Durga Immersion : 29 ফুটের দুর্গার ‘নিরঞ্জন’ করলেন দমকলকর্মীরা

By

Published : Oct 17, 2021, 9:37 PM IST

thumbnail

নদী ঘাটে নয় ৷ 29 ফুটের দুর্গাপ্রতিমার নিরঞ্জন করা হল একেবারে নতুন উপায়ে ৷ দমকলের সাহায্যে হোস পাইপ দিয়ে মূর্তির গায়ে জল ছুড়ে করা হল দেবীর নিরঞ্জন ৷ সৌজন্যে জলপাইগুড়ি মহুরিপাড়া সর্বজনীন দুর্গা পূজা সমিতি ৷ উদ্যোক্তারা জানিয়েছেন, এত বড় দুর্গা প্রতিমা নদী ঘাট পর্যন্ত নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন ৷ তাছাড়া, করলা নদীতে যে হারে দূষণ বাড়ছে, তাতে প্রতিমা নিরঞ্জনে রাশ টানাও জরুরি ৷ এইসব দিক ভেবেই একেবারে নতুন পদ্ধতিতে প্রতিমা নিরঞ্জনের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ উদ্যোক্তাদের এই সিদ্ধান্তে খুশি স্থানীয় বাসিন্দারাও ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.