Asansol Railway Notice : জমি জবরদখলকারী ব্যবসায়ীদের সরতে নির্দেশ রেলের, প্রতিবাদ তৃণমূলের

By

Published : May 23, 2022, 10:39 PM IST

thumbnail

রেলপাড় এলাকায় রেলের জমি দখল করে ব্যবসা করছে বহু ব্যবসায়ী । কিন্তু রেলের ফ্রেট করিডর করার স্বার্থে ওই জমি ফাঁকা করা প্রয়োজন । আর তাই, রেলের ওই জমি দখলকারী ব্যবসায়ীদের নোটিশ দিয়েছে রেল (Railway Notice to Asansol businessmen) ৷ 25 মে'র মধ্যে তাদের দোকান খালি করতে বলা হয়েছে ৷ সোমবার তৃণমূল নেতারা ওই ব্যবসায়ীদের নিয়ে আসানসোল রেল ডিভিশনের ডিআরএমের সঙ্গে দেখা করতে যান । এই প্রতিনিধি দলে ছিলেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিম উল হক, কাউন্সিলর গুরুদাস চট্টোপাধ্যায় প্রমুখ ৷ কিন্তু, ঘণ্টা খানেক অপেক্ষা করার পরেও ডিআরএম তাদের সঙ্গে দেখা করেননি বলে জানিয়েছেন ক্ষুব্ধ তৃণমূল নেতারা । আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তৃণমূল নেতারা ৷ অন্যদিকে, আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল এপ্রসঙ্গে বলেন, "রেল সঠিক কাজ করছে । জবরদখলকারীদের হঠাতে নোটিশ দিয়ে । তৃণমূল সব অবৈধ কাজে থাকে । ফ্রেট করিডরের জন্য জমি দরকার । তাই রেল নিজের জমি পুনরুদ্ধার করবেই ।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.