Municipality By Poll বনগাঁয় ভোট লুঠের অভিযোগে জাতীয় সড়ক অবরোধ বিজেপির

By

Published : Aug 21, 2022, 12:52 PM IST

thumbnail

বনগাঁ পৌরসভা উপনির্বাচনে ভোট লুঠের অভিযোগে তৃণমূল-বিজেপির হাতাহাতির ছবি আগেই উঠে এসেছে ৷ এ বার পুনর্নির্বাচনের দাবিতে এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করল বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার নেতৃত্ব (Road Block by Bangaon BJP Leaders) ৷ বনগাঁ উত্তর ও দক্ষিণের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া এবং স্বপন মজুমদারও রাস্তা অবরোধে সামিল হয়েছেন ৷ রয়েছেন 14 নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী অরূপ কুমার পাল ৷ অভিযোগ, সকাল থেকে ওই ওয়ার্ডের 213 ও 214 নং বুথে বহিরাগতদের দিয়ে ভোটলুঠ করাচ্ছে তৃণমূল (Protest Against Rigging Allegation in Municipality By Poll) ৷ এমনকি বিজেপির পোলিং এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ যে ঘটনাকে কেন্দ্র করে ভোট কেন্দ্রের বাইরে শাসক বিরোধী দু’পক্ষের মধ্যে মারামারি হয় বলেও অভিযোগ ৷ তারই প্রতিবাদে এ বার বিজেপির তরফে রাস্তা অবরোধ করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.