবিবেচক ৷ আশা করা যায় আজ আপনার উপর অতিরিক্ত সাংসারিক দায়িত্ব এসে পড়বে ৷ তাতে আপনি অসন্তুষ্ট হবেন না। এমনিও কর্মক্ষেত্রের কাজের অবস্থা বেশ পরিতোষজনক ৷ বাড়িতে একটু বেশি কাজ করতে হলে কোনও সমস্যা হবে না। আপনার সহকর্মী ও এমনকি ভালোবাসার মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক আপনার আনন্দকে আরও বাড়িয়ে তুলবে। আপনার চিন্তা ও কাজকে সঠিক পথে চালিত করতে শুভ দিনটির সম্পূর্ণ সদ্ব্যবহার করুন।

তুলা: আপনি সকল কর্তব্যের থেকে বেশি গুরুত্ব দেবেন ৷ পরিবারের লোকজনদের সঙ্গে সময় কাটাবেন। আজ কোনও নিকট আত্মীয়ের স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে । দম্পতিরা প্রেম জীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনাকে আনন্দময় একটি মাধ্যম খুঁজে বার করতে হবে। কোনও ভালোবাসার মানুষের সঙ্গে মধুর কথোপকথন সম্পর্কটিকে পুনরুজ্জীবিত করে তুলবে। সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে আত্মত্যাগ ও অঙ্গীকার মুখ্য ভূমিকা পালন করবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুবই ভালো যাবে।

বৃশ্চিক: আজ আবেগের মেঘ আপনাকে ঘিরে থাকবে ৷ আত্মচিন্তা ও আত্মবিশ্লেষণ করেই আজ সারা দিন কাটাবেন। পেশাগত ক্ষেত্রে আপনি নিজের অবস্থানের উন্নতি করতে চাইবেন। আপনার দূরদর্শিতা ও লোকজনের মানসিকতা বোঝার ক্ষমতা আপনার মধ্যের নেতৃত্বের দিকটি তুলে ধরে। আজ পেশাগত ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখার ফলে আপনি অবশ্য-প্রয়োজনীয় মানসিক শান্তি পাবেন ৷ তার প্রভাব পড়বে আপনার উৎপাদনশীলতায়। আপনার চিন্তাভাবনাগুলি আজ কর্মকর্তা ও সহকর্মীদের প্রশংসা পাবে।

ধনু: আজ আপনি যে কাজেই হাত দেবেন তাতেই জয়ী হওয়ার জন্য প্রস্তুত থাকুন। আজ আপনার অধস্তনদের আপনার সমর্থন ও প্রেরণার প্রয়োজন হবে। আপনার স্বাস্থ্যকে সবথেকে বেশি প্রাধান্য পাবে। বিশেষত, যাদের দুরারোগ্য ব্যাধি আছে তাদের বেশি সতর্ক থাকতে হবে। মানসিক ও শারীরিক কোনওটি বেশি খাটাবেন না ৷ তাহলে অসুস্থ হয়ে পড়বেন। আজ আপনি আর্থিক ক্ষেত্রে কোনও ভালো খবরের অপেক্ষায় থাকবেন।

মকর: আজ দিনটা খুব কঠিন ৷ সমস্যা ও জটিল পরিস্থিতির গোলকধাঁধার মতো ৷ কিন্তু আপনি খুব দ্রুত তার থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবেন। কর্মক্ষেত্রে আপনি নেতার ভূমিকা পালন করতে ভালোবাসেন ৷ কিন্তু তার ফলে আপনি আপনার অধীনস্থ কর্মচারীদের কাজের জন্য দায়ী করেন ৷ কাজ ভালো হোক কি খারাপ অনর্থক কাজে সময় ও শক্তি নষ্ট না-করে ফলদায়ক কার্যকলাপের দিকেই মনোনিবেশ করে থাকুন। এর ফলে আপনার মনে সন্তুষ্টির ভাব আসবে ও ঊর্ধতনদের প্রশংসাও পাবেন।

কুম্ভ: আজ আপনার যুক্তি ও আবেগের মধ্যে ভারসাম্য দেখতে পাওয়ার সৌভাগ্য হবে। আপনি ব্যবসা থেকে আনন্দ কীভাবে পাওয়া যায় তা বুঝতে পারবেন। আর্থিক দিক থেকে আপনি সন্তুষ্ট হবেন ৷ কিন্তু আজ কোনও তুচ্ছ বিষয় আপনাকে বিব্রত করবে। কোনও বিশেষ কাজের কারণে ভুল বোঝাবুঝির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে । আপনি যদি কোনও সংস্থাতে পরিষেবা দেওয়া শুরু করতে চান, তাহলে আজ দিনটি ভালো। আপনার পরিষেবার জন্য আপনি ভালো পারিশ্রমিক পাবেন। আজ আপনার উৎপাদনক্ষমতা বেড়ে যাবে ৷ এর সম্পূর্ণ কৃতিত্ব আপনার দ্রুত কাজ করার ক্ষমতার।

