Car Drowned in Damoder River : দামোদর নদে তলিয়ে গেল গাড়ি, জল থেকে উদ্ধার 2 শিশু-সহ আহত 10

By

Published : Jun 6, 2022, 10:18 PM IST

thumbnail

অস্থায়ী সংকীর্ণ কাঠের সেতু দিয়ে নদী পারাপার করতে গিয়ে দামোদরের জলে পড়ল একটি মারুতি ভ্যান। সোমবার ঘটনাটি ঘটেছে দামোদর নদের উপর বাঁকুড়ার পাত্রসায়র থানার অর্ন্তগত শিল্যাঘাট এলাকার কাছে । ঘটনায় 2 শিশু-সহ 10 যাত্রীকে উদ্ধার করে গলসি হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য । পরে তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে (Car Drowned in Damoder River) ৷ এদিন সকালে পূর্ব বর্ধমান থেকে একটি মারুতি ভ্যান বাঁকুড়ায় বিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছিল ৷ মারুতি ভ্যানের মধ্যে 2 শিশু-সহ 10 জন যাত্রী ছিলেন ৷ শিল্যাঘাটের কাছে একটি অস্থায়ী কাঠের সেতু দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দামোদর নদীতে পড়ে য়ায় মারুতি ভ্যানটি ৷ দুর্ঘটনাটি স্থানীয়দের নজরে আসতে তাঁরাই এগিয়ে এসে উদ্ধার কার্যে হাত লাগায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পত্রসায়র ও গলসি থানার পুলিশ ৷ দ্রুত উদ্ধারকার্য শুরু করে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.