Help Desk in Andal Airport: অণ্ডাল বিমানবন্দরে যাত্রী সুরক্ষায় শুরু হল পুলিশি সহায়তা ক্যাম্প

By

Published : Jun 17, 2022, 5:47 PM IST

thumbnail

অণ্ডালের বিমানবন্দরে যাত্রী সহায়তায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে শুরু হল ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্প (Help Desk in Andal Airport by Asansol-Durgapur Commissionerate for Passenger Security) ৷ ওই ক্যাম্পের উদ্বোধন করলেন আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলাকান্তম ৷ এ দিনের অনুষ্ঠানে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার জানান, বর্তমানে অণ্ডালের কাজী নজরুল বিমানবন্দর থেকে আন্তঃরাজ্য ক্ষেত্রে 6টি ফ্লাইট যাতায়াত করে ৷ যেমন বেঙ্গালুরু, মুম্বই, গুয়াহাটি, চেন্নাই, হায়দরাবাদ ও দিল্লি। দেশের এই ছ’টি জায়গার সঙ্গে বর্তমানে অণ্ডালের যোগাযোগ তৈরি হয়েছে বিমানবন্দরে ৷ তিনি জানান, এই বিমানবন্দরে যাতায়াত করা যাত্রীদের সুবিধার্থে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এই ‘মে আই হেল্প ইউ’ কেন্দ্রটি তৈরি করা হল ৷ এই বিমানবন্দরে অনেক ফ্লাইট লেট নাইটেও আছে ৷ তাই যাত্রীরা যাতে কোনও সমস্যায় না পড়েন, তাঁদের কথা মাথায় রেখেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এই চিন্তাভাবনা ৷ বিমানবন্দরের মধ্যে পুলিশের এই ধরনের কেন্দ্র তৈরি হওয়ায় খুশি বিমানযাত্রীরাও ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.