মীন: আজ আপনি যে কাজই করবেন সেখান থেকেই ভালো উপার্জন হওয়ার সম্ভাবনা প্রবল। শেয়ার বাজারে লেনদেন করার জন্যও আজ ভালো দিন ৷ শুধু মনে রাখবেন এই স্টক মার্কেট খুবই ভয়ের জায়গা। আপনি অন্য ব্যক্তিদের উপদেশ দেওয়ার মেজাজে থাকবেন ৷ কিন্তু তা করে ওঠার মতো আত্মবিশ্বাস আপনার থাকবে না। আপনার প্রযুক্তিগত জ্ঞানের সঙ্গে আপনার সৃজনশীল প্রবৃত্তি মিশিয়ে কাজ করলে আপনি আরও বড় কিছু অর্জন করতে পারেন ।

মেষ: অন্য লোকজনের জীবনকে প্রভাবিত করার ক্ষমতা আপনার আছে। আপনি যেহেতু খুবই সহানুভূতিশীল ও যত্নবান, লোকজন আপনাকে সহকর্মী বা ঊর্ধতন হিসাবে শ্রদ্ধা করেন। এই অতিরিক্ত উদ্যমের সদ্ব্যবহার করে স্পর্শকাতর সমস্যার সমধান করুন। বড় কোনও প্রকল্পের কাজ শুরু করার জন্য আজ শুভদিন । আজ হয়ত আপনার কোনও হাসিখুশি মেজাজের মানুষের সঙ্গে আলাপ হবে। আপনি ভালো মেজাজে আছেন ৷ আপনি হয়ত কোনও গোষ্ঠী বা ক্লাবের সঙ্গে সামাজিকতা করতে চাইবেন।

বৃষ: আজ সম্ভবত আপনি কাজ থেকে ছুটি নেবেন ৷ নিজেকে সাংসারিক কাজে ডুবিয়ে রাখবেন । পরিবারের লোকেদের সঙ্গে অনেকটা সময় শান্তিতে কাটবে ৷ আপনার মাথায় বাড়ির অন্দরসজ্জার পরিবর্তমের চিন্তা ঘুরবে । আপনি যদি ধীরস্থির থাকেন ৷ একমাত্র আপনি আপনার কাজগুলি সম্পন্ন করতে পারবেন।

মিথুন: আজ মানসিক ও বস্তুগত নিরাপত্তা আপনার কাছে সমান গুরুত্ব পাবে। পড়াশোনার ক্ষেত্রে আপনি যে সমস্যা নিয়েই ভাববেন তাই সমাধান করতে পারবেন। আপনার প্রিয়তমের সঙ্গে সবসময় যোগাযোগ বজায় রাখাই একমাত্র যাদুমন্ত্র। আজ আপনি আপনার ভবিষ্যতের আর্থিক পরিস্থিতি নিয়ে বেশি চিন্তা করবেন। আর্থিক বিষয়টিকে আপনি গুরুত্ব দিলেও, সেই পরিস্থিতির উন্নতি করার কোনও সঠিক রাস্তা খুঁজে পাবেন না।

কর্কট: আজ আপনি খুব কঠিন চ্যালেঞ্জও সহজেই সামলাবেন। সতর্ক থাকুন, কেননা এতে আপনার আত্মবিশ্বাসে নাড়া পড়তে পারে ও তা কমে যেতে পারে। আপনার দুর্বলতাগুলি ঝেড়ে ফেলার চেষ্টা করুন ৷ দেখবেন আপনি উদ্যম ও ইতিবাচকতা ফিরে পাচ্ছেন। ব্যক্তিগত জীবন নিয়ে হতাশায় ভোগার কোনও কারণ নেই। আপনার প্রিয়তমের থেকে আপনি রাজকীয় সমাদর পাবেন। সম্পর্ককে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আপনার রসবোধের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

সিংহ: আপনাকে কাজের ক্ষেত্রে বেশি মনোযোগী হতে বলা হচ্ছে। যত ভালো কাজ করা সম্ভব তা করার জন্য আপনি সর্বাধিক প্রয়াস করবেন। যদিও ফল হয়ত আশানুরূপ হবে না। আজ আপনাকে অত্যধিক খরচ বা আর্থিক ক্ষতি সম্পর্কে সতর্ক থাকতে হবে। ছোটখাটো বিবাদ মতানৈক্য তৈরি করতে পারে ৷ প্রেম জীবনের সঙ্গতি নষ্ট করতে পারে। ফলে নিজের ও প্রিয়তমের মধ্যে অকারণে দূরত্ব তৈরি না করার চেষ্টা করুন।

কন্যা: আপনি সুবিবেচক ৷ আশা করা যায় আজ আপনার উপর অতিরিক্ত সাংসারিক দায়িত্ব এসে পড়বে ৷ তাতে আপনি অসন্তুষ্ট হবেন না। এমনিও কর্মক্ষেত্রের কাজের অবস্থা বেশ পরিতোষজনক ৷ বাড়িতে একটু বেশি কাজ করতে হলে কোনও সমস্যা হবে না। আপনার সহকর্মী ও এমনকি ভালোবাসার মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক আপনার আনন্দকে আরও বাড়িয়ে তুলবে। আপনার চিন্তা ও কাজকে সঠিক পথে চালিত করতে শুভ দিনটির সম্পূর্ণ সদ্ব্যবহার করুন।

