Durga Puja 2022: নবদ্বীপের শিল্পীদের তৈরি মণ্ডপসজ্জা, জলপাইগুড়ির জাগ্রত সংঘে এবার বাংলার হস্তশিল্প

By

Published : Oct 4, 2022, 1:48 PM IST

thumbnail

জলপাইগুড়ির অরবিন্দ নগরে জনপ্রিয় জাগ্রত সংঘের দুর্গাপুজো ৷ 74তম বর্ষে পা রাখল এই পুজো ৷ এই পুজোর থিম বাংলার হস্তশিল্প ৷ প্যান্ডেলজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শিল্পকলা ৷ কোথাও তালপাতার তিরন্দাজ তির ছুড়ছেন তো কোথাও টোরাকোটার সৈনিক পাহারায় ৷ নবদ্বীপ থেকে শিল্পীরা এসে এই মণ্ডপ সাজিয়েছেন ৷ পাখা, হোগলা পাতা, গাছের ডাল পাতা ব্যবহার করা হয়েছে মণ্ডপ সজ্জায় । তাই এ বছরও জাগ্রত সংঘ শহরবাসীর নজর কাড়বে বলে আশা করছেন ক্লাবের সভাপতি ৷ এছাড়া কোনও একটা পুরস্কারও ঝুলিতে আসবে, মনে করছেন সভাপতি নির্মাল্য সরকার (Jalpaiguri Jagrata Sangha Durga Puja 2022) ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.