WB Governor La Ganesan জল্পনার অবসান, স্বাধীনতা দিবসে গান্ধিঘাটে রাজ্যপাল লা গণেশন

By

Published : Aug 15, 2022, 4:45 PM IST

thumbnail

76তম স্বাধীনতা দিবসে ব্যারাকপুর গান্ধিঘাটে সরকারি অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে নাম ছিল না রাজ্যপালের । যা নিয়ে কয়েক ঘণ্টা রাজ্য-রাজনীতিতে বিস্তর জলঘোলা হয়েছে ৷ যদিও এদিন সকাল হতেই সব জল্পনার অবসান ৷ স্বাধীনতা দিবস উদযাপনে গান্ধি ঘাটের প্রধান অতিথির চেয়ার আলো করে রইলেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন ৷ অনুষ্ঠানে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, পুলিশ কমিশনার অজয় ঠাকুর-সহ একাধিক প্রশাসনিক আমলা ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা (WB Governor La Ganesan pays tribute at Gandhi Ghat on Independence Day) ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.