Life Imprisonment : চারবছর আগে স্ত্রীকে খুন, পুরুলিয়ায় ছেলের সাক্ষ্যতে যাবজ্জীবন ব্যক্তির

By

Published : Jun 4, 2022, 2:34 PM IST

thumbnail

স্ত্রীকে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল পুরুলিয়া জেলা আদালত (Husband Murder Wife)। অভিযোগ, 2018 সালের আগস্ট মাসের 17 তারিখ সন্ধ্যায় কেন্দা থানার ভাদশা গ্রামের গৃহবধূ অষ্টমী মাহাতোকে বাড়ির লোকজনের সামনেই স্বামী চিত্তরঞ্জন মাহাতো ধারাল অস্ত্র দিয়ে কোপ মারে । তাঁর চিৎকার শুনে ছুটে আসেন তার ছেলে মৃগাংক মাহাতো । গুরুতর আহত অবস্থায় অষ্টমীকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর । সেই দিনই অষ্টমীর দাদা মথুর চন্দ্র মাহাতো লিখিত অভিযোগ দায়ের করেন কেন্দা থানায় । রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত স্বামী চিত্তরঞ্জন মাহাতোকে । তারপর পর থেকেই গ্রেফতার অভিযুক্ত চিত্তরঞ্জন মাহাতো জেলেই রয়েছেন । এই মামলার বিচারকের কাছে গুরুত্বপূর্ণ বয়ান দেন প্রত্যক্ষদর্শী ছেলে মৃগাংক মাহাতো । শুক্রবার স্বামী চিত্তরঞ্জনকে দোষী সাব্যস্ত করে পুরুলিয়া জেলা আদালত । শনিবার তার রায় ঘোষণা করেন জেলা আদালতের বিচারক অর্চিতা বন্দোপাধ্যায় । এদিনের রায়ে চিত্তরঞ্জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 10 হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.