তুলা: আপনি সকল কর্তব্যের থেকে বেশি গুরুত্ব দেবেন ৷ পরিবারের লোকজনদের সঙ্গে সময় কাটাবেন। আজ কোনও নিকট আত্মীয়ের স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে । দম্পতিরা প্রেম জীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনাকে আনন্দময় একটি মাধ্যম খুঁজে বার করতে হবে। কোনও ভালোবাসার মানুষের সঙ্গে মধুর কথোপকথন সম্পর্কটিকে পুনরুজ্জীবিত করে তুলবে। সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে আত্মত্যাগ ও অঙ্গীকার মুখ্য ভূমিকা পালন করবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুবই ভালো যাবে।

বৃশ্চিক: আজ আবেগের মেঘ আপনাকে ঘিরে থাকবে ৷ আত্মচিন্তা ও আত্মবিশ্লেষণ করেই আজ সারা দিন কাটাবেন। পেশাগত ক্ষেত্রে আপনি নিজের অবস্থানের উন্নতি করতে চাইবেন। আপনার দূরদর্শিতা ও লোকজনের মানসিকতা বোঝার ক্ষমতা আপনার মধ্যের নেতৃত্বের দিকটি তুলে ধরে। আজ পেশাগত ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখার ফলে আপনি অবশ্য-প্রয়োজনীয় মানসিক শান্তি পাবেন ৷ তার প্রভাব পড়বে আপনার উৎপাদনশীলতায়। আপনার চিন্তাভাবনাগুলি আজ কর্মকর্তা ও সহকর্মীদের প্রশংসা পাবে।

ধনু: আজ আপনি যে কাজেই হাত দেবেন তাতেই জয়ী হওয়ার জন্য প্রস্তুত থাকুন। আজ আপনার অধস্তনদের আপনার সমর্থন ও প্রেরণার প্রয়োজন হবে। আপনার স্বাস্থ্যকে সবথেকে বেশি প্রাধান্য পাবে। বিশেষত, যাদের দুরারোগ্য ব্যাধি আছে তাদের বেশি সতর্ক থাকতে হবে। মানসিক ও শারীরিক কোনওটি বেশি খাটাবেন না ৷ তাহলে অসুস্থ হয়ে পড়বেন। আজ আপনি আর্থিক ক্ষেত্রে কোনও ভালো খবরের অপেক্ষায় থাকবেন।

মকর: আজ দিনটা খুব কঠিন ৷ সমস্যা ও জটিল পরিস্থিতির গোলকধাঁধার মতো ৷ কিন্তু আপনি খুব দ্রুত তার থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবেন। কর্মক্ষেত্রে আপনি নেতার ভূমিকা পালন করতে ভালোবাসেন ৷ কিন্তু তার ফলে আপনি আপনার অধীনস্থ কর্মচারীদের কাজের জন্য দায়ী করেন ৷ কাজ ভালো হোক কি খারাপ অনর্থক কাজে সময় ও শক্তি নষ্ট না-করে ফলদায়ক কার্যকলাপের দিকেই মনোনিবেশ করে থাকুন। এর ফলে আপনার মনে সন্তুষ্টির ভাব আসবে ও ঊর্ধতনদের প্রশংসাও পাবেন।

কুম্ভ: আজ আপনার যুক্তি ও আবেগের মধ্যে ভারসাম্য দেখতে পাওয়ার সৌভাগ্য হবে। আপনি ব্যবসা থেকে আনন্দ কীভাবে পাওয়া যায় তা বুঝতে পারবেন। আর্থিক দিক থেকে আপনি সন্তুষ্ট হবেন ৷ কিন্তু আজ কোনও তুচ্ছ বিষয় আপনাকে বিব্রত করবে। কোনও বিশেষ কাজের কারণে ভুল বোঝাবুঝির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে । আপনি যদি কোনও সংস্থাতে পরিষেবা দেওয়া শুরু করতে চান, তাহলে আজ দিনটি ভালো। আপনার পরিষেবার জন্য আপনি ভালো পারিশ্রমিক পাবেন। আজ আপনার উৎপাদনক্ষমতা বেড়ে যাবে ৷ এর সম্পূর্ণ কৃতিত্ব আপনার দ্রুত কাজ করার ক্ষমতার।

মীন: আজ আপনি যে কাজই করবেন সেখান থেকেই ভালো উপার্জন হওয়ার সম্ভাবনা প্রবল। শেয়ার বাজারে লেনদেন করার জন্যও আজ ভালো দিন ৷ শুধু মনে রাখবেন এই স্টক মার্কেট খুবই ভয়ের জায়গা। আপনি অন্য ব্যক্তিদের উপদেশ দেওয়ার মেজাজে থাকবেন ৷ কিন্তু তা করে ওঠার মতো আত্মবিশ্বাস আপনার থাকবে না। আপনার প্রযুক্তিগত জ্ঞানের সঙ্গে আপনার সৃজনশীল প্রবৃত্তি মিশিয়ে কাজ করলে আপনি আরও বড় কিছু অর্জন করতে পারেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.