Md. Salim: এই রাজ্যে পুলিশ আর অপরাধী একই বোতলে খায়, মন্তব্য মহম্মদ সেলিমের

By

Published : Jul 12, 2022, 9:47 PM IST

thumbnail

এই রাজ্যে পুলিশ আর অপরাধি একই বোতলে খায় । সৌরভের খুনিদের পুলিশ ধরতে না পারলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Md. Salim)। নিখোঁজ থাকার 5 দিন পর অন্ডালের মাধবপুরের বছর সাতের সৌরভ বাউরির দেহ উদ্ধার হয় বাড়ির পাশের জঙ্গল থেকে । নৃশংসভাবে খুন করে জঙ্গলে ফেলা হয় সৌরভকে । পুলিশের প্রাথমিক তদন্তে এমনই অভিযোগ উঠে আসে । 48 ঘণ্টা পেরিয়ে গিয়েছে এখনও অভিযুক্তরা গ্রেফতার হয়নি । মঙ্গলবার বিকেলে অন্ডালের মাধবপুরের খুন হওয়া সৌরভের পরিবারের সঙ্গে দেখা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । তিনি বলেন, "নিখোঁজের অভিযোগের পরেও পুলিশও ব্যাবস্থা নেয়নি । এই ঘটনায় পরিবারের লোক শোকস্তব্ধ আর এলাকার লোক আতঙ্কিত ।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.