Cash in Jharkhand Congress MLAs Car: 'কোনও দল এত তাড়াতাড়ি ব্যবস্থা নেয় না', মন্তব্য কংগ্রেস নেতৃত্বের

By

Published : Aug 1, 2022, 7:21 AM IST

thumbnail

রবিবার সন্ধ্যায় গড়িয়া মোড়ে 'চোর ধরো জেল ভরো' দাবি তুলে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে কংগ্রেস । উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সৌম্য কুমার আইচ ও আশুতোষ চট্টোপাধ্যায় । "চোর চোরই হয়, দল তাই 12 ঘণ্টার মধ্যে বার করে দিয়েছে ৷" ঝাড়খণ্ডের তিন বিধায়কের সাসপেন্ড প্রসঙ্গে এমন কথাই শোনা গেল কংগ্রেস নেতৃত্বের গলায় (Congress on Cash in Jharkhand MLAs Car)। শনিবার রাতে হাওড়ার পাঁচলায় জাতীয় সড়কে গাড়ি তল্লাশিতে ধরা পড়েন 3 জন ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক । তাঁদের গাড়ি থেকে উদ্ধার হয় লক্ষাধিক টাকা। ঘটনার 12 ঘণ্টার মধ্যে ওই 3 বিধায়ককে সাসপেন্ড করে কংগ্রেস শিবির।